আইপিএল ২০২৪-র প্লে অফে যে তিনটি দল পৌঁছে গেছে৷  আজ ডু অর ডাই ম্যাচে একটি মাত্র ম্যাচের জন্য চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে চূড়ান্ত লড়াই হবে। সিএসকে ও আরসিবি দুই দলের জন্যেই পথ খোলা, তাই শেষ টিকিট কে পাবে সে সিদ্ধান্ত হবে শনিবারের ম্যাচের পর৷  আরসিবি যদি নিজেদের প্রয়োজনীয় হিসেবে ম্যাচ জিতে যেতে পারে তাহলে  চেন্নাইয়ের আর প্লে অফের টিকিট পাওয়া হবে না৷

IPL 2024 Playoff Scenario: চেন্নাই ছিটকে যেতে পারে, একটা টিকিটের জন্য মরিয়া লড়াই আরসিবি-র, কী করে ঘেঁটে যেতে পারে সমীকরণ

আইপিএল ২০২৪-র প্লে অফে যে তিনটি দল পৌঁছে গেছে৷  আজ ডু অর ডাই ম্যাচে একটি মাত্র ম্যাচের জন্য চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে চূড়ান্ত লড়াই হবে। সিএসকে ও আরসিবি দুই দলের জন্যেই পথ খোলা, তাই শেষ টিকিট কে পাবে সে সিদ্ধান্ত হবে শনিবারের ম্যাচের পর৷  আরসিবি যদি নিজেদের প্রয়োজনীয় হিসেবে ম্যাচ জিতে যেতে পারে তাহলে  চেন্নাইয়ের আর প্লে অফের টিকিট পাওয়া হবে না৷
আইপিএল ২০২৪-র প্লে অফে যে তিনটি দল পৌঁছে গেছে৷  আজ ডু অর ডাই ম্যাচে একটি মাত্র ম্যাচের জন্য চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে চূড়ান্ত লড়াই হবে। সিএসকে ও আরসিবি দুই দলের জন্যেই পথ খোলা, তাই শেষ টিকিট কে পাবে সে সিদ্ধান্ত হবে শনিবারের ম্যাচের পর৷  আরসিবি যদি নিজেদের প্রয়োজনীয় হিসেবে ম্যাচ জিতে যেতে পারে তাহলে  চেন্নাইয়ের আর প্লে অফের টিকিট পাওয়া হবে না৷
এদিকে এদিনের ম্যাচে বৃষ্টি মেগা পরিচালক হতে পারে৷ লেটেস্ট ওয়েদার আপডেট অনুসারে, বেঙ্গালুরু শহর মেঘলা। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২২ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে৷ পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনা  প্রায় ৮৭ শতাংশ। অর্থাৎ ম্যাচ চলাকালীন বা তার আগে বৃষ্টির প্রবল সম্ভাবনা হতে পারে।
এদিকে এদিনের ম্যাচে বৃষ্টি মেগা পরিচালক হতে পারে৷ লেটেস্ট ওয়েদার আপডেট অনুসারে, বেঙ্গালুরু শহর মেঘলা। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২২ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে৷ পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনা  প্রায় ৮৭ শতাংশ। অর্থাৎ ম্যাচ চলাকালীন বা তার আগে বৃষ্টির প্রবল সম্ভাবনা হতে পারে।
এদিকে শুধু বৃষ্টি নয় বেঙ্গালুরুতে ঝড়ের সম্ভাবনাও ৩৮ শতাংশ রয়েছে। ফলে ম্যাচ খেলা না হলে  রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্লে অফ খেলার আশায় পুরো সিমেন্ট পড়ে যাবে৷
এদিকে শুধু বৃষ্টি নয় বেঙ্গালুরুতে ঝড়ের সম্ভাবনাও ৩৮ শতাংশ রয়েছে। ফলে ম্যাচ খেলা না হলে  রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্লে অফ খেলার আশায় পুরো সিমেন্ট পড়ে যাবে৷
ম্যাচটি না হলে সিএসকে প্লে অফে পৌঁছে যাবে কারণ তাদের ১৪ ম্যাচে ১৫ পয়েন্ট থাকবে আর আরসিবি-র ১৪ ম্যাচে ১৩ পয়েন্টই থেকে যাবে৷  ম্যাচটি খেলা হলে আরসিবিকে কমপক্ষে ১৮ রানে বা ১১  বল বাকি থাকতে জিততে হবে। প্রথমটা খারাপ শুরু করলেও এই মুহূর্তে সেরা ফর্মে রয়েছে আরসিবি। বিরাট কোহলি দুর্দান্ত ফর্মে রয়েছেন এবং শেষ ৫ ম্যাচের মধ্যে ৩টিতে হাফ সেঞ্চুরি করেছেন।
ম্যাচটি না হলে সিএসকে প্লে অফে পৌঁছে যাবে কারণ তাদের ১৪ ম্যাচে ১৫ পয়েন্ট থাকবে আর আরসিবি-র ১৪ ম্যাচে ১৩ পয়েন্টই থেকে যাবে৷  ম্যাচটি খেলা হলে আরসিবিকে কমপক্ষে ১৮ রানে বা ১১  বল বাকি থাকতে জিততে হবে। প্রথমটা খারাপ শুরু করলেও এই মুহূর্তে সেরা ফর্মে রয়েছে আরসিবি। বিরাট কোহলি দুর্দান্ত ফর্মে রয়েছেন এবং শেষ ৫ ম্যাচের মধ্যে ৩টিতে হাফ সেঞ্চুরি করেছেন।
প্লেয়িং ইলেভেন কেমন হতে পারেচেন্নাই সুপার কিংস সম্ভাব্য একাদশ: রুতুরাজ গায়কওয়াড় (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, শিভম দুবে, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি (উইকেটরক্ষক), শার্দুল ঠাকুর, তুষার দেশপান্ডে, মিচেল স্যান্টনার, সিমারজিৎ সিং, মহেশ তিক্ষানা।
প্লেয়িং ইলেভেন কেমন হতে পারে
চেন্নাই সুপার কিংস সম্ভাব্য একাদশ: রুতুরাজ গায়কওয়াড় (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, শিভম দুবে, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি (উইকেটরক্ষক), শার্দুল ঠাকুর, তুষার দেশপান্ডে, মিচেল স্যান্টনার, সিমারজিৎ সিং, মহেশ তিক্ষানা।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্লেয়িং ইলেভেন: বিরাট কোহলি, ফ্যাফ ডু প্লেসিস (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, রজত পতিদার, ক্যামেরন গ্রিন, অনুজ রাওয়াত, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), কর্ণ শর্মা, মহম্মদ সিরাজ, যশ দয়াল, লকি ফার্গুসন।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্লেয়িং ইলেভেন: বিরাট কোহলি, ফ্যাফ ডু প্লেসিস (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, রজত পতিদার, ক্যামেরন গ্রিন, অনুজ রাওয়াত, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), কর্ণ শর্মা, মহম্মদ সিরাজ, যশ দয়াল, লকি ফার্গুসন।