এছাড়া বর্তমানে লিগ টেবিলে ১০ ম্যাচে ৮ জয় ১৬ পয়েন্ট, নেট রানরেট +০.৬২২ নিয়ে প্রথম স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস। কেকেআর রবিবার জিতলে ১৬ পয়েন্ট হবে। নাইটদের নেট রানরেট +১.০৯৮।

IPL 2024 Playoffs Scenario: ১৬ পয়েন্ট হলেও কেন এখনও প্লে অফের টিকিট পেল না রাজস্থান? কী বলছে পয়েন্ট টেবিলের অঙ্ক

কলকাতা: আইপিএল ২০২৪-এ অপ্রতিরোধ্য রাজস্থান রয়্যালস। সামনে যেই দলই আসছে রয়্য়ালসদের সামনে খড়কুটোর মত উড়ে যাচ্ছে। শনিবার লখনউ সুপার জায়ান্টসকে তাদের ঘরের মাঠে গিয়ে হেলায় হারিয়েছে রাজস্থান। ১৯৭ রানের টার্গেট তাড়া করতে নেমে এক ওভার বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌছে যায় রাজস্থান। সৌজন্যে সঞ্জু স্যামসন, ধ্রুব জুরেল, জস বাটলারদের অনবদ্য ব্যাটিং।

এই জয়ের সৌজন্য ৯ ম্যাচে ৮ জয়, ১ হার, ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে সঞ্জু স্যামসনের দল। আইপিএলের পয়েন্ট টেবিলের নিয়ম অনুযায়ী ১৬ পয়েন্ট হয়ে গেলে সেই দল কোয়ালিফাই করে যাবে প্লে-অফের জন্য। কিন্তু রাজস্থান রয়্যালস ১৬ পয়েন্ট হয়ে গেলেও এখনও প্লে-অফের জন্য নামের পাশে কোয়ালিফাই চিহ্ন পড়েনি। অনেকের মনেই প্রশ্ন জাগছে কেন এখনও কোয়ালিফাই করল না জস বাটলাররা।

এর কারণ আইপিএলের বর্তমান পয়েন্ট টেবিল একটু মন দিয়ে খতিয়ে দেখলেই বোঝা যাবে। কারণ আরসিবি বাদে বাকি সবকটি দলেরই এখনও ১৬ পয়েন্ট করার সুযো রয়েছে। বাস্তবে না হলেও, খাতায়-কলমে সব দলই এখনও ১৬ পয়েন্ট পেতে পারে। সেই কারণেই রাজস্থানকে কোয়ালিফাই দেওয়া হয়নি এখনও। রাজস্থান রয়্যালসের নিজের এখনও ৫টি ম্যাচ রয়েছে। তার মধ্যে আর একটি জিততে পারলেই প্লেঅফের টিকিট পাকা।

আরও পড়ুনঃ KKR News: দিল্লির বিরুদ্ধে শক্তি বাড়বে কেকেআরের পেস অ্যাটাকের! এল বড় আপডেট

লিগ টেবিলে বর্তমানে মুম্বই ইন্ডিয়ান্স ও পঞ্জাব কিংসের শেষ ৫টি ম্যাচের সবকটিতেই জিততে হবে ১৬ পয়েন্টে পৌছনোর জন্য। বাকি দলগুলির কাছে সব ম্যাচ না জিতলেও ১৬ পয়েন্ট করার সুযোগ থাকছে। তবে রাজস্থান যদি তাগের শেষ ৫টি ম্যাচ হেরেও যায় তাহলেও অঙ্কের বিচারে প্লে অফে যাওয়ার টিকিট তাদের পাকা হওয়ার সম্ভাবনা থাকবে।