Tag Archives: IPL 2024 Point Table

IPL 2024 Point Table: বেজে গেল আইপিএলের প্রথম দলের বিদায় ঘণ্টা, সব পাল্টেও লাভ হল না কিছুই

আইপিএল ২০২৪ কোন চার দল প্লেঅফে  যাবে তা এখনও চূড়ান্ত করা যায়নি। আগামী কয়েক ম্যাচের মধ্যে সেই তালিকা চূড়ান্ত হয়ে যাবে। এবার আইপিএলের প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হয়ে গেল একটি দলের।
আইপিএল ২০২৪ কোন চার দল প্লেঅফে যাবে তা এখনও চূড়ান্ত করা যায়নি। আগামী কয়েক ম্যাচের মধ্যে সেই তালিকা চূড়ান্ত হয়ে যাবে। এবার আইপিএলের প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হয়ে গেল একটি দলের।
আইপিএল ২০২৪-এর প্রথম দল হিসেবে বিদায় নিল মুম্বই ইন্ডিয়ান্স। বুধবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে লখনউ সুপার জায়ান্টস হারের পরই হার্দিক পান্ডিয়া ও রোহিত শর্মাদের বিদায় হয়ে গেল।
আইপিএল ২০২৪-এর প্রথম দল হিসেবে বিদায় নিল মুম্বই ইন্ডিয়ান্স। বুধবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে লখনউ সুপার জায়ান্টস হারের পরই হার্দিক পান্ডিয়া ও রোহিত শর্মাদের বিদায় হয়ে গেল।
বর্তমানে আইপিএলের লিগ টেবিলে প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে কেকেআর ও রাজস্থান রয়্যালস। দুই দলেরই পয়েন্ট ১১ ম্য়াচ ১৬। ১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।
বর্তমানে আইপিএলের লিগ টেবিলে প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে কেকেআর ও রাজস্থান রয়্যালস। দুই দলেরই পয়েন্ট ১১ ম্য়াচ ১৬। ১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।
১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে সিএসকে। ১২ ম্যাচে ১২ করে পয়েন্ট নিয়ে পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস  ও লখনউ সুপার জায়ান্টস। এছাড়া আরসিবি, পঞ্জাব ও গুজরাতের এখনও ১৪ পয়েন্ট শেষ করার সুযোগ রয়েছে।
১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে সিএসকে। ১২ ম্যাচে ১২ করে পয়েন্ট নিয়ে পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস ও লখনউ সুপার জায়ান্টস। এছাড়া আরসিবি, পঞ্জাব ও গুজরাতের এখনও ১৪ পয়েন্ট শেষ করার সুযোগ রয়েছে।
অপরদিকে, মুম্বই ইন্ডিয়ান্স ১২ ম্যাচে ৮ পয়েন্টে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ফলে সর্বোচ্চ ১২ পয়েন্ট শেষ করতে পারবে হার্দিক পান্ডিয়ার দল। ফলে কোনওভাবেই প্লেঅফে আর পৌছতে পারবে না ৫ বারের আইপিএল চ্যাম্পিয়নরা।
অপরদিকে, মুম্বই ইন্ডিয়ান্স ১২ ম্যাচে ৮ পয়েন্টে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ফলে সর্বোচ্চ ১২ পয়েন্ট শেষ করতে পারবে হার্দিক পান্ডিয়ার দল। ফলে কোনওভাবেই প্লেঅফে আর পৌছতে পারবে না ৫ বারের আইপিএল চ্যাম্পিয়নরা।

KKR News: মুম্বই ম্যাচের আগে কেকেআরের জন্য বড় সুখবর! এই অঙ্ক মিলে গেলেই ফ্যানেদের স্বপ্নপূরণ

লখনউ ম্যাচ জয়ের পপ বেশ কিছুদিনের বিরতি। আগামী ১১ মে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স। এই মরশুমে এটিই ইডেনে কেকেআরের শেষ ম্যাচ।
লখনউ ম্যাচ জয়ের পপ বেশ কিছুদিনের বিরতি। আগামী ১১ মে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স। এই মরশুমে এটিই ইডেনে কেকেআরের শেষ ম্যাচ।
বর্তমানে লিগ টেবিলে এক নম্বয় স্থানে রয়েছে কেকেআর। ১১ ম্যাচে ৮ জয়, ৩ পরাজয়, ১৬ পয়েন্ট নাইটদের। রানরেটের নিরিখেও সকলের থেকে অনেক এগিয়ে শ্রেয়স আইয়ারের দল। কেকেআরের নেট রানরেট +১.৪৫৩।
বর্তমানে লিগ টেবিলে এক নম্বয় স্থানে রয়েছে কেকেআর। ১১ ম্যাচে ৮ জয়, ৩ পরাজয়, ১৬ পয়েন্ট নাইটদের। রানরেটের নিরিখেও সকলের থেকে অনেক এগিয়ে শ্রেয়স আইয়ারের দল। কেকেআরের নেট রানরেট +১.৪৫৩।
খাতায় কলমে কেকেআর এখনও কেকেআর প্লে অফের টিকিট সরকারিভাবে পাকা হয়নি। কিন্তু কেকেআরের যা পয়েন্ট ও নেট রানরেট তাতে কেকেআরের শেষ চারের টিকিট কার্যত পাকা হয়ে গিয়েছে।
খাতায় কলমে কেকেআর এখনও কেকেআর প্লে অফের টিকিট সরকারিভাবে পাকা হয়নি। কিন্তু কেকেআরের যা পয়েন্ট ও নেট রানরেট তাতে কেকেআরের শেষ চারের টিকিট কার্যত পাকা হয়ে গিয়েছে।
আর এবার ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের আগে বড় সুখবর পেল কলকাতা নাইট রাইডার্স। সৌজন্যে সানরাইজার্স হায়দরাবাদ ও দিল্লি ক্যাপিটালস। এই দুই দল শেষ দুচি ম্যাচে রাজস্থানকে হারাতেই কলকাতার প্রথম স্থানে থাকা অনেক বেশি মজবুত হয়েছে।
আর এবার ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের আগে বড় সুখবর পেল কলকাতা নাইট রাইডার্স। সৌজন্যে সানরাইজার্স হায়দরাবাদ ও দিল্লি ক্যাপিটালস। এই দুই দল শেষ দুচি ম্যাচে রাজস্থানকে হারাতেই কলকাতার প্রথম স্থানে থাকা অনেক বেশি মজবুত হয়েছে।
একইসঙ্গে এখনও আর ৩টি ম্যাচ বাকি কেকেআরের। তারমধ্যে একটিতে জিততে পারলেই প্রথম দুইয়ে থেকে প্লে অফে যাওয়া পাকা হয়ে যাবে নাইটদের। আর একটি ম্যাচ জিতলে ও কেকেআরের পয়েন্ট হবে ১৮। যেখানে কেকেআরের সুযোগ রয়েছে ২২ পয়েন্টে শেষ করার।
একইসঙ্গে এখনও আর ৩টি ম্যাচ বাকি কেকেআরের। তারমধ্যে একটিতে জিততে পারলেই প্রথম দুইয়ে থেকে প্লে অফে যাওয়া পাকা হয়ে যাবে নাইটদের। আর একটি ম্যাচ জিতলে ও কেকেআরের পয়েন্ট হবে ১৮। যেখানে কেকেআরের সুযোগ রয়েছে ২২ পয়েন্টে শেষ করার।
ফলে রাজস্থান বাদে অন্যান্য যে দল প্লে অফের লড়াইয়ে রয়েছে তারা সব ম্যাচ জিতলেও সর্বোচ্চ ১৮ পয়েন্টে শেষ করবে। কেকেআরও যদি ১৮ পয়েন্টেই শেষ করে রানরেটের নিরিখে অন্যান্যদের থেকে অনেক এগিয়ে নাইটরা।
ফলে রাজস্থান বাদে অন্যান্য যে দল প্লে অফের লড়াইয়ে রয়েছে তারা সব ম্যাচ জিতলেও সর্বোচ্চ ১৮ পয়েন্টে শেষ করবে। কেকেআরও যদি ১৮ পয়েন্টেই শেষ করে রানরেটের নিরিখে অন্যান্যদের থেকে অনেক এগিয়ে নাইটরা।
আইপিএলের নিয়ম অনুযায়ী পয়েন্ট টেবিলে প্রথম দুইয়ে থাকলে ফাইনালের ওঠার জন্য দুটি সুযোগ পাওয়া যায়। ফলে কেকেআরের আর একটি ম্যাচ জিতলেই প্রথম দুইয়ে থেকে প্লে অফে যাওয়া কার্যত নিশ্চিত হয়ে যাবে।
আইপিএলের নিয়ম অনুযায়ী পয়েন্ট টেবিলে প্রথম দুইয়ে থাকলে ফাইনালের ওঠার জন্য দুটি সুযোগ পাওয়া যায়। ফলে কেকেআরের আর একটি ম্যাচ জিতলেই প্রথম দুইয়ে থেকে প্লে অফে যাওয়া কার্যত নিশ্চিত হয়ে যাবে।

IPL 2024 Playoffs Scenario: সম্পূর্ণ বদলে গেল আইপিএলের প্লে-অফে ওঠার অঙ্ক! মুম্বই হায়দরাবাদকে হারাতেই জমে গেল লিগ টেবিলের লড়াই

Although it is impossible for Mumbai Indians to reach the playoffs of IPL, Hardik Pandya's team has secured the fight for the playoffs of IPL 2024. Mumbai Indians beat Sunrisers Hyderabad by 7 wickets on Monday. As a result of this win, Mumbai moved up from last place in the points table to ninth place.
Although it is impossible for Mumbai Indians to reach the playoffs of IPL, Hardik Pandya’s team has secured the fight for the playoffs of IPL 2024. Mumbai Indians beat Sunrisers Hyderabad by 7 wickets on Monday. As a result of this win, Mumbai moved up from last place in the points table to ninth place.
At the same time, Sunrisers' path to the playoffs became more difficult. Chasing a target of 174 runs at the Wankhede Stadium in Mumbai, Mumbai Indians were under pressure at one point, losing 3 wickets for 31 runs. From there, Suryakumar Yadav played an impeccable innings of 102 runs from 51 balls to give Mumbai victory.
At the same time, Sunrisers’ path to the playoffs became more difficult. Chasing a target of 174 runs at the Wankhede Stadium in Mumbai, Mumbai Indians were under pressure at one point, losing 3 wickets for 31 runs. From there, Suryakumar Yadav played an impeccable innings of 102 runs from 51 balls to give Mumbai victory.
Despite this loss, Sunrisers Hyderabad is still in the fourth position of the points table but it is difficult for Sunrisers Hyderabad to reach the playoffs. In fact, the Sunrisers team was number one in the points table at one time. Hoped to make the playoffs from the top two. But now they have to fight hard for the last four as well.
Despite this loss, Sunrisers Hyderabad is still in the fourth position of the points table but it is difficult for Sunrisers Hyderabad to reach the playoffs. In fact, the Sunrisers team was number one in the points table at one time. Hoped to make the playoffs from the top two. But now they have to fight hard for the last four as well.
In the points table, Chennai Super Kings, Sunrisers Hyderabad and Lucknow Supergiants have 12 points from 12 matches. CSK, SRH and LSG are third, fourth and fifth in the ranking based on net run rate. All three teams now have 3-3 matches left. As a result, even a small mistake can destroy the dream of going to the playoffs.
In the points table, Chennai Super Kings, Sunrisers Hyderabad and Lucknow Supergiants have 12 points from 12 matches. CSK, SRH and LSG are third, fourth and fifth in the ranking based on net run rate. All three teams now have 3-3 matches left. As a result, even a small mistake can destroy the dream of going to the playoffs.
Fans of Chennai Super Kings and Lucknow Super Giants breathed a sigh of relief as Mumbai Indians defeated Sunrisers. Delhi Capitals fans also have playoff hopes. Delhi is at number six with 10 points after winning 5 out of 11 matches. As a result, if they win the last 3 matches and Lucknow, Chennai and Hyderabad lose, Delhi will also hope to go to the playoffs.
Fans of Chennai Super Kings and Lucknow Super Giants breathed a sigh of relief as Mumbai Indians defeated Sunrisers. Delhi Capitals fans also have playoff hopes. Delhi is at number six with 10 points after winning 5 out of 11 matches. As a result, if they win the last 3 matches and Lucknow, Chennai and Hyderabad lose, Delhi will also hope to go to the playoffs.
Defeats by Sunrisers Hyderabad will also provide some relief to Kolkata Knight Riders and Rajasthan Royals. Kolkata and Rajasthan are the first two teams with 16 points each. If they win one more match, their chances of being in the top two will be much stronger. As a result, there will be an opportunity to play 2 matches in the playoffs
Defeats by Sunrisers Hyderabad will also provide some relief to Kolkata Knight Riders and Rajasthan Royals. Kolkata and Rajasthan are the first two teams with 16 points each. If they win one more match, their chances of being in the top two will be much stronger. As a result, there will be an opportunity to play 2 matches in the playoffs
RCB are seventh in the table with 8 points after winning 4 out of 11 matches. Mumbai Indians, Punjab Kings and Gujarat Titans also have 8 points each. In terms of run rate, Punjab is ranked eighth, Mumbai ninth and Gujarat tenth. These four teams have virtually no chance of making the playoffs. But judging by the very hard numbers, there is still some hope. For that these 4 teams have to win all the matches and the top team has to lose all the matches.
RCB are seventh in the table with 8 points after winning 4 out of 11 matches. Mumbai Indians, Punjab Kings and Gujarat Titans also have 8 points each. In terms of run rate, Punjab is ranked eighth, Mumbai ninth and Gujarat tenth. These four teams have virtually no chance of making the playoffs. But judging by the very hard numbers, there is still some hope. For that these 4 teams have to win all the matches and the top team has to lose all the matches.

IPL 2024 Playoffs Scenario: আইপিএল থেকে বিদায় ৪ দলের! প্লে-অফের লড়াইয়ে টিকে ৬ দল

২২ মার্চ শুরু হয়েছিল আইপিএল ২০২৪। দেখে দেখতে লিগ পর্বের খেলা প্রায় শেষ পর্বে চলে এসেছে। প্রতিটি দলের বাকি আর ৩টি করে ম্যাচ।
২২ মার্চ শুরু হয়েছিল আইপিএল ২০২৪। দেখে দেখতে লিগ পর্বের খেলা প্রায় শেষ পর্বে চলে এসেছে। প্রতিটি দলের বাকি আর ৩টি করে ম্যাচ।
প্রতিনিয়ত আইপিএলের ম্যাচ যত এগোচ্ছে ততই পরিষ্কার হচ্ছে কোন কোন দলে প্লে পৌছতে পারে আর কোন কোন  দল আইপিএল থেকে ছিটকে যাবে।
প্রতিনিয়ত আইপিএলের ম্যাচ যত এগোচ্ছে ততই পরিষ্কার হচ্ছে কোন কোন দলে প্লে পৌছতে পারে আর কোন কোন দল আইপিএল থেকে ছিটকে যাবে।
বর্তমানে লিগটেবিলের যা পরিস্থিতি তাতে কেকেআর ও রাজস্থানের ১৬ পয়েন্ট হয়ে গিয়েছে। ৩ ম্যাচ আগেই কার্যত পাকা প্লে অফের টিকিট। আর একটি জিতলে পুরো নিশ্চিত।
বর্তমানে লিগটেবিলের যা পরিস্থিতি তাতে কেকেআর ও রাজস্থানের ১৬ পয়েন্ট হয়ে গিয়েছে। ৩ ম্যাচ আগেই কার্যত পাকা প্লে অফের টিকিট। আর একটি জিতলে পুরো নিশ্চিত।
এছাড়া আইপিএলে আরও ৪টি দল রয়েছে যারা ১৬ পয়েন্টে পৌছনোর সুযোগ রয়েছে। সেই চারটি দল হল সিএসকে, হায়দরাবাদ, এলএসজি ও দিল্লি ক্যাপিটালস।
এছাড়া আইপিএলে আরও ৪টি দল রয়েছে যারা ১৬ পয়েন্টে পৌছনোর সুযোগ রয়েছে। সেই চারটি দল হল সিএসকে, হায়দরাবাদ, এলএসজি ও দিল্লি ক্যাপিটালস।
তবে চারটি দলের কাছে এবারের মত আইপিএল অভিযান কার্যত শেষ। আরসিবি, পঞ্জাব, গুজরাত ও মুম্বই নিজেদের শেষ সব ম্যাচ জিতলেও ১৬ পয়েন্ট করতে পারবে না।
তবে চারটি দলের কাছে এবারের মত আইপিএল অভিযান কার্যত শেষ। আরসিবি, পঞ্জাব, গুজরাত ও মুম্বই নিজেদের শেষ সব ম্যাচ জিতলেও ১৬ পয়েন্ট করতে পারবে না।
মুম্বইতে ১২ পয়েন্টের বেশি করতে পারবে না। ফলে খুব কঠিন অঙ্কের বিচারে সুযোগ এই ৪ দলের কাছে প্লে-অফে  যাওয়ার থাকলেও তা একপ্রকার প্রায় অসম্ভব।
মুম্বইতে ১২ পয়েন্টের বেশি করতে পারবে না। ফলে খুব কঠিন অঙ্কের বিচারে সুযোগ এই ৪ দলের কাছে প্লে-অফে যাওয়ার থাকলেও তা একপ্রকার প্রায় অসম্ভব।

IPL 2024 Points Table KKR News: রবিতেই প্লে-অফের টিকিট পাকা হবে কেকেআরের! সুযোগ ‘সিংহাসন’ দখলের, আত্মবিশ্বাসী নাইটরা

মুম্বই ইন্ডিয়ান্সকে হারানোর পর রবিবার কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস। ১২ বছর পর ওয়াংখেড়েতে শাপমোচনের পর আত্মবিশ্বাসী নাইট ব্রিগেড।
মুম্বই ইন্ডিয়ান্সকে হারানোর পর রবিবার কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস। ১২ বছর পর ওয়াংখেড়েতে শাপমোচনের পর আত্মবিশ্বাসী নাইট ব্রিগেড।
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচে বড় সুযোগ রয়েছে কেকেআরের সামনে। কারণ অ্যাওয়ে ম্যাচে লখনউ সুপার জায়ান্টসকে হারাতে পারলেও প্লে অফের টিকিট প্রায় পাকা হয়ে যায়বে নাইটদের।
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচে বড় সুযোগ রয়েছে কেকেআরের সামনে। কারণ অ্যাওয়ে ম্যাচে লখনউ সুপার জায়ান্টসকে হারাতে পারলেও প্লে অফের টিকিট প্রায় পাকা হয়ে যায়বে নাইটদের।
বর্তমানে লিগ টেবিলে ১০ ম্যাচে ৭ জয় ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে নাইটরা। এলএসজির বিরুদ্ধে জিততে পারলেই ১৬ পয়েন্ট হয়ে যাবে। ১৬ পয়েন্ট করতে পারলেই কেকেআরের টিকিট ৯০ শতাংশ পাকা বলা যেতে পারে।
বর্তমানে লিগ টেবিলে ১০ ম্যাচে ৭ জয় ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে নাইটরা। এলএসজির বিরুদ্ধে জিততে পারলেই ১৬ পয়েন্ট হয়ে যাবে। ১৬ পয়েন্ট করতে পারলেই কেকেআরের টিকিট ৯০ শতাংশ পাকা বলা যেতে পারে।
তবে এবারের আইপিএলে যেহেতু একাধিক দলের ১৬ পয়েন্ট করার এখনও সুযোগ রয়েছে। তেমনটা হলে রানরেটের প্রসঙ্গ আসবে। তাই লখনউয়ের বিরুদ্ধে জিতলেও আর কিছুটা অপেক্ষা করতে হবে কেকেআরকে।
তবে এবারের আইপিএলে যেহেতু একাধিক দলের ১৬ পয়েন্ট করার এখনও সুযোগ রয়েছে। তেমনটা হলে রানরেটের প্রসঙ্গ আসবে। তাই লখনউয়ের বিরুদ্ধে জিতলেও আর কিছুটা অপেক্ষা করতে হবে কেকেআরকে।
এছাড়া বর্তমানে লিগ টেবিলে ১০  ম্যাচে ৮ জয় ১৬ পয়েন্ট, নেট রানরেট +০.৬২২ নিয়ে প্রথম স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস। কেকেআর রবিবার জিতলে ১৬ পয়েন্ট হবে। নাইটদের নেট রানরেট +১.০৯৮।
এছাড়া বর্তমানে লিগ টেবিলে ১০ ম্যাচে ৮ জয় ১৬ পয়েন্ট, নেট রানরেট +০.৬২২ নিয়ে প্রথম স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস। কেকেআর রবিবার জিতলে ১৬ পয়েন্ট হবে। নাইটদের নেট রানরেট +১.০৯৮।
ফলে লখনউয়ের বিরুদ্ধে জিততে পারলেই রাজস্থানের থেকে ১ ম্যাচ বেশি খেলে লিগ টেবিলের শীর্ষস্থান দখল করবে কেকেআর। তবে রাজস্থান আবার পরের ম্যাচ জিতলে শীর্ষে পৌছে যাবে।
ফলে লখনউয়ের বিরুদ্ধে জিততে পারলেই রাজস্থানের থেকে ১ ম্যাচ বেশি খেলে লিগ টেবিলের শীর্ষস্থান দখল করবে কেকেআর। তবে রাজস্থান আবার পরের ম্যাচ জিতলে শীর্ষে পৌছে যাবে।

IPL 2024 Playoffs Scenario: ১৬ পয়েন্ট হলেও কেন এখনও প্লে অফের টিকিট পেল না রাজস্থান? কী বলছে পয়েন্ট টেবিলের অঙ্ক

কলকাতা: আইপিএল ২০২৪-এ অপ্রতিরোধ্য রাজস্থান রয়্যালস। সামনে যেই দলই আসছে রয়্য়ালসদের সামনে খড়কুটোর মত উড়ে যাচ্ছে। শনিবার লখনউ সুপার জায়ান্টসকে তাদের ঘরের মাঠে গিয়ে হেলায় হারিয়েছে রাজস্থান। ১৯৭ রানের টার্গেট তাড়া করতে নেমে এক ওভার বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌছে যায় রাজস্থান। সৌজন্যে সঞ্জু স্যামসন, ধ্রুব জুরেল, জস বাটলারদের অনবদ্য ব্যাটিং।

এই জয়ের সৌজন্য ৯ ম্যাচে ৮ জয়, ১ হার, ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে সঞ্জু স্যামসনের দল। আইপিএলের পয়েন্ট টেবিলের নিয়ম অনুযায়ী ১৬ পয়েন্ট হয়ে গেলে সেই দল কোয়ালিফাই করে যাবে প্লে-অফের জন্য। কিন্তু রাজস্থান রয়্যালস ১৬ পয়েন্ট হয়ে গেলেও এখনও প্লে-অফের জন্য নামের পাশে কোয়ালিফাই চিহ্ন পড়েনি। অনেকের মনেই প্রশ্ন জাগছে কেন এখনও কোয়ালিফাই করল না জস বাটলাররা।

এর কারণ আইপিএলের বর্তমান পয়েন্ট টেবিল একটু মন দিয়ে খতিয়ে দেখলেই বোঝা যাবে। কারণ আরসিবি বাদে বাকি সবকটি দলেরই এখনও ১৬ পয়েন্ট করার সুযো রয়েছে। বাস্তবে না হলেও, খাতায়-কলমে সব দলই এখনও ১৬ পয়েন্ট পেতে পারে। সেই কারণেই রাজস্থানকে কোয়ালিফাই দেওয়া হয়নি এখনও। রাজস্থান রয়্যালসের নিজের এখনও ৫টি ম্যাচ রয়েছে। তার মধ্যে আর একটি জিততে পারলেই প্লেঅফের টিকিট পাকা।

আরও পড়ুনঃ KKR News: দিল্লির বিরুদ্ধে শক্তি বাড়বে কেকেআরের পেস অ্যাটাকের! এল বড় আপডেট

লিগ টেবিলে বর্তমানে মুম্বই ইন্ডিয়ান্স ও পঞ্জাব কিংসের শেষ ৫টি ম্যাচের সবকটিতেই জিততে হবে ১৬ পয়েন্টে পৌছনোর জন্য। বাকি দলগুলির কাছে সব ম্যাচ না জিতলেও ১৬ পয়েন্ট করার সুযোগ থাকছে। তবে রাজস্থান যদি তাগের শেষ ৫টি ম্যাচ হেরেও যায় তাহলেও অঙ্কের বিচারে প্লে অফে যাওয়ার টিকিট তাদের পাকা হওয়ার সম্ভাবনা থাকবে।

KKR vs RCB: আরসিবি ম্যাচের আগে খারাপ খবর কেকেআরে! লড়াই আরও কঠিন হল গম্ভীরদের

রবিবার ঘরের মাঠে মরশুমের সপ্তম ম্যাচে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ ফাফ ডুপ্লেসি, বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম পর্বে আরসিবিকে সহজে হারিয়ে ছিল কেকেআর।
রবিবার ঘরের মাঠে মরশুমের সপ্তম ম্যাচে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ ফাফ ডুপ্লেসি, বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম পর্বে আরসিবিকে সহজে হারিয়ে ছিল কেকেআর।
কিন্তু দ্বিতীয় পর্বে নামার আগে নাইট শিবিরের ছবিটা কিছুটা হলেও অন্যরকম। রাজস্থানের বিরুদ্ধে ২২৩ রান করেও ইডেনে হারের ঝটকা থেকে বেরিয়ে আসতে মরিয়া নাইটরা। ফলে আরসিবি লিগ টেবিলের শেষে থাকলেও যথেষ্ট গুরুত্ব দিচ্ছে কেকেআর।
কিন্তু দ্বিতীয় পর্বে নামার আগে নাইট শিবিরের ছবিটা কিছুটা হলেও অন্যরকম। রাজস্থানের বিরুদ্ধে ২২৩ রান করেও ইডেনে হারের ঝটকা থেকে বেরিয়ে আসতে মরিয়া নাইটরা। ফলে আরসিবি লিগ টেবিলের শেষে থাকলেও যথেষ্ট গুরুত্ব দিচ্ছে কেকেআর।
তবে আরসিবি ম্যাচে নামার আগে আরও একটি খারাপ খবর কেকেআরের জন্য। রাজস্থানের বিরুদ্ধে হারের ফলে লিগ টেবিলের শীর্ষস্থান দখলের সুযোগ হাতছাড়া করেছিল নাইটরা। শনিবার সানরাইজার্স হায়দরাবাদ দিল্লিকে হারাতেই দ্বিতীয় স্থানও খোয়াল কেকেআর।
তবে আরসিবি ম্যাচে নামার আগে আরও একটি খারাপ খবর কেকেআরের জন্য। রাজস্থানের বিরুদ্ধে হারের ফলে লিগ টেবিলের শীর্ষস্থান দখলের সুযোগ হাতছাড়া করেছিল নাইটরা। শনিবার সানরাইজার্স হায়দরাবাদ দিল্লিকে হারাতেই দ্বিতীয় স্থানও খোয়াল কেকেআর।
বর্তমানে লিগ টেবিলে ৭ ম্যাচে ৬ জয় ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রাজস্থান রয়্যালস। ৭ ম্যাচে ৫ জয় ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। আর ৬ ম্যাচে ৪ জয় ৮ পয়েন্ট  নিয়ে তৃতীয় স্থানে নেমে এসেছে কলকাতা নাইট রাইডার্স।
বর্তমানে লিগ টেবিলে ৭ ম্যাচে ৬ জয় ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রাজস্থান রয়্যালস। ৭ ম্যাচে ৫ জয় ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। আর ৬ ম্যাচে ৪ জয় ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেমে এসেছে কলকাতা নাইট রাইডার্স।
কেকেআর শুধু তৃতীয় স্থানে থাকা নয়, ৮ পয়েন্ট নিয়ে শ্রেয়স আইয়ারদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে চেন্নাই সুপার কিংস ও লখনউ সুপার জায়ান্টস। ফলে লড়াই ধীরে ধীরে আরও কঠিন হচ্ছে মেন্টক গৌতম গম্ভীর, কোচ চন্দ্রকান্ত পণ্ডিতদের।
কেকেআর শুধু তৃতীয় স্থানে থাকা নয়, ৮ পয়েন্ট নিয়ে শ্রেয়স আইয়ারদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে চেন্নাই সুপার কিংস ও লখনউ সুপার জায়ান্টস। ফলে লড়াই ধীরে ধীরে আরও কঠিন হচ্ছে মেন্টক গৌতম গম্ভীর, কোচ চন্দ্রকান্ত পণ্ডিতদের।
ফলে লিগ টেবিলে ঘুড়ে ফের উপরের দিকে উঠতে হলে, দ্বিতীয় স্থানে থাকতে হলে আরসিবির বিরুদ্ধে জিততেই হবে কেকেআরকে। এছাড়া আরসিবি ম্যাচের পর ঘরের মাঠে আরও ২টি ম্যাচ খেলবে নাইটরা। সবকটি ম্যাচ জিততে পারলে লিগ টেবিলে ভাস জায়গায় থাকবে কেকেআর।
ফলে লিগ টেবিলে ঘুড়ে ফের উপরের দিকে উঠতে হলে, দ্বিতীয় স্থানে থাকতে হলে আরসিবির বিরুদ্ধে জিততেই হবে কেকেআরকে। এছাড়া আরসিবি ম্যাচের পর ঘরের মাঠে আরও ২টি ম্যাচ খেলবে নাইটরা। সবকটি ম্যাচ জিততে পারলে লিগ টেবিলে ভাস জায়গায় থাকবে কেকেআর।

IPL 2024 Points Table, KKR News: এপ্রিলেই প্লে অফে পৌছে যাবে কেকেআর! পয়েন্ট টেবিল দিচ্ছে সেই ইঙ্গিত

সিএসকের বিরুদ্ধে হারের ধাক্কা থেকে ঘুড়ে দাঁড়িয়ে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে একতরফা ম্যাচে সহজ জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। বর্তমানে ৫টির মধ্যে ৪টি ম্যাচ জিতে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে নাইটরা।
সিএসকের বিরুদ্ধে হারের ধাক্কা থেকে ঘুড়ে দাঁড়িয়ে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে একতরফা ম্যাচে সহজ জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। বর্তমানে ৫টির মধ্যে ৪টি ম্যাচ জিতে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে নাইটরা।
বর্তমানে লিগ টেবিলে ৬ ম্যাচে ৫ জয়, ১ হার, ১০ পয়েন্ট ও +০.৭৬৭ নেটরানরেট নিয়ে প্রথম স্থানে রয়েছে সঞ্জু স্যামসনের দল। আর ৫ ম্যাচে ৪ জয়, ১ হার, ৮ পয়েন্ট, + ১.৬৮৮ নেট রানরেট রয়েছে কেকোরের। তারপর প্রথম চারে রয়েছে সিএসকে ও এসআরএইচ।
বর্তমানে লিগ টেবিলে ৬ ম্যাচে ৫ জয়, ১ হার, ১০ পয়েন্ট ও +০.৭৬৭ নেটরানরেট নিয়ে প্রথম স্থানে রয়েছে সঞ্জু স্যামসনের দল। আর ৫ ম্যাচে ৪ জয়, ১ হার, ৮ পয়েন্ট, + ১.৬৮৮ নেট রানরেট রয়েছে কেকোরের। তারপর প্রথম চারে রয়েছে সিএসকে ও এসআরএইচ।
১৪ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত ইডেনে পরপর পাঁচটি ম্যাচ খেলবে কেকেআর। এলএসজিকে হারানোর পর মঙ্গলবার ১৬ এপ্রিল কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে লিগ টেবিলের শীর্ষে থাকা রাজস্থান রয়্যালসের।
১৪ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত ইডেনে পরপর পাঁচটি ম্যাচ খেলবে কেকেআর। এলএসজিকে হারানোর পর মঙ্গলবার ১৬ এপ্রিল কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে লিগ টেবিলের শীর্ষে থাকা রাজস্থান রয়্যালসের।
রাজস্থানের থেকে নেট রানরেটে অনেকটাই এগিয়ে কলকাতা নাইট রাইডার্স। ফলে ঘরের মাঠে জিততে পারলেই ফের লিগ টেবিলের প্রথম স্থানে উঠে আসবে কেকেআর। তবে তা ধরে রাখতে হলে জয়ও পেতে হবে ধারাবাহিকভাবে।
রাজস্থানের থেকে নেট রানরেটে অনেকটাই এগিয়ে কলকাতা নাইট রাইডার্স। ফলে ঘরের মাঠে জিততে পারলেই ফের লিগ টেবিলের প্রথম স্থানে উঠে আসবে কেকেআর। তবে তা ধরে রাখতে হলে জয়ও পেতে হবে ধারাবাহিকভাবে।
ঘরের মাঠে কেকেআরের যে টানা পাঁচটি ম্যাচ রয়েছে সেগুলি সবকটি ম্যাচ জিততে পারলে কলকাতা নাইট রাইডার্স তাহলে পয়েন্ট পৌছে যাবে ১৬-তে। ফলে শুধু লিগ টেবিলের শীর্ষস্থান দখল নয়, ৫ ম্যাচ জিতলে প্লে অফের টিকিও পাকা হয়ে যাবে নাইটদের।
ঘরের মাঠে কেকেআরের যে টানা পাঁচটি ম্যাচ রয়েছে সেগুলি সবকটি ম্যাচ জিততে পারলে কলকাতা নাইট রাইডার্স তাহলে পয়েন্ট পৌছে যাবে ১৬-তে। ফলে শুধু লিগ টেবিলের শীর্ষস্থান দখল নয়, ৫ ম্যাচ জিতলে প্লে অফের টিকিও পাকা হয়ে যাবে নাইটদের।
ঘরের মাঠে কতটা শক্তিশালী কেকেআর তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। আর এই অঙ্কের হিসেব মাথায় রয়েছে গৌতম গম্ভীরেরও। তবে এত দূরের কথা না ভেবে একটি একটি করে ম্যাচ ধরেই এগোতে চাইছে কেকেআর টিম ম্যানেজমেন্ট।
ঘরের মাঠে কতটা শক্তিশালী কেকেআর তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। আর এই অঙ্কের হিসেব মাথায় রয়েছে গৌতম গম্ভীরেরও। তবে এত দূরের কথা না ভেবে একটি একটি করে ম্যাচ ধরেই এগোতে চাইছে কেকেআর টিম ম্যানেজমেন্ট।

KKR vs RR: কেকেআরের সামনে ‘সিংহাসন’ দখলের লড়াই! এবার সবথেকে কঠিন ‘যুদ্ধ’ নাইটদের

সিএসকের বিরুদ্ধে হারের পর ঘরের মাঠে দারুণভাবে কামব্যাক করেছে কলকাতা নাইট রাইডার্স। বাংলা নববর্ষের প্রথম দিনে লখনউ সুপার জায়ান্টসকে ব্যাটে-বলে দুরমুশ করে সহজ জয় পেয়েছে কেকেআর।
সিএসকের বিরুদ্ধে হারের পর ঘরের মাঠে দারুণভাবে কামব্যাক করেছে কলকাতা নাইট রাইডার্স। বাংলা নববর্ষের প্রথম দিনে লখনউ সুপার জায়ান্টসকে ব্যাটে-বলে দুরমুশ করে সহজ জয় পেয়েছে কেকেআর।
জয়ের ফেরার আনন্দ ও আত্মবিশ্বাস থাকলেও কেকেআরের সামনে এখন কঠিন লড়াই। কারণ মঙ্গলবারই এই মরশুমের সবথেকে কঠিন ম্যাচটা খেলতে নামবে মেন্টর গৌতম গম্ভীরের ছেলেরা।
জয়ের ফেরার আনন্দ ও আত্মবিশ্বাস থাকলেও কেকেআরের সামনে এখন কঠিন লড়াই। কারণ মঙ্গলবারই এই মরশুমের সবথেকে কঠিন ম্যাচটা খেলতে নামবে মেন্টর গৌতম গম্ভীরের ছেলেরা।
১৪ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত ইডেনে পরপর পাঁচটি ম্যাচ খেলবে কেকেআর। এলএসজিকে হারানোর পর মঙ্গলবার ১৬ এপ্রিল কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে লিগ টেবিলের শীর্ষে থাকা রাজস্থান রয়্যালসের।
১৪ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত ইডেনে পরপর পাঁচটি ম্যাচ খেলবে কেকেআর। এলএসজিকে হারানোর পর মঙ্গলবার ১৬ এপ্রিল কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে লিগ টেবিলের শীর্ষে থাকা রাজস্থান রয়্যালসের।
সিএসকের বিরুদ্ধে হারের আগে পর্যন্ত লিগ টেবিলে শীর্ষস্থান ছিল কেকেআরের। কিন্তু চেন্নাইতে হারের পর তা দখল করে নেয় রাজস্থান রয়্যালস। মঙ্গলবার ঘরের মাঠে ফের 'সিংহাসন' দখলের সুযোগ নাইটদের।
সিএসকের বিরুদ্ধে হারের আগে পর্যন্ত লিগ টেবিলে শীর্ষস্থান ছিল কেকেআরের। কিন্তু চেন্নাইতে হারের পর তা দখল করে নেয় রাজস্থান রয়্যালস। মঙ্গলবার ঘরের মাঠে ফের ‘সিংহাসন’ দখলের সুযোগ নাইটদের।
বর্তমানে লিগ টেবিলে ৬ ম্যাচে ৫ জয়, ১ হার, ১০ পয়েন্ট ও +০.৭৬৭ নেটরানরেট নিয়ে প্রথম স্থানে রয়েছে সঞ্জু স্যামসনের দল। আর ৫ ম্যাচে ৪ জয়, ১ হার, ৮ পয়েন্ট, + ১.৬৮৮ নেট রানরেট রয়েছে কেকোরের। তারপর প্রথম চারে রয়েছে সিএসকে ও এসআরএইচ।
বর্তমানে লিগ টেবিলে ৬ ম্যাচে ৫ জয়, ১ হার, ১০ পয়েন্ট ও +০.৭৬৭ নেটরানরেট নিয়ে প্রথম স্থানে রয়েছে সঞ্জু স্যামসনের দল। আর ৫ ম্যাচে ৪ জয়, ১ হার, ৮ পয়েন্ট, + ১.৬৮৮ নেট রানরেট রয়েছে কেকোরের। তারপর প্রথম চারে রয়েছে সিএসকে ও এসআরএইচ।
ফলে রাজস্থানের থেকে নেট রানরেটে অনেকটাই এগিয়ে কলকাতা নাইট রাইডার্স। ফলে ঘরের মাঠে জিততে পারলেই ফের লিগ টেবিলের প্রথম স্থানে উঠে আসবে কেকেআর। তবে তা ধরে রাখতে হলে জয়ও পেতে হবে ধারাবাহিকভাবে।
ফলে রাজস্থানের থেকে নেট রানরেটে অনেকটাই এগিয়ে কলকাতা নাইট রাইডার্স। ফলে ঘরের মাঠে জিততে পারলেই ফের লিগ টেবিলের প্রথম স্থানে উঠে আসবে কেকেআর। তবে তা ধরে রাখতে হলে জয়ও পেতে হবে ধারাবাহিকভাবে।

KKR vs LSG: কেকেআরের কাছে বিরাট সুযোগ, এই মাসেই পাকা হবে প্লে অফের টিকিট! জেনে নিন বিস্তারিত

রবিবার বাংলা নতুন বছরের প্রথম দিনে ঘরের মাঠে ফিরছে কলকাতা নাইট রাইডার্স। ইডেন গার্ডেন্সে কেকেআরের প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস। সিএসকের ম্যাচের হার ভুলে জয়ে ফিরতে মরিয়া নাইটরা।
রবিবার বাংলা নতুন বছরের প্রথম দিনে ঘরের মাঠে ফিরছে কলকাতা নাইট রাইডার্স। ইডেন গার্ডেন্সে কেকেআরের প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস। সিএসকের ম্যাচের হার ভুলে জয়ে ফিরতে মরিয়া নাইটরা।
১৪ এপ্রিল থেকে আগামী ২৯ এপ্রিল পর্যন্ত পরপর পাঁচটি ম্যাচ ইডেনে খেলবে কলকাতা নাইট রাইডার্স। যা শুরু হবে এলএসজি ম্যাচ দিয়ে আর শেষ হবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে।
১৪ এপ্রিল থেকে আগামী ২৯ এপ্রিল পর্যন্ত পরপর পাঁচটি ম্যাচ ইডেনে খেলবে কলকাতা নাইট রাইডার্স। যা শুরু হবে এলএসজি ম্যাচ দিয়ে আর শেষ হবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে।
এই পাঁচ ম্যাচ কেকেআরের কাছে সূবর্ণ সুযোগ বললেও কম বলা হবে। কারণ বর্তমানে লিগ টেবিলের যা অবস্থা তাতে ৪ ম্যাচে ৩ জয়, ১ হার, ৬ পয়েন্ট, +১.৫২৮ নেট রানরেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে নাইটরা। প্রথম স্থানে রাজস্থান।
এই পাঁচ ম্যাচ কেকেআরের কাছে সূবর্ণ সুযোগ বললেও কম বলা হবে। কারণ বর্তমানে লিগ টেবিলের যা অবস্থা তাতে ৪ ম্যাচে ৩ জয়, ১ হার, ৬ পয়েন্ট, +১.৫২৮ নেট রানরেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে নাইটরা। প্রথম স্থানে রাজস্থান।
ইডেনে খেলতে আসার আগে দিল্লির বিরুদ্ধে লখনউয়ের হার কিছুটা হলেও সুবিধা করেছে কেকেআরের। রবিবার ইডেনে এলএসজিকে ও মঙ্গলবার রাজস্থান রয়্যালসকে হারাতে পারলেই ফের লিগ টেবিলের সিংহাসন দখল করবে নাইটরা।
ইডেনে খেলতে আসার আগে দিল্লির বিরুদ্ধে লখনউয়ের হার কিছুটা হলেও সুবিধা করেছে কেকেআরের। রবিবার ইডেনে এলএসজিকে ও মঙ্গলবার রাজস্থান রয়্যালসকে হারাতে পারলেই ফের লিগ টেবিলের সিংহাসন দখল করবে নাইটরা।
আর তারপর ২১ তারিখ কেকেআরের প্রতিপক্ষ আরসিবি, ২৬ তারিখ নাইটদের সামনে পঞ্জাব কিংস ও ২৯ তারিখ দিল্লির বিরুদ্ধে নামবে কলকাতা। ঘরের মাঠে যদি আগামী ৫ ম্যাচ জিততে পার কলকাতা তাহলে লিগ টেবিলের প্রথম স্থানে অনেকটাই জাঁকিয়ে বসবে কেকেআর।
আর তারপর ২১ তারিখ কেকেআরের প্রতিপক্ষ আরসিবি, ২৬ তারিখ নাইটদের সামনে পঞ্জাব কিংস ও ২৯ তারিখ দিল্লির বিরুদ্ধে নামবে কলকাতা। ঘরের মাঠে যদি আগামী ৫ ম্যাচ জিততে পার কলকাতা তাহলে লিগ টেবিলের প্রথম স্থানে অনেকটাই জাঁকিয়ে বসবে কেকেআর।
বর্তমানে কেকেআরে পয়েন্ট ছয়। আর যদি ইডেনে গড় অটুট রাখতে পারে কলকাতা নাইট রাইডার্স তাহলে পয়েন্ট পৌছে যাবে ১৬-তে। ফলে শুধু লিগ টেবিলের শীর্ষস্থান দখল নয়, ৫ ম্যাচ জিতলে প্লে অফের টিকিও পাকা হয়ে যাবে নাইটদের।
বর্তমানে কেকেআরে পয়েন্ট ছয়। আর যদি ইডেনে গড় অটুট রাখতে পারে কলকাতা নাইট রাইডার্স তাহলে পয়েন্ট পৌছে যাবে ১৬-তে। ফলে শুধু লিগ টেবিলের শীর্ষস্থান দখল নয়, ৫ ম্যাচ জিতলে প্লে অফের টিকিও পাকা হয়ে যাবে নাইটদের।
ঘরের মাঠে কতটা শক্তিশালী কেকেআর তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। আর এই অঙ্কের হিসেব মাথায় রয়েছে গৌতম গম্ভীরেরও। তবে এত দূরের কথা না ভেবে একটি একটি করে ম্যাচ ধরেই এগোতে চাইছে কেকেআর টিম ম্যানেজমেন্ট।
ঘরের মাঠে কতটা শক্তিশালী কেকেআর তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। আর এই অঙ্কের হিসেব মাথায় রয়েছে গৌতম গম্ভীরেরও। তবে এত দূরের কথা না ভেবে একটি একটি করে ম্যাচ ধরেই এগোতে চাইছে কেকেআর টিম ম্যানেজমেন্ট।