আজই আইপিএলে শেষ দিন ‘এই’ দলের! তারকায় ভরা টিম, বিদায় ঘণ্টা বেজে গেল!

তারকাখচিত দল। একবার নয়, বারবার তারকায় ভরা থাকে সেই দল। তবুও সেই দল এখনও পর্যন্ত একবারও আইপিএল ট্রফি জিততে পারেনি।হ্যাঁ, আমরা কথা বলছি, আরসিবিকে নিয়ে।
তারকাখচিত দল। একবার নয়, বারবার তারকায় ভরা থাকে সেই দল। তবুও সেই দল এখনও পর্যন্ত একবারও আইপিএল ট্রফি জিততে পারেনি।হ্যাঁ, আমরা কথা বলছি, আরসিবিকে নিয়ে।
এবাারের আইপিএলে আটটি ম্যাচ খেলেছে আরসিবি। কিন্তু সাতটি ম্যাচেই তারা হেরেছে। ফলে পয়েন্ট তালিকায় তারা এখন সবার নিচে।
এবাারের আইপিএলে আটটি ম্যাচ খেলেছে আরসিবি। কিন্তু সাতটি ম্যাচেই তারা হেরেছে। ফলে পয়েন্ট তালিকায় তারা এখন সবার নিচে।
তবে অনেকেই জানেন না, এখনও এখনও আরসিবির প্লে অফে যাওয়ার উপায় আছে। সেই হিসেবে একটু জটিল। তবে সম্ভাবনা তো আছে।
তবে অনেকেই জানেন না, এখনও এখনও আরসিবির প্লে অফে যাওয়ার উপায় আছে। সেই হিসেবে একটু জটিল। তবে সম্ভাবনা তো আছে।
আজ বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামবে আরসিবি। আজ হারলে কিন্তু তাদের বিদায়ঘণ্টা বেজে যাবে। তবে আজ জিতলেই যে তারা প্লে-অফে চলে যাবে এমনও নয়।
আজ বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামবে আরসিবি। আজ হারলে কিন্তু তাদের বিদায়ঘণ্টা বেজে যাবে। তবে আজ জিতলেই যে তারা প্লে-অফে চলে যাবে এমনও নয়।
আরসিবিকে খেলতে হবে আরও ৬টি ম্যাচ। সেই ৬টি ম্যাচে তারা জিতলেও কিন্তু প্লে অফে ওঠার রাস্তা সহজ হবে না। বরং হিসেব বেশ জটিল।
আরসিবিকে খেলতে হবে আরও ৬টি ম্যাচ। সেই ৬টি ম্যাচে তারা জিতলেও কিন্তু প্লে অফে ওঠার রাস্তা সহজ হবে না। বরং হিসেব বেশ জটিল।
পরের ৬টি ম্যাচ জিতলে আরসিবির পয়েন্ট হবে ১৪। বাকি সব হিসেব তাদের পক্ষে গেলে আর প্লে অফ নিয়ে ভাবতে হবে না। আর রান রেট নিয়েও তাদের ভাবতে হবে না।
পরের ৬টি ম্যাচ জিতলে আরসিবির পয়েন্ট হবে ১৪। বাকি সব হিসেব তাদের পক্ষে গেলে আর প্লে অফ নিয়ে ভাবতে হবে না। আর রান রেট নিয়েও তাদের ভাবতে হবে না।
সব থেকে মজার ব্যাপার, বিরাট কোহলির মতো বিশ্বমানের ব্যাটার তাদের দলে রয়েছে। তিনি পারফর্ম করছেন। তবুও আরসিবি ম্যাচ জিততে পারছে না।
সব থেকে মজার ব্যাপার, বিরাট কোহলির মতো বিশ্বমানের ব্যাটার তাদের দলে রয়েছে। তিনি পারফর্ম করছেন। তবুও আরসিবি ম্যাচ জিততে পারছে না।
হিসেব যা বলছে, তাতে আরসিবিকে সব ম্যাচ জেতার পরও তাকিয়ে থাকতে হবে কলকাতা ও রাজস্থানের দিকে।
হিসেব যা বলছে, তাতে আরসিবিকে সব ম্যাচ জেতার পরও তাকিয়ে থাকতে হবে কলকাতা ও রাজস্থানের দিকে।