এবার আইপিএলে 'ট্রিপল সেঞ্চুরি'! এমন ছক্কার তাণ্ডব আগে কখনও ঘটেনি

IPL 2024 Record: এবার আইপিএলে ‘ট্রিপল সেঞ্চুরি’! এমন ছক্কার তাণ্ডব আগে কখনও ঘটেনি

২২ মার্চ ঢাকে কাঠি পড়েছিল আইপিএল ২০২৪। প্রথম দু সপ্তাহের মধ্যেই একাধিক রেকর্ডের ভাঙা-গড়ার সাক্ষী থেকেছে ফ্যানরা।
২২ মার্চ ঢাকে কাঠি পড়েছিল আইপিএল ২০২৪। প্রথম দু সপ্তাহের মধ্যেই একাধিক রেকর্ডের ভাঙা-গড়ার সাক্ষী থেকেছে ফ্যানরা।
এবার আইপিএল হল এমন এক রেকর্ড যা এর আগে আইপিএলের ১৭ বছরের ইতিহাসে আগে কখনও ঘটেনি।
এবার আইপিএল হল এমন এক রেকর্ড যা এর আগে আইপিএলের ১৭ বছরের ইতিহাসে আগে কখনও ঘটেনি।
আইপিএল মানেই ক্রিকেট প্রেমিরা চার-ছক্কার ফুলঝুরি দেখার জন্যই মাঠে যান বা টিভি-মোবাইলের সামনে বসেন।
আইপিএল মানেই ক্রিকেট প্রেমিরা চার-ছক্কার ফুলঝুরি দেখার জন্যই মাঠে যান বা টিভি-মোবাইলের সামনে বসেন।
আইপিএল-এর ১৭ তম আসরের ১৭ তম ম্যাচেই ছক্কার একটি ট্রিপল সেঞ্চুরি দেখে ফেলল গোটা ক্রিকেট বিশ্ব।
আইপিএল-এর ১৭ তম আসরের ১৭ তম ম্যাচেই ছক্কার একটি ট্রিপল সেঞ্চুরি দেখে ফেলল গোটা ক্রিকেট বিশ্ব।
এর আগে আইপিএল-এর কোনও মরশুমে এত কম ম্যাচে ৩০০টি ছক্কা মারা হয়নি। এই রেকর্ড বলে দিচ্ছে ব্যাটারদের দাপট কতটা।
এর আগে আইপিএল-এর কোনও মরশুমে এত কম ম্যাচে ৩০০টি ছক্কা মারা হয়নি। এই রেকর্ড বলে দিচ্ছে ব্যাটারদের দাপট কতটা।
এর আগে গত মরশুমে ১৭ ম্যাচে ২৫৯টি ছক্কা হয়েছিল। এবার সেই রেকর্ড ভেঙে গেল। গুজরাত-পঞ্জাব ম্যাচে ৩০০ নম্বর ছয়টি মারেন শুভমান গিল।
এর আগে গত মরশুমে ১৭ ম্যাচে ২৫৯টি ছক্কা হয়েছিল। এবার সেই রেকর্ড ভেঙে গেল। গুজরাত-পঞ্জাব ম্যাচে ৩০০ নম্বর ছয়টি মারেন শুভমান গিল।