KKR vs RCB: ফের রিঙ্কু সিংয়ের সামনে যশ দয়াল, বদলা না ফের রিঙ্কু ঝড়! অপেক্ষায় ফ্যানেরা

চিন্নাস্বামী: শুক্রবার বেঙ্গালুরু চিন্নাস্বামী স্টেডিয়ামে কেকেআর বনাম আরসিবি দ্বৈরথ। বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসি বনাম শ্রেয়স আইয়ার, আন্দ্রে রাসেলদের লড়াই ঘিরে যেমন চড়ছে পারদ। ঠিক তেমনই চিন্নাস্বামী সাক্ষী থাকতে চলেছে আরও একটি দ্বৈরথের। এক বছর পর ফের একবার ২২ গজে মুখোমুখি হতে চলেছে রিঙ্কু সিং ও যশ দয়াল। পার্থক্য শুধু দল বদল হয়েছে যশ দয়ালের।

গতবছর গুজরাত টাইটান্স-কেকেআর ম্যাচে একটা ওভার বদলে দিয়েছিল দুই ক্রিকেটারের ভাগ্য। শেষ ওভারে ৫টি ছক্কা মেরে কেকেআরকে জিতিয়ে রাতারাতি সুপার হিরো হয়ে উঠেছিলেন রিঙ্কু। সেখান থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি রিঙ্কুকে। জাতীয় দলের হয়ে খেলে ফলেছেন ওডিআই ও টি-২০। সেখানেও তিনি নিজেকে প্রমাণ করেছেন। বর্তমানে রিঙ্কু কেকেআরের অন্যতম সেরা ফিনিশার।

অপরদিকে, গত বছর কেকেআর বনাম গুজরাত ম্যাচের আগে পর্যন্ত যে যশ দয়াল ভাল বোলিং করছিলেন। কিন্তু রিঙ্কু হাতে ৫ ছক্কা খেয়ে মানসীকভাবে ভেঙে পড়ে তিনি। বেশ কিছু দিন ক্রিকেটার বাইরেও ছিলেন। নিয়েছিলেন কাউন্সেলিং। যশ দয়াল সেই এক ধাক্কায় শিখেছিলেন, ঘুরে দাঁড়ানোর জন্য লড়াই করতে হবে। তারপরও দল বদল হয়েছে তাঁর। এবার আরসিবির জার্সিতে রিঙ্কু-দয়ালের লড়াই দেখতে মুখিয়ে রয়েছেন ফ্যানেরা।

আরও পড়ুনঃ KKR News: আরসিবি ম্যাচের আগে কেকেআরের ৩ বড় চিন্তা! জেনে নিন বিস্তারিত

তবে বিগত এক বছরের জাতীয় দলের হয়ে ধারাবাহিকভাবে ক্রিকেট খেলেছেন রিঙ্কু। গুজরাত ম্যাচের থেকেও বর্তমান রিঙ্কু সিং অনেক বেশি পরিপক্ক। তাই যশ দয়ালের বিরুদ্ধে মাঠের লড়াইয়ে নামার আগে রিঙ্কু সিংকেই এগিয়ে রাখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।