T20 World Cup 2024: অবসর ভেঙে টি-২০ বিশ্বকাপে ফিরছেন কেকেআর তারকা! দলে চাইছেন খোদ অধিনায়ক

আইপিএলের পরই রয়েছে টি-২০ বিশ্বকাপ। ভারতীয় ক্রিকেট বোর্ডের মতনই প্রতিটি দলের ক্রিকেট বোর্ড নজর রেখেছে আইপিএলের উপর। টি-২০ বিশ্বকাপে কোন দেশ কেমন দল পাঠাতে পারে তা নিয়েও তৈরি হয়েছে জল্পনা।
আইপিএলের পরই রয়েছে টি-২০ বিশ্বকাপ। ভারতীয় ক্রিকেট বোর্ডের মতনই প্রতিটি দলের ক্রিকেট বোর্ড নজর রেখেছে আইপিএলের উপর। টি-২০ বিশ্বকাপে কোন দেশ কেমন দল পাঠাতে পারে তা নিয়েও তৈরি হয়েছে জল্পনা।
কেকেআর দলের তারকা স্পিনার সুনীল নারিন অবসর ভেঙে টি-২০ বিশ্বকাপে জাতীয় দলে ফিরবেন কিনা তা নিয়েও জল্পনা তৈরি হয়েছে। কারণ বর্তমান ওয়েস্ট ইন্ডিজ টি-২০ দলের অধিনায়ক রভম্যান পাওয়েল চাইছেন নারিন ফিরুক দলে।
কেকেআর দলের তারকা স্পিনার সুনীল নারিন অবসর ভেঙে টি-২০ বিশ্বকাপে জাতীয় দলে ফিরবেন কিনা তা নিয়েও জল্পনা তৈরি হয়েছে। কারণ বর্তমান ওয়েস্ট ইন্ডিজ টি-২০ দলের অধিনায়ক রভম্যান পাওয়েল চাইছেন নারিন ফিরুক দলে।
এবার আইপিএলে স্বপ্নের ফর্মে রয়েছেন সুনীল নারিন। শুধু বল হাতে নয়, ব্যাটিংয়েও নিজের কামাল দেখাচ্ছেন কেকেআর তারকা। ৬ ম্যাচে ২৭৬ রান করেছেন নারিন। স্ট্রাইক রেট ১৮৭.৭৫। এছাড়া বোলিংয়ে নিয়েছেন ৭ উইকেট।
এবার আইপিএলে স্বপ্নের ফর্মে রয়েছেন সুনীল নারিন। শুধু বল হাতে নয়, ব্যাটিংয়েও নিজের কামাল দেখাচ্ছেন কেকেআর তারকা। ৬ ম্যাচে ২৭৬ রান করেছেন নারিন। স্ট্রাইক রেট ১৮৭.৭৫। এছাড়া বোলিংয়ে নিয়েছেন ৭ উইকেট।
রভম্যান পাওয়েল বলেছেন,"গত এক বছরের বেশি সময় ধরে নারাইনের সঙ্গে কথা বলছি বিশ্বকাপের দলে ফেরার জন্য। তবে নারিন কোনও পতিক্রিয়া দেননি। ও যেই ফর্মে রয়েছে আমি চাই ও জাতীয় দলে ফিরুক। আশা করব আমাদের বোর্ড টি-২০ বিশ্বকাপের দল ঘোষণার আগে নারিনের সঙ্গে কথা বলবে।"
রভম্যান পাওয়েল বলেছেন,”গত এক বছরের বেশি সময় ধরে নারাইনের সঙ্গে কথা বলছি বিশ্বকাপের দলে ফেরার জন্য। তবে নারিন কোনও পতিক্রিয়া দেননি। ও যেই ফর্মে রয়েছে আমি চাই ও জাতীয় দলে ফিরুক। আশা করব আমাদের বোর্ড টি-২০ বিশ্বকাপের দল ঘোষণার আগে নারিনের সঙ্গে কথা বলবে।”
প্রসঙ্গত, গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন সুনীল নারিন। শেষ দেশের হয়ে খেলেছেন ২০১৯ সালে। এখনও পর্যন্ত নারিনের অবসরের ভাঙার কোনও পরিকল্পনা নেই। তবে অধিনায়ক আবদার ও বোর্ড যদি বলে তাহলে শেষ পর্যন্ত কোনও চমত নারিন দেন কিনা সেটাই দেখার।
প্রসঙ্গত, গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন সুনীল নারিন। শেষ দেশের হয়ে খেলেছেন ২০১৯ সালে। এখনও পর্যন্ত নারিনের অবসরের ভাঙার কোনও পরিকল্পনা নেই। তবে অধিনায়ক আবদার ও বোর্ড যদি বলে তাহলে শেষ পর্যন্ত কোনও চমত নারিন দেন কিনা সেটাই দেখার।