বাবা চেয়েছিল, ছেলে ইঞ্জিনিয়র হোক! ছেলে হল তারকা ক্রিকেটার! আজ তাঁর জন্মদিন

নয়াদিল্লি: বাবা-মা চেয়েছিলেন ছেলে ইঞ্জিনিয়ার হোক। কিন্তু ছেলে হল গিয়ে ক্রিকেটার!

কেএল রাহুলের পুরো নাম কান্নার লোকেশ রাহুল। তাঁকে বেশিরভাগ মানুষই কেএল, কেএল রাহুল বা লোকেশ রাহুল নামে ডাকেন। ১৯৯২ সালে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর বাবা ড. লোকেশ ইঞ্জিনিয়ার এবং মা রাজেশ্বরী দেবা একজন অধ্যাপক।

আজ, ১৮ এপ্রিল কে এল রাহুলের জন্মদিন। তিনি ৩২ বছরে পা দিলেন। তাঁর বাবা চেয়েছিলেন ছেলে ইঞ্জিনিয়র হোক। কিন্তু রাহুলের আগ্রহ ছিল ক্রিকেটে। কঠোর পরিশ্রমের ফলে তিনি আজ টিম ইন্ডিয়ার একজন প্রভাবশালী ব্যাটার। আইপিএলের দলের অধিনায়কও।

আরও পড়ুন- KKR: নীতিশ রানার পর আরও এক কেকেআর তারকা ব্যাটারের চোট! আরসিবি ম্যাচে খেলবেন তো?

রাহুলের বাবার স্বপ্ন ছিল তাঁর ছেলে ইঞ্জিনিয়ার হবে। পড়ালেখায় তিনি ভাল ছিলেন। কিন্তু ভাগ্য তাঁর জন্য অন্য কিছু লিখে রেখেছিল।

১১ বছর বয়স থেকে তিনি ক্রিকেটকে গুরুত্ব সহকারে নিতে শুরু করেছিলেন। এর পর তিনি ২০১০ সালে কর্ণাটক থেকে প্রথম শ্রেণীর কেরিয়ার শুরু করেন।

ভারতের হয়ে কেএল রাহুল ২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে এবং ২০১৬ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে ওডিআই এবং টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয়েছিল।

৫০টি আন্তর্জাতিক টেস্ট ম্যাচে তাঁর নামের পাশে ২ হাজার ৮৬৩ রান রয়েছে। ৭৫টি ওয়ানডেতে ২৮২০ রান এবং ৭২ টি-টোয়েন্টি ম্যাচে ২২৬৫ রান।

আরও পড়ুন- আইপিএল এবার জিতবে কারা? রিকি পন্টিং-এর বড় ভবিষ্যদ্বাণী, নামটা অবাক করবে

কেএল রাহুল আইপিএলে লখনউ সুপারজায়ান্টসের হয়ে খেলেন। এই দল গঠনের পর থেকে কেএল রাহুল দলের অধিনায়ক। রাহুলের অধিনায়কত্বে এ বছর দলের পারফরম্যান্স খারাপ নয়।

লখনউ এখনও পর্যন্ত ৬টি ম্যাচের মধ্যে ৩টিতে জিতেছে। ৬ পয়েন্ট তাদের।