আইপিএলের রিটেনশন পলিসি জানিয়ে দিয়েছে বিসিসিআই। ৫ জন রিটেন ও ১ জনকে আরটিএমের মাধ্যমে দলে রাখতে পারবে প্রতিটি দল। ৩ অক্টোবরের মধ্যে জানাতে হবে রিটেনশন লিস্ট।

IPL 2025 Retention Rules: আইপিএল নিলাম নিয়ে বড় ব্রেকিং! কত জন প্লেয়ার রিটেন করা যাবে? সঙ্গে থাকছে আরও বড় চমক!

আইপিএল ২০২৫-এর নিলামের আগে কত জন ক্রিকেটারকে রিটেন করতে পারবে প্রতিটি দল? কী হবে রিটেনশনের নিয়ম এই নিয়ে বিগত কয়েক দিন ধরেই জোর আলোচনা চলছিল ক্রিকেট মহলে।
আইপিএল ২০২৫-এর নিলামের আগে কত জন ক্রিকেটারকে রিটেন করতে পারবে প্রতিটি দল? কী হবে রিটেনশনের নিয়ম এই নিয়ে বিগত কয়েক দিন ধরেই জোর আলোচনা চলছিল ক্রিকেট মহলে।
রিটেনশন পলিসি ঠিক করতে বৈঠকে বসেছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা। সঙ্গে ছিল আইপিএলে সবকটি ফ্র্যাঞ্চাইজির কর্তারাও। সরকারি ঘোষণা না হলেও বৈঠরে রিটেনশন পলিসি নিয়ে সিদ্ধান্ত হয়ে গিয়েছে বলে সূত্রের খবর।
রিটেনশন পলিসি ঠিক করতে বৈঠকে বসেছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা। সঙ্গে ছিল আইপিএলে সবকটি ফ্র্যাঞ্চাইজির কর্তারাও। সরকারি ঘোষণা না হলেও বৈঠরে রিটেনশন পলিসি নিয়ে সিদ্ধান্ত হয়ে গিয়েছে বলে সূত্রের খবর।
ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর অনুযায়ী, এবার আইপিএলের মেগা নিলামের আগে রিটেন করা প্লেয়ারে সংখ্যা বাড়াচ্ছে বিসিসিআই। এবার পুরোনো দল থেকে মোট ৫ জন ক্রিকেটারকে রিটেন করতে পারবে প্রতিটি দল।
ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর অনুযায়ী, এবার আইপিএলের মেগা নিলামের আগে রিটেন করা প্লেয়ারে সংখ্যা বাড়াচ্ছে বিসিসিআই। এবার পুরোনো দল থেকে মোট ৫ জন ক্রিকেটারকে রিটেন করতে পারবে প্রতিটি দল।
একইসঙ্গে রাইট টু ম্যাচ কার্ডের নিয়মও ফেরাতে চলেছে আইপিএল গভর্নিং কাউন্সিল। গত মেগা অকশনে আরটিএম কার্ড ব্যবহার হয়নি। এবার ফের করা যাবে আরটিএম কার্ডের ব্যবহার। তবে মাত্র একজন ক্রিকেটারের ক্ষেত্রে ব্যবহার করা যাবে রাইট টু ম্যাচ কার্ড।
একইসঙ্গে রাইট টু ম্যাচ কার্ডের নিয়মও ফেরাতে চলেছে আইপিএল গভর্নিং কাউন্সিল। গত মেগা অকশনে আরটিএম কার্ড ব্যবহার হয়নি। এবার ফের করা যাবে আরটিএম কার্ডের ব্যবহার। তবে মাত্র একজন ক্রিকেটারের ক্ষেত্রে ব্যবহার করা যাবে রাইট টু ম্যাচ কার্ড।
এই আরটিএম কার্ড ব্যবহার করে কোনও দলের প্লেয়ার যাকে রিলিজ করা হয়েছিল, কিন্তি নিলামে তাঁকে অন্য দল কিনে নেয়, তেমন একজনকে আরটিএম কার্ড ব্যবহার করে পুরোনো দলে ফের কিনতে পারবে।
এই আরটিএম কার্ড ব্যবহার করে কোনও দলের প্লেয়ার যাকে রিলিজ করা হয়েছিল, কিন্তি নিলামে তাঁকে অন্য দল কিনে নেয়, তেমন একজনকে আরটিএম কার্ড ব্যবহার করে পুরোনো দলে ফের কিনতে পারবে।
সব মিলিয়ে রিটেনশনের নিয়ম যা দাঁড়াচ্ছে ৫ জন প্লেয়ারকে ধরে রাখা যানে ও একজনকে আরটিএম কার্ড ব্যবহার করে কেনা যানে। তার মানে ৬ ক্রিকেটারকে ধরে রাখতে পারবে তাদের বর্তমান ফ্র্যাঞ্চাইজিগুলি। এখন শুধু অপেক্ষা বোর্ডের রিটেনশন পলিসি সরকারিভাবে ঘোষণা করা।
সব মিলিয়ে রিটেনশনের নিয়ম যা দাঁড়াচ্ছে ৫ জন প্লেয়ারকে ধরে রাখা যানে ও একজনকে আরটিএম কার্ড ব্যবহার করে কেনা যানে। তার মানে ৬ ক্রিকেটারকে ধরে রাখতে পারবে তাদের বর্তমান ফ্র্যাঞ্চাইজিগুলি। এখন শুধু অপেক্ষা বোর্ডের রিটেনশন পলিসি সরকারিভাবে ঘোষণা করা।