Durga Puja 2024: অনুদানের টাকায় এলাকায় সিসিটিভি বসানোর উদ্যোগ! বিশেষ থিমে সেজে উঠবে মণ্ডপ

শিলিগুড়ি: দুর্গাপুজোর মধ্য দিয়ে নারী নিরাপত্তায় বিশেষ কাজ করতে চলেছে শিলিগুড়ি হায়দারপাড়া স্পোর্টিং ক্লাব। আর মাত্র ১৩ দিন বাকি দুর্গাপুজোর। বা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে পুজোর প্রস্তুতি। জোর কদমে চলছে পুজো মণ্ডপ তৈরির কাজ। ঠিক তেমনই শিলিগুড়ি হায়দারপাড়া স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো এবার ৫৫ তম বর্ষে পদার্পণ করতে চলেছে। ইতিমধ্যেই চলছে পুজো মণ্ডপ তৈরির কাজ। তাদের এবারের থিম ‘বন্দি শৈশব’।  যার মধ্য দিয়ে বর্তমান যুগে শিশুদের মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাওয়া এবং অতীতে শৈশবজীবন কেমন ছিল, তা তুলে ধরা হবে।

প্রায় কুড়ি লক্ষ টাকার বাজেটের এই পুজো এবার নজর কাড়তে চলেছে শহরবাসীর। এছাড়াও মণ্ডপসজ্জা এবং আলোকসজ্জাতেও থাকছে বিশেষ চমক। এবং এই পুজো মণ্ডপ শুভ উদ্বোধন করা হবে দুর্গাপুজোর তৃতীয়ার দিন।

সদ্য ঘটে যাওয়া আরজি কর কান্ডের প্রতিবাদে প্রায় সমস্ত পুজো উদ্যোক্তারাই নিজেদের পুজোর মধ্য দিয়ে বিচারের দাবি জানাচ্ছেন।শিলিগুড়ি হায়দারপাড়া স্পোটিং ক্লাব আর্থিক অনুদান গ্রহণ করলেও সেই টাকা দিয়ে করা হবে বিশেষ উদ্যোগ। মূলত সেই অর্থ দিয়ে নারী সুরক্ষার কথা মাথায় রেখে ক্লাব চত্বরের বেশ কিছু এলাকা মুড়ে ফেলা হবে সিসিটিভি ক্যামেরায়। যার মধ্য দিয়ে সেই সকল রাস্তা দিয়ে চলাচল করা স্কুল এবং কলেজের ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা আরও সুনিশ্চিত হবে। শহরের পরিবেশ আরও সুরক্ষিত থাকবে বলে মনে করছেন ক্লাব কর্তৃপক্ষ।

অনির্বাণ রায়