Tag Archives: ipl 2022 mega Auction

IPL Auction 2022, KKR : আইপিএলে কেমন হল কেকেআর দল? শক্তি এবং দুর্বলতা কোথায়, জানুন বিস্তারিত

#বেঙ্গালুরু: প্রথম দিনের শেষে আজ দ্বিতীয় দিনের শুরুতে কলকাতা নাইট রাইডার্স ১২ কোটি ৬৫ লাখ টাকা নিয়ে নেমেছিল নিলামে। এই টাকার মধ্যে প্রায় ১৫ থেকে ১৬ জন ক্রিকেটার নিতে হত তাদের। দিনের শুরুটা অজিঙ্কা রাহানে এবং তারপর পুরনো রিংকু সিং এবং অনুকূল রায়কে দিয়ে করা হলেও, মাঝের সময়টা শ্রীলঙ্কার চামিকা করুনারত্নে, জম্মু-কাশ্মীরের তরুণ ফাস্ট বোলার রাশিক সালাম দারকে কিনে নিল শাহরুখ খানের দল।

আরও পড়ুন – IPL Auction 2022, Mumbai Indians: চমকের নাম টিম ডেভিড! আর্চারকেও দলে নিয়ে আরও শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স

এরপর বাবা ইন্দ্রজিৎ, প্রথম সিং, অশোক শর্মাদের মত ভারতীয় ক্রিকেটার নিতেই হত কেকেআরকে। সেটাই করল তারা। পরে এক্সিলারেটেড নিলামে ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটসম্যান স্যাম বিলিংস্, প্রাক্তন ওপেনিং ব্যাটসম্যান এলেক্স হেলসকে নিল কেকেআর। নেওয়া হল আফগানিস্তানের মহম্মদ নবিকে। নবির অভিজ্ঞতা নিঃসন্দেহে কাজে লাগবে কেকেআর দলের।

দীর্ঘদিন আইপিএল খেলছেন। আফগানিস্তানের অধিনায়কত্ব করেছেন। মিডল অর্ডারে ব্যাট করা ছাড়া বল হাতে অফস্পিনার হিসেবেও যথেষ্ট বুদ্ধিমান আফগান তারকা। আর বিলিংস উইকেট-রক্ষক এবং মিডল অর্ডার ব্যাটসম্যান। টি টোয়েন্টিতে অভিজ্ঞ ক্রিকেটার। অতীতে চেন্নাই সুপার কিংস এবং দিল্লির জার্সিতে আইপিএল খেলেছেন। ২২ ম্যাচে ৩৩৪ রান এবং উইকেটের পেছনে ১৩ টি আউট করার নজির আছে। দু কোটি টাকায় তাকে পাওয়া যথেষ্ট ভাল ডিল কেকেআরের পক্ষে।

অ্যালেক্স হেলস টি টোয়েন্টি ক্রিকেটে বড় নাম। ইংল্যান্ডের জার্সিতে এবং বিভিন্ন লিগে তার বেশ কিছু দুর্ধর্ষ ইনিংস আছে। কিন্তু ২০১৮ সালে আইপিএলে সানরাইজার্স হায়দারাবাদ দলের হয়ে সেরকম নজর’ কাটতে পারেনি তিনি। ৬ ম্যাচে মাত্র ১৪৮ রান করেছিলেন। এই মুহূর্তে ইংল্যান্ডের জাতীয় দলে নেই। কিন্তু তাও তার বড় শট খেলার দক্ষতার ওপর ভরসা রেখেছে কেকেআর।

অ্যালেক্স হেলসকে কেকেআর কিনেছে ১.৫ কোটি টাকায়। শেষ বেলায় উমেশ যাদবকে ২ কোটি টাকায় তুলে নিল কেকেআর। অতীতে তিন বছর কলকাতার জার্সিতে খেলেছেন উমেশ। আইপিএল ক্যারিয়ারে ১২১ ম্যাচে ১১৯ উইকেট রয়েছে তার। এখন দেখার এই দল নিয়ে কেকেআর কতটা সাফল্য পায়।

কেকেআর দল ২০২২ মরশুম

আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, ভেঙ্কটেশ আইয়ার, সুনীল নারিন, শ্রেয়স আইয়ার, শেলডন জ্যাকসন, অজিঙ্কা রাহানে, রিংকু সিং, বাবা ইন্দ্রজিৎ, অভিজিৎ তোমার, স্যাম বিলিংস, অ্যালেক্স হেলস, রাশিক দার, অশোক শর্মা, টিম সাউদি, উমেশ যাদব, প্যাট কামিন্স, নীতিশ রানা, শিবম মাভি, অনুকূল রায়,
চামিকা করুনারত্নে, প্রথম সিং, রমেশ কুমার, মহম্মদ নবি, আমান খান

IPL Auction 2022, Mumbai Indians: চমকের নাম টিম ডেভিড! আর্চারকেও দলে নিয়ে আরও শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স

#বেঙ্গালুরু: রোগা চেহারার ছেলেটা পঞ্জাবের হয়ে যখন ক্রিকেট খেলা শুরু করে প্রথমদিকে ফাস্ট বোলার হওয়ার ইচ্ছে ছিল। কিন্তু তার কোচ তাকে লেগ স্পিন করতে বলেন। ক্রমশ ছেলেটা বুঝতে পারে ভবিষ্যতে সে ভাল লেগ স্পিনার হয়ে উঠতে পারে। মায়ানক মারকাণ্ডে ২০১৮ সালে চোখে পড়ে যান মুম্বই ইন্ডিয়ান্স স্পটারদের। তাকে সুযোগ দেওয়া হয় দলে। মহেন্দ্র সিং ধোনিকে গুগলিতে আউট করে সকলের নজর কেড়ে নেন। তারপর সানরাইজার্স হায়দারাবাদ দলের বিপক্ষে চারটি উইকেট দখল করেন।

কিন্তু পরে তাকে ছেড়ে দেয় মুম্বই। ভরসা করে রাহুল চাহার এর ওপর। কিন্তু এবার আবার মায়ানক মারকাণ্ডেকে ৬৫ লাখ টাকায় দলে ফিরিয়ে নিল মুম্বই ইন্ডিয়ান্স। তার প্রধান অস্ত্র গুগলি। কিন্তু এখন ফ্লিপর, রং ওয়ান সহ আরো কিছু অস্ত্র যোগ করেছেন নিজের বোলিংয়ে। আইপিএল ক্যারিয়ার ১৮ ম্যাচে ১৬ উইকেট আছে তার। এছাড়াও কম দামে জয়দেব উনাদকটকে পেয়ে গেছে মুম্বই ইন্ডিয়ান্স। মাত্র ১.৩ কোটি টাকায় তাকে দলে নিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন।

২০১৮ সালে সাড়ে ১১ কোটি টাকায় রাজস্থান রয়েলস গিয়েছিলেন তিনি। অতীতে কলকাতা নাইট রাইডার্স, রাইজিং পুনে সুপার জায়ান্ট, দিল্লি এবং আরসিবি দলের হয়ে খেলেছেন তিনি। রঞ্জি ট্রফিতে প্রথম অধিনায়ক হিসেবে সৌরাষ্ট্রকে চ্যাম্পিয়ন করেছেন জয়দেব। তার অভিজ্ঞতা এবং ডেথ ওভারে রান আটকানোর ক্ষমতা গুরুত্ব দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। গতকাল প্রথম বড় ঝড় তোলে মুম্বই ঈশান কিষানকে ১৫.২৫ কোটি টাকার বিনিময় তুলে নিয়ে।

এছাড়া দক্ষিণ আফ্রিকার পরবর্তী সুপারস্টার এবং অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রহকারী দেওয়ালড ব্রেভিসকে তিন কোটি টাকায় নিয়েছে তারা। দেড় কোটি টাকায় মুরুগান অশ্বিন এবং ৩০ লক্ষ টাকায় বাসেল থাম্পিকে দলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। সিঙ্গাপুরের টিম ডেভিড শেষবার আইপিএল আরসিবি জার্সি গায়ে খেলেছিলেন। মাত্র ২০ লাখ টাকায় তাকে নিয়েছিল ব্যাঙ্গালোর।

সিঙ্গাপুরের এই ক্রিকেটার অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে যথেষ্ট পরিচিত নাম। পাকিস্তান সুপার লিগে খেলেছেন মুলতান সুলতান দলের হয়ে। লোয়ার অর্ডার ব্যাটসম্যান হিসেবে বড় রান করতে পারেন। শক্তিশালী হিটার। সঙ্গে অফ স্পিন বল করতে পারেন। মুম্বই ইন্ডিয়ান্স তাকে ধরিয়ে দেওয়ার জন্য মরিয়া ছিল। প্রচন্ড লড়াই হল কেকেআরের সঙ্গে। শেষ পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্স ৮ কোটি ২৫ লাখ টাকায় তাকে কিনে নিল।

সিঙ্গাপুরের এই ক্রিকেটারকে পেয়ে শক্তি বাড়ল মুম্বইয়ের। একজন যোগ্য ফিনিশার পেল তারা। এছাড়াও মুম্বই ইন্ডিয়ান্স দলে নিয়েছে ইংল্যান্ডের টি টোয়েন্টি বিশেষজ্ঞ পেসার টাইমাল মিলস (১ কোটি ৫০ লাখ) এবং অস্ট্রেলিয়ার ড্যানিয়েল স্যামসকে (২ কোটি ৬০ লাখে)। তবে ইংল্যান্ডের জোফ্রা আর্চার (৮ কোটি) টাকায় দলে নিয়ে জমিয়ে দিল মুম্বই ইন্ডিয়ান্স। বুমরাহর সঙ্গে তার জুটি ভয়ঙ্কর হতে চলেছে।

তবে এ বছর পাওয়া যাবে না তাকে। এছাড়াও (৭৫ লাখ) টাকায় ফ্যাবিয়ান অ্যালেন, আনমোলপ্রীত সিং (২০ লাখ টাকা), রমন্দীপ সিং (২০ লাখ টাকা), রাহুল বুধি (২০ লাখ টাকা), ঋত্বিক শকিন (২০ লাখ টাকা), অর্জুন টেন্ডুলকার (৩০ লাখ টাকা), আরিয়ান জুয়ালকে (২০ লাখ টাকা) দলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।

Mumbai Indians Squad 2022

Rohit Sharma, Kieron Pollard, Suryakumar Yadav, Jasprit Bumrah, Ishan Kishan, Dewald Brevis, Basil Thampi, M Ashwin, Jaydev Unadkat, Mayank Markande, Tilak Varma, Sanjay Yadav, Riley Meredith, Mohd Arshad Khan, Anmolpreet Singh, Ramandeep Singh, Rahul Buddhi, Hrithik Shokeen, Arjun Tendulkar, Aryan Juyal, Fabian Allen, Jofra Archer, Tim David

IPL Auction 2022, Chetan Sakariya: ভাল খেলার পুরস্কার মিলল, দিল্লিতে ৪.২ কোটিতে যোগ চেতন সাকারিয়ার

#বেঙ্গালুরু: ভারতে যখন বাঁহাতি পেসার বেশি নেই, তখন তিনি ভবিষ্যতে ভরসা হয়ে উঠতে পারেন। অনেক প্রতিবন্ধকতাকে জয় করে, অনেক প্রতিকূলতাকে কাটিয়ে নতুন ভোরের আলো দেখেছেন চেতন সাকারিয়া। আর্থিক অনটন যে কখনও প্রতিভার সামনে বাধা ধরে দাঁড়াতে পারে না তার জ্বলন্ত উদাহরন সাকারিয়। অতি দরিদ্র পরিবারের সন্তান নিজের অধ্যাবসা এবং কঠিন অনুশীলনের মধ্যে দিয়ে উঠে এসেছেন ভারতীয় ক্রিকেটের মূলস্রোতে।

আরও পড়ুন – Abhinav Manohar Sadarangani: জুতোর দোকান থেকে আইপিএলের নিলাম, রাতারাতি কোটিপতি এই ক্রিকেটার

রাজস্থান রয়্যালসের জার্সিতে গত বছর আইপিএল-এ নজরটানা সাকারিয়া এই বারও দল পেয়েছেন তবে গত বারের চেয়ে অনেক বেশি মূল্যে। ১.২ কোটি টাকা খরচ করে ২০২১ সালে আইপিএল-এর নিলামে চেতন সাকারিয়াকে তুলেছিল রাজস্থান রয়্যালস। তরুণ এই পেসারের পারফরম্যান্স অভিভূত করেছিল ক্রিকেট বিশেষজ্ঞদের। ১.২ কোটি টাকায় ২০২১ নিলামে রাজস্থানের জার্সি গায়ে চাপানো চেতনের পারফরম্যান্স থেকেই পরিষ্কার ছিল এই বারের নিলামে দর পাবেন তিনি।

এবারও চেতনকে দলে নেওয়ার জন্য ঝাঁপিয়েছিল রাজস্থান রয়্যালস। চার কোটি টাকা পর্যন্ত লড়াইয়ে ছিল তারা। কিন্তু দিল্লি ক্যাপিটলস ৪.২ কোটি টাকা দর হাঁকায় সরে আসে রাজস্থান। গত আইপিএল-এ রাজস্থানের জার্সিতে ১৪ ম্যাচে ১৪টি উইকেট পেয়েছিলেন সাকারিয়া। ঘরোয়া ক্রিকেটে সৌরাষ্ট্রের হয়ে খেলেন চেতন সাকারিয়া। ২০১৭-১৮ তে বিজয় হাজারেতে খেলে ডোমেস্টিকে ক্রিকেটে নিজের অভিষেক করেছিলেন তিনি।

২০১৮-১৯ রঞ্জি ট্রফিতে সৌরাষ্ট্রের হয়ে পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি। সৈয়স মুস্তাক আলি টি ২০-তেও নজরকাড়েন তিনি। গুজরাতের ভাবনগর জেলা থেকে ১০ কিলোমিটার দূরে ভারতেজ নামে একটি ছোট গ্রামে জন্ম তাঁর। ।কেরিয়ারের উন্নতির সময়েই এক মর্মান্তিক ঘটনা তাঁর জীবনকে ঘেটে দিয়েছিল।

সৌরাষ্ট্রের হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফি খেলার সময়ে অজ্ঞাত কারণে আত্মহত্যা করেন তাঁর দাদা। খেলার মাঝে যদিও কিছুই তাঁকে জানায়নি পরিবার। বাড়িতে ফিরে সবটা জানতে পারেন। দাদার অকাল প্রয়াণের পর বুকে পাথর চাপা দিয়ে মাঠে নেমেছিলেন আইপিএল-এ। দাদার সঙ্গে বন্ধুর মতো সম্পর্ক ছিল চেতনের। আজও মাঝে মধ্যেই তাঁর কথায় উঠে আসে দাদার প্রসঙ্গ।

IPL Auction 2022, Shivam Dube : ৪ কোটিতে চেন্নাইতে এসে ধোনির অধীনে নবজন্মের প্রতীক্ষায় শিবম দুবে

 

#বেঙ্গালুরু: একটা সময় অলরাউন্ডার হিসেবে ভারতীয় দল তাকে সুযোগ দিয়েছিল বেশ কয়েকটা ম্যাচ। প্রত্যাশা সেভাবে পূরণ করতে পারেননি। মেগা নিলামের দ্বিতীয় দিনে শিবম দুবেকে দলে নেয় চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। ৪ কোটি টাকার বিনিময়ে ভারতীয় এই অলরাউন্ডারকে দলে নিল CSK। গত বছর শিবম রাজস্থান রয়্যালসে খেলেছেন। কিন্তু সাফল্য পাননি। তাই মেগা নিলামের আগে তাঁকে ছেড়ে দেয়।

আরও পড়ুন – IPL Auction 2022, Ajinkya Rahane : জাতীয় দল থেকে বাদ পড়া রাহানের ওপর ভরসা রাখল কলকাতা নাইট রাইডার্স

ধরে রাখে সঞ্জু স্যামসন, জস বাটলার ও যশস্বী জয়সওয়ালকে। ২০২১ সালে রাজস্থানে যোগ দেওয়ার আগে শিবম দুবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে ছিলেন। সেখানেও ব্যর্থ হয়েছিলেন। বিশেষজ্ঞদের মতে, শিবম দুবে এর আগে দুটো দলে ব্যর্থ হওয়ায় এটা তাঁর কাছে শেষ সুযোগ। মহেন্দ্র সিং ধোনির অধীনে তিনি নিজের সেরাটা দিতে মুখিয়ে আছেন। শার্দূল ঠাকুরের জায়গাটা তিনি নিতে পারেন কি না সেটাই দেখার।

দীপক চাহারকে ১৪ কোটি টাকার বিনিময়ে দলে ফিরিয়েছে। IPL-এর নিয়ম মোতাবেক প্রতিটি ফ্র্যাঞ্চাইজি মোট ২৫ জন করে প্লেয়ার রাখতে পারবে দলে। যাঁদের মধ্যে সর্বোচ্চ আট জন বিদেশি। নিলামে প্রতিটি দল খরচ করতে পারবে ৯০ কোটি টাকা। এবারের নিলাম বাকি মরশুমের থেকে আলাদা। সূত্রের খবর, এবারই হতে চলেছে শেষ মেগা নিলাম। অর্থাৎ এবারই শেষ সুযোগ সব ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে তাদের দল গুছিয়ে তোলার।

চেন্নাই সুপার কিংসে যোগ দেওয়ার খবর সামনে আসতে আসতে এবার পিতা হলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পিতা হওয়ার খবর জানান শিবম দুবে। সঙ্গে স্ত্রী অঞ্জুম খান ও সদ্যজাত পুত্রের ছবি শেয়ার করেন। গত বছর ১৭ জুলাই বিয়ে করেন শিবম দুবে।

ভিন্ন ধর্মের হওয়ায় সোশ্যাল মিডিয়ায় নিন্দার মুখে পড়েন দুবে। কিন্তু সেটিকে পাত্তা না দিয়ে তিনি এগিয়ে চলেন। শিবম জানিয়েছেন মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে খেলতে পারা তার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।

IPL Auction 2022, U19 stars: নিলামের চূড়ান্ত দিনে অনূর্ধ্ব উনিশের তারকাদের ঠিকানা হল কোন দলে? জানুন

#বেঙ্গালুরু: রাজ বর্ধন হাঙ্গারগেকরকে দেড় কোটি টাকা দিয়ে কিনে নিল চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিং ধোনির ফ্র্যাঞ্চাইজি দল মরিয়া ছিল অনূর্ধ্ব উনিশের এই অলরাউন্ডারকে দলে নেওয়ার জন্য। মুম্বই ইন্ডিয়ান্স তার জন্য কিছুটা এগিয়েছিল। কিন্তু শেষপর্যন্ত বেশি দাম দেওয়ায় কলকাতা রাজ বর্ধনকে পেয়ে যায় সিএসকে। ভারতের তারকা অফ স্পিনার রবিচন্দ্রণ অশ্বিন আগেই জানিয়েছিলেন বর্তমান অনুর্দ্ধ ১৯ দলের বোলিং অলরাউন্ডার রাজবর্ধন হাঙ্গারগেকার ভবিষ্যতের তারকা।

আরও পড়ুন – IPL Auction 2022, Ajinkya Rahane : জাতীয় দল থেকে বাদ পড়া রাহানের ওপর ভরসা রাখল কলকাতা নাইট রাইডার্স

আসন্ন নিলামে তার জন্য চড়া দর হাকতে পারেন ফ্র্যাঞ্চাইজির মালিকরা। রাজবর্ধন হাঙ্গারগেকার অনুর্দ্ধ ১৯ দলে ৫ নম্বরে ব্যাট করেছেন। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ১৭ বলে ৩৯ রানের ইনিংসে ফিনিশার হিসেবে তার দক্ষতার পরিচয় পাওয়া গেছে। জোরে বোলার হিসেবে তিনি সুইং করাতেও পারদর্শী। ব্যাট হাতে বড় বড় ছক্কা হাঁকাতে পারেন।

ভারতের অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়াশ ধুল ৫০ লক্ষ টাকার বিনিময় গেলেন দিল্লি ক্যাপিটালস দলে। তিনি যে লম্বা রেসের ঘোড়া সেটা প্রমাণ করেছিলেন দিল্লির ছেলে। ভবিষ্যতের বিরাট কোহলি হতে চান। দিল্লির অধিনায়ক ঋষভ পন্থ আগেই ইয়াশকে দলের নেওয়ার পক্ষে ইচ্ছাপ্রকাশ করেছিলেন। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতীয় দলকে পঞ্চম বার চ্যাম্পিয়ন করার নেপথ্যে অন্যতম নায়ক রাজ অঙ্গদ বাওয়া।

বল হাতে ফাইনালে পাঁচ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও দলের প্রয়োজনে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। তিনি ছাড়া এই ম্যাচে সেরা অন্য কাউকে নির্বাচন করা যেত না এবং সেটা হয়েনি। অ্যান্টিগুয়ার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিয়েছেন রাজ। রাজের পাঁচ উইকেটে ব্রিটিশ সিংহদের উড়িয়ে দিয়েছিল ভারত।

ব্যাট হাতে ৩৫ রান করেন। আজ আইপিএল নিলামের দ্বিতীয় এবং চূড়ান্ত দিনে রাজ বাওয়াকে ২ কোটি টাকা দিয়ে তুলে নিল পঞ্জাব কিংস। অনূর্ধ্ব উনিশ ক্রিকেটারদের মধ্যে তিনি সবচেয়ে বেশি টাকা পেয়েছেন।

IPL Auction 2022, Ajinkya Rahane reaction: নিজের অভিজ্ঞতা এবং দক্ষতা বিলিয়ে দেব কেকেআরের জন্য, বার্তা রাহানের

#বেঙ্গালুরু: অনেকেই মনে করেছিলেন জাতীয় দলের হয়ে সাফল্য না পাওয়ায় এবার আইপিএলে দল পাবেন না অজিঙ্কা রাহানে। কিন্তু সকাল সকাল দ্বিতীয় দিনের নিলামে মুম্বই ব্যাটসম্যানকে তুলে নিয়ে চমক দিল কেকেআর। অভিজ্ঞতা এবং রেকর্ডের মূল্য দিয়েছে কলকাতার ফ্র্যাঞ্চাইজি। নিজের সোশ্যাল মিডিয়ায় অজিঙ্কা রাহানে জানিয়েছেন কেকেআর আসতে পেরে আমি খুব খুশি। তিনি জানেন গত দুই বছর ধরে কেকেআর যথেষ্ট ভাল পারফর্ম করছে।

আরও পড়ুন – IPL Auction 2022, Ishan Kishan : নতুন রেকর্ড মূল্য ১৫.২৫ কোটিতে মুম্বই ইন্ডিয়ান্স দলে ফিরলেন ঈশান কিষান

আগেরবার ফাইনাল খেলেছে। নিজের অভিজ্ঞতা দিয়ে তিনি কেকেআর দলকে সাহায্য করতে চান। জাতীয় দলের হয়ে টেস্ট ক্যারিয়ার খুব একটা ভাল যাচ্ছে না অজিঙ্কা রাহানের। দক্ষিণ আফ্রিকার মাটিতে ব্যর্থ হবার পর তাকে বাদ পড়তে হয়েছে। মুম্বাইয়ের হয়ে রঞ্জি ট্রফি খেলার সিদ্ধান্ত নিয়েছেন অজিঙ্কা রাহানে। আইপিএলের দ্বিতীয় দিনের নিলামে এই অভিজ্ঞ ব্যাটসম্যানের ওপর ভরসা দেখাল কলকাতা নাইট রাইডার্স।

মাত্র ১ কোটি টাকায় তাকে দলে নিল কেকেআর। অন্য কোন ফ্র্যাঞ্চাইজি ইচ্ছা প্রকাশ না করলেও কেকেআর বেছে নিল রাহানের অভিজ্ঞতাকে। এমনিতে অজিঙ্কা রাহানের কোয়ালিটি নিয়ে প্রশ্ন নেই। প্রয়োজনে অধিনায়কত্ব করতে পারেন। আইপিএল ক্যারিয়ার যথেষ্ট চমকপ্রদক। অতীতে রাজস্থান রয়েলসের হয়ে দুরন্ত ক্রিকেট খেলেছিলেন রাহানে। আইপিএলে তার শতরান আছে। রাহুল দ্রাবিড়ের অধীনে বেশ কিছু মনে রাখার মতো ইনিংস উপহার দিয়েছিলেন অজিঙ্কা রাহানে।

২০১৬ সালে রাইজিং পুনে সুপার জায়ান্ট দলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন তিনি। দুই বছর পর তাকে আবার ফিরিয়ে নেয় রাজস্থান রয়েলস। সুনীল গাভাসকার থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় প্রত্যকেই বিশ্বাস করেন অজিঙ্কা রাহানে ফর্ম খারাপ গেলেও, ব্যাটসম্যান হিসেবে তিনি অত্যন্ত উঁচুমানের।

এই মুহূর্তে আজিঙ্কা রাহানে একটা প্লাটফর্ম পাওয়ার চেষ্টা করছেন। অনেক কিছু প্রমাণ করার আছে। আইপিএল তিনি প্রচুর খেলেছেন। তাই এবার মাত্র ১ কোটি টাকা পেলেও নিজেকে প্রমাণ করার জন্য মরিয়া হয়ে থাকবেন অজিঙ্কা রাহানে। আইপিএলে মোট ৪০০০ এর কাছে রান আছে রাহানের। অনেক ক্রিকেট পন্ডিত মনে করছেন এত অল্প টাকায় রাহানে কেকেআর যোগ দেওয়ার ফলে ওপেনিং সমস্যা নিয়ে ভাবতে হবে না কলকাতার ফ্র্যাঞ্চাইজিকে।