আর কিছু সময়ের অপেক্ষা। তারপরই চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে শুরু হবে আইপিএল ২০২৪-এর মেগা ফাইনাল। মহাম্যাচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। বাংলায় ঘূর্ণিঝড়ের আতঙ্কের মধ্যেই আইপিএল ফাইনাল ঘিরে চড়ছে পারদ।

IPL Final 2024: KKR vs SRH: উইনিং কম্বিনেশনে কি শেষ মুহূর্তের বদল, হায়দরাবাদের বিরুদ্ধে গম্ভীরের মেগা রণনীতির ব্লু প্রিন্ট ফাঁস

IPL Final 2024: KKR vs SRH: রবিবার  চূড়ান্ত যুদ্ধ। প্রায় দু মাসের লম্বা ম্যারাথনের অসামান্য প্রতিযোগিতা রবিবার শেষ হতে চলেছে৷ কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এবং সানরাইজার্স হায়দরাবাদ (এসআরএইচ) চূড়ান্ত দুই যোদ্ধা চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে আইপিএল ২০২৪ -র ফাইনালে সেরার লড়াইতে লড়বে৷
IPL Final 2024: KKR vs SRH: রবিবার  চূড়ান্ত যুদ্ধ। প্রায় দু মাসের লম্বা ম্যারাথনের অসামান্য প্রতিযোগিতা রবিবার শেষ হতে চলেছে৷ কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এবং সানরাইজার্স হায়দরাবাদ (এসআরএইচ) চূড়ান্ত দুই যোদ্ধা চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে আইপিএল ২০২৪ -র ফাইনালে সেরার লড়াইতে লড়বে৷
কলকাতা নাইট রাইডার্সপ্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিত, মেন্টর গৌতম গম্ভীর এবং অধিনায়ক শ্রেয়স আইয়ারের নেতৃত্বে, আইপিএল ২০২৪-র ফাইনালে কলকাতার ফের একবার কাপ ঘরে তোলার স্বপ্ন সফল করার জন্য বিশেষ স্ট্র্যাটেজি নেওয়া হবে৷  তারা তাদের ব্যাগে ২০ পয়েন্ট এবং +১.৪২৮ -র রেকর্ড NRR সহ টেবিলের শীর্ষস্থানীয় দল হিসাবে লিগ পর্ব শেষ করেছিল৷
কলকাতা নাইট রাইডার্স
প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিত, মেন্টর গৌতম গম্ভীর এবং অধিনায়ক শ্রেয়স আইয়ারের নেতৃত্বে, আইপিএল ২০২৪-র ফাইনালে কলকাতার ফের একবার কাপ ঘরে তোলার স্বপ্ন সফল করার জন্য বিশেষ স্ট্র্যাটেজি নেওয়া হবে৷  তারা তাদের ব্যাগে ২০ পয়েন্ট এবং +১.৪২৮ -র রেকর্ড NRR সহ টেবিলের শীর্ষস্থানীয় দল হিসাবে লিগ পর্ব শেষ করেছিল৷
তারপর, নরেন্দ্র মোদি স্টেডিয়ামে কোয়ালিফায়ার১ -এ, তারা হায়দরাবাদের বিরুদ্ধে দারুণ খেলে ফাইনালের টিকিট কোয়ালিফায়ার থেকেই ছিনিয়ে নেয়। মিচেল স্টার্কের অসাধারণ বোলিং পারফরম্যান্সের উপর ভর করে, এবং বাকিদের অসাধারণ সঙ্গতে  প্যাট কামিন্সের নেতৃত্বাধীন দলকে ১৯.৩ ওভারে ১৫৯ রানে গুঁড়িয়ে দেয়৷ Photo- AP
তারপর, নরেন্দ্র মোদি স্টেডিয়ামে কোয়ালিফায়ার১ -এ, তারা হায়দরাবাদের বিরুদ্ধে দারুণ খেলে ফাইনালের টিকিট কোয়ালিফায়ার থেকেই ছিনিয়ে নেয়। মিচেল স্টার্কের অসাধারণ বোলিং পারফরম্যান্সের উপর ভর করে, এবং বাকিদের অসাধারণ সঙ্গতে  প্যাট কামিন্সের নেতৃত্বাধীন দলকে ১৯.৩ ওভারে ১৫৯ রানে গুঁড়িয়ে দেয়৷ Photo- AP
সুনীল নারিন, আন্দ্রে রাসেল এবং বরুণ চক্রবর্তীর মতো একাধিক নাইট এই আইপিএলে দুর্দান্ত ফর্মে রয়েছে, পাশাপাশি চূড়ান্ত মুহূর্তে স্টার্ক এবং শ্রেয়স আইয়ারের ফর্মে ফেরার ঘটনা ফাইনালের আগে কেকেআরকেই ফেভারিট রাখছে৷
সুনীল নারিন, আন্দ্রে রাসেল এবং বরুণ চক্রবর্তীর মতো একাধিক নাইট এই আইপিএলে দুর্দান্ত ফর্মে রয়েছে, পাশাপাশি চূড়ান্ত মুহূর্তে স্টার্ক এবং শ্রেয়স আইয়ারের ফর্মে ফেরার ঘটনা ফাইনালের আগে কেকেআরকেই ফেভারিট রাখছে৷
কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders): রহমানুল্লাহ গুরবাজ (Rahmanullah Gurbaz) ( (উইকেটরক্ষক)) ,  সুনীল নারিন (Sunil Narine), ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer), শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) (অধিনায়ক), রিঙ্কু সিং (Rinku Singh), আন্দ্রে রাসেল (Andre Russell), রমনদীপ সিং (Ramandeep Singh) , মিচেল স্টার্ক (Mitchell Starc), বৈভব অরোরা (Vaibhav Arora), হর্ষিত রানা (Harshit Rana), বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)ইমপ্যাক্ট সাব (Impact Sub): নীতিশ রানা (Nitish Rana)-র  বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy) Photo- AP
কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders): রহমানুল্লাহ গুরবাজ (Rahmanullah Gurbaz) ( (উইকেটরক্ষক)) ,  সুনীল নারিন (Sunil Narine), ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer), শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) (অধিনায়ক), রিঙ্কু সিং (Rinku Singh), আন্দ্রে রাসেল (Andre Russell), রমনদীপ সিং (Ramandeep Singh) , মিচেল স্টার্ক (Mitchell Starc), বৈভব অরোরা (Vaibhav Arora), হর্ষিত রানা (Harshit Rana), বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)
ইমপ্যাক্ট সাব (Impact Sub): নীতিশ রানা (Nitish Rana)-র  বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy) Photo- AP
সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad): ট্র্যাভিস হেড (Travis Head), অভিষেক শর্মা (Abhishek Sharma), রাহুল ত্রিপাঠী (Rahul Tripathi), নীতিশ রেড্ডি (Nitish Reddy),  এডেন মার্করাম (Aiden Markram), হেনরিক ক্লাসেন (Heinrich Klaasen) (উইকেটকিপার),  আবদুল সামাদ (Abdul Samad) (উইকেটরক্ষক), প্যাট কামিন্স  (Pat Cummins) (অধিনায়ক) , ভুবনেশ্বর কুমার  (Bhuvneshwar Kumar), জয়দেব উনদকট (Jaydev Unadkat), টি নটরাজন (T Natarajan)ইমপ্যাক্ট সাব (Impact Sub):  শাহবাজ আহমেদ (Shahbaz Ahmed)  ট্র্যাভিস হেডের (Travis Head)-র জায়গায় Photo- AP
সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad): ট্র্যাভিস হেড (Travis Head), অভিষেক শর্মা (Abhishek Sharma), রাহুল ত্রিপাঠী (Rahul Tripathi), নীতিশ রেড্ডি (Nitish Reddy),  এডেন মার্করাম (Aiden Markram), হেনরিক ক্লাসেন (Heinrich Klaasen) (উইকেটকিপার),  আবদুল সামাদ (Abdul Samad) (উইকেটরক্ষক), প্যাট কামিন্স  (Pat Cummins) (অধিনায়ক) , ভুবনেশ্বর কুমার  (Bhuvneshwar Kumar), জয়দেব উনদকট (Jaydev Unadkat), টি নটরাজন (T Natarajan)
ইমপ্যাক্ট সাব (Impact Sub):  শাহবাজ আহমেদ (Shahbaz Ahmed)  ট্র্যাভিস হেডের (Travis Head)-র জায়গায় Photo- AP
২৪ ঘণ্টা আগে হায়দরাবাদ যখন রাজস্থান রয়্যালসের মুখোমুখি হয়েছিল তখন চেন্নাইয়ে শিশিরের প্রভাব দেখা গিয়েছিল। ফলে স্পিনাররা এই উইকেট থেকে অনেক সহায়তা পায়, পাশাপাশি ব্যাটারদের খানিকটা সময় লাগে উইকেটে সেটেল ডাউন করতে৷  সুইং বোলাররাও এখানে প্রভাবশালী হতে পারে, তবে  এই মরসুমে এই ভেন্যুতে হাই স্কোরিং ম্যাচও হয়েছে৷ Photo- Collected
২৪ ঘণ্টা আগে হায়দরাবাদ যখন রাজস্থান রয়্যালসের মুখোমুখি হয়েছিল তখন চেন্নাইয়ে শিশিরের প্রভাব দেখা গিয়েছিল। ফলে স্পিনাররা এই উইকেট থেকে অনেক সহায়তা পায়, পাশাপাশি ব্যাটারদের খানিকটা সময় লাগে উইকেটে সেটেল ডাউন করতে৷  সুইং বোলাররাও এখানে প্রভাবশালী হতে পারে, তবে  এই মরসুমে এই ভেন্যুতে হাই স্কোরিং ম্যাচও হয়েছে৷ Photo- Collected
এদিকে কেকেআর বনাম এসআরএইচ ম্যাচের আগে চেন্নাইয়ের ওয়েদার আপডেটেও সকলেই নজর রাখছেন৷ যেহেতু বঙ্গোপসাগরে রিমল সাইক্লোনের হুঙ্কার তাহলে কি চেন্নাইতেও তোলাপড়া হবে এটাই সকলের প্রশ্ন৷ Photo Courtesy- Windy
এদিকে কেকেআর বনাম এসআরএইচ ম্যাচের আগে চেন্নাইয়ের ওয়েদার আপডেটেও সকলেই নজর রাখছেন৷ যেহেতু বঙ্গোপসাগরে রিমল সাইক্লোনের হুঙ্কার তাহলে কি চেন্নাইতেও তোলাপড়া হবে এটাই সকলের প্রশ্ন৷ Photo Courtesy- Windy
কিন্তু এই মুহূর্তে অর্থাৎ রবিবার সাইক্লোনের কোনও প্রভাব নেই চেন্নাইতে৷ অত্যধিক গরমের পূর্বাভাস রয়েছে৷ আকাশ ১০০ শতাংশ মেঘে ঢাকা থাকবে৷ বৃষ্টির সম্ভাবনা ৪ শতাংশ৷ পাশাপাশি আইপিএল ফাইনালে রিজার্ভ ডে থাকে৷ যদি রবিবার দিন খেলা বৃষ্টির জন্য বিঘ্নিত হয় তাহলে সোমবার ফের ফাইনাল ম্যাচ খেলা হবে৷ Photo Courtesy- Accuweather
কিন্তু এই মুহূর্তে অর্থাৎ রবিবার সাইক্লোনের কোনও প্রভাব নেই চেন্নাইতে৷ অত্যধিক গরমের পূর্বাভাস রয়েছে৷ আকাশ ১০০ শতাংশ মেঘে ঢাকা থাকবে৷ বৃষ্টির সম্ভাবনা ৪ শতাংশ৷ পাশাপাশি আইপিএল ফাইনালে রিজার্ভ ডে থাকে৷ যদি রবিবার দিন খেলা বৃষ্টির জন্য বিঘ্নিত হয় তাহলে সোমবার ফের ফাইনাল ম্যাচ খেলা হবে৷ Photo Courtesy- Accuweather