IPL Auction 2022, Shivam Dube : ৪ কোটিতে চেন্নাইতে এসে ধোনির অধীনে নবজন্মের প্রতীক্ষায় শিবম দুবে

 

#বেঙ্গালুরু: একটা সময় অলরাউন্ডার হিসেবে ভারতীয় দল তাকে সুযোগ দিয়েছিল বেশ কয়েকটা ম্যাচ। প্রত্যাশা সেভাবে পূরণ করতে পারেননি। মেগা নিলামের দ্বিতীয় দিনে শিবম দুবেকে দলে নেয় চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। ৪ কোটি টাকার বিনিময়ে ভারতীয় এই অলরাউন্ডারকে দলে নিল CSK। গত বছর শিবম রাজস্থান রয়্যালসে খেলেছেন। কিন্তু সাফল্য পাননি। তাই মেগা নিলামের আগে তাঁকে ছেড়ে দেয়।

আরও পড়ুন – IPL Auction 2022, Ajinkya Rahane : জাতীয় দল থেকে বাদ পড়া রাহানের ওপর ভরসা রাখল কলকাতা নাইট রাইডার্স

ধরে রাখে সঞ্জু স্যামসন, জস বাটলার ও যশস্বী জয়সওয়ালকে। ২০২১ সালে রাজস্থানে যোগ দেওয়ার আগে শিবম দুবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে ছিলেন। সেখানেও ব্যর্থ হয়েছিলেন। বিশেষজ্ঞদের মতে, শিবম দুবে এর আগে দুটো দলে ব্যর্থ হওয়ায় এটা তাঁর কাছে শেষ সুযোগ। মহেন্দ্র সিং ধোনির অধীনে তিনি নিজের সেরাটা দিতে মুখিয়ে আছেন। শার্দূল ঠাকুরের জায়গাটা তিনি নিতে পারেন কি না সেটাই দেখার।

দীপক চাহারকে ১৪ কোটি টাকার বিনিময়ে দলে ফিরিয়েছে। IPL-এর নিয়ম মোতাবেক প্রতিটি ফ্র্যাঞ্চাইজি মোট ২৫ জন করে প্লেয়ার রাখতে পারবে দলে। যাঁদের মধ্যে সর্বোচ্চ আট জন বিদেশি। নিলামে প্রতিটি দল খরচ করতে পারবে ৯০ কোটি টাকা। এবারের নিলাম বাকি মরশুমের থেকে আলাদা। সূত্রের খবর, এবারই হতে চলেছে শেষ মেগা নিলাম। অর্থাৎ এবারই শেষ সুযোগ সব ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে তাদের দল গুছিয়ে তোলার।

চেন্নাই সুপার কিংসে যোগ দেওয়ার খবর সামনে আসতে আসতে এবার পিতা হলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পিতা হওয়ার খবর জানান শিবম দুবে। সঙ্গে স্ত্রী অঞ্জুম খান ও সদ্যজাত পুত্রের ছবি শেয়ার করেন। গত বছর ১৭ জুলাই বিয়ে করেন শিবম দুবে।

ভিন্ন ধর্মের হওয়ায় সোশ্যাল মিডিয়ায় নিন্দার মুখে পড়েন দুবে। কিন্তু সেটিকে পাত্তা না দিয়ে তিনি এগিয়ে চলেন। শিবম জানিয়েছেন মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে খেলতে পারা তার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।