খেলা IPL News: ইডেন গার্ডেন্স নয়! কেকেআরের হোমগ্রাউন্ড এবার অন্য রাজ্য? রিটেনশন লিস্টের পরের দিনেই তোলপাড় খবর Gallery November 1, 2024 Bangla Digital Desk : ত্রিপুরার নরসিংহগড়ে তৈরি হচ্ছে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম, আইপিএল ২০২৫ এ কেকেআরের হোম গ্রাউন্ড হতে পারে এই মাঠ! চমকে উঠলেন , এটা নাইটদের দ্বিতীয় হোম গ্রাউন্ড হিসেবে ভাবা হচ্ছে কারণ ইডেন গার্ডেন্সে বিশাল মাপের রেনোভেশনের কাজ শুরু হতে চলেছে৷ নরসিংহগড়ে ২০১৭ থেকে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম তৈরির কাজ শুরু হয়েছে যার জন্য প্রায় ১৮৫ কোটি টাকা বিশাল অঙ্ক বিনিয়োগ করা হয়েছে৷ কিন্তু স্টেডিয়াম এখনও পুরোপুরি তৈরি নয়৷ ত্রিপুরার ক্রিকেট সঙ্ঘের সচিব সুব্রত দে পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছে আইপিএলের অধ্যক্ষ অরুণ কুমার ধুমল সম্প্রতি এই স্টেডিয়াম ঘুরে দেখেছেন৷ তিনি বলেছেন যদি ফেব্রুয়ারি পর্যন্ত স্টেডিয়াম তৈরি হয়ে যায় তাহলে এটি কেকেআরের দ্বিতীয় হোম গ্রাউন্ড হবে৷ তিনি আরও বলেছেন, ‘‘আমাদের কাছে আইপিএল ম্যাচ আয়োজনের দারুণ সুযোগ রয়েছে ফলে আমরা বিখ্যাত একটি কনস্ট্রাকশন এজেন্সিকে এই কাজ ২০২৫-র ফেব্রুয়ারির মধ্যে শেষ করতে বলেছি৷ ’’ গত মরশুমের আইপিএল চ্যাম্পিয়ন কেকেআরকলকাতা নাইট রাইডার্স, সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে আইপিএল ২০২৪-র খেতাব জিতেছিল৷ পয়েন্ট টেবলে শীর্ষস্থানে ছিল- ফলে এবারও তারা দুর্দান্ত ম্যাচ খেলবে এমনটাই প্রত্যাশা করা হচ্ছে৷ আইপিএলের সবচেয়ে একপেশে ফাইনাল দেখেছিল ক্রিকেটপ্রেমীরা৷ এখনও পর্যন্ত কেকেআরের হোমগ্রাউন্ড ইডেন গার্ডেন্স৷ কিন্তু ভবিষ্যতে এটা বদলাতে পারে৷ সামনের মরশুমে কেকেআরের রিটেন করা ক্রিকেটাররা হলেন রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, হর্ষিত রাণা, রমনদীপ সিং৷