প্লে-অফে কেকেআর-রাজস্থান খেলা নয়! বৃষ্টি বদলে দিল সব হিসেব, আইপিএল জমজমাট

কলকাতা: আইপিএলের ৭০তম ও শেষ লিগ ম্যাচ বৃষ্টির কারণে বাতিল হয়ে গেছে। বাতিল হওয়া ম্যাচ থেকে একটি করে পয়েন্ট পেয়েছে রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্স।

কেকেআর ১৪ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলেও রাজস্থান রয়্যালস বড় ক্ষতির সম্মুখীন হয়েছে। রাজস্থান রয়্যালস ১৪ ম্যাচে ১৭ পয়েন্ট পেয়েছে। কিন্তু সঞ্জু স্যামসনের দল দ্বিতীয় থেকে তৃতীয় স্থানে নেমে গেছে।

সানরাইজার্স হায়দরাবাদেরও ১৭ পয়েন্ট রয়েছে। তবে তারা ভাল নেট রান রেটের সুবিধা পেয়েছে এবং দ্বিতীয় স্থানে পৌঁছেছে। এর মানে হল, কোয়ালিফায়ার ১-এ হায়দরাবাদের মুখোমুখি হবে টেবিলের শীর্ষে থাকা কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচের বিজয়ী দল ফাইনালে উঠবে এবং পরাজিত দলকে খেলতে হবে এলিমিনেটর রাউন্ডে।

আরও পড়ুন- ধোনিকে থামানোর মন্ত্র দেন বিরাট, তাতেই নায়ক হলেন এক ওভারে ৫ ছক্কা খাওয়া যশ দয়াল

তৃতীয় ও চতুর্থ র‌্যাঙ্কিং দলগুলো কোয়ালিফায়ার ২-এ মুখোমুখি হবে। অর্থাৎ কোয়ালিফায়ার টু-তে মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস ও আরসিবি। এই ম্যাচের বিজয়ী এলিমিনেটর রাউন্ডে কোয়ালিফায়ার ১-এর পরাজিত দলের মুখোমুখি হবে।

এর পর কোয়ালিফায়ার ওয়ানের বিজয়ী দল এবং এলিমিনেটরের বিজয়ী দল ফাইনাল খেলবে। এক এবং দুই নম্বরে থাকা দলগুলির ফাইনালে পৌঁছানোর দুটি সুযোগ রয়েছে, তাই দলগুলি শীর্ষ ২-এ থাকতে চায়।

রাজস্থান রয়্যালস বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচে টস হয় রাত সাড়ে ১০টায়। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার। ৭-৭ ওভারের ম্যাচে কেকেআর অনুকুল রায়কে প্লেয়িং ইলেভেনে অন্তর্ভুক্ত করে। কিন্তু রাত ১০:৩৮ মিনিটে ফের বৃষ্টি আসে। এর পর আম্পায়াররা ম্যাচটি বাতিল ঘোষণা করেন।

আরও পড়ুন- আইপিএল প্লে-অফে কে কার বিরুদ্ধে খেলবে? কেকেআরের ম্যাচ কার সঙ্গে? দেখুন হিসেব

গুয়াহাটিতে লাগাতার বৃষ্টির কারণে ম্যাচটি বাতিল করতে হয়েছে। টস হওয়ার কথা ছিল সন্ধ্যা ৭টায়। উল্লেখ্য, রাজস্থান টুর্নামেন্টে ধাক্কা দিয়ে শুরু করেছিল। কিন্তু ১০টি ম্যাচের পর টানা তিনটি ম্যাচ হেরে যায়। ফলে তাদের নেট রান রেট খারাপ হতে শুরু করে।