CSK vs SRH: চেন্নাই বনাম সানরাইজার্স দক্ষিণী দুই দলের লড়াইতে শেষ হাসি হাসল সানরাইজার্স হায়দরাবাদ৷ এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় সানরাইজার্স হায়দরাবাদ৷ প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে হারিয়ে ১৬৫ রান করে চেন্নাই৷ Photo- AP

IPL Point Table: চেন্নাইয়ের বিরুদ্ধে সহজ জয় সানরাইজার্স হায়দরাবাদের, খুশিতে ভাসছে KKR ফ্যানরা

CSK vs SRH: চেন্নাই বনাম সানরাইজার্স দক্ষিণী দুই দলের লড়াইতে শেষ হাসি হাসল সানরাইজার্স হায়দরাবাদ৷ এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় সানরাইজার্স হায়দরাবাদ৷ প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে হারিয়ে ১৬৫ রান করে চেন্নাই৷ Photo- AP
CSK vs SRH: চেন্নাই বনাম সানরাইজার্স দক্ষিণী দুই দলের লড়াইতে শেষ হাসি হাসল সানরাইজার্স হায়দরাবাদ৷ এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় সানরাইজার্স হায়দরাবাদ৷ প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে হারিয়ে ১৬৫ রান করে চেন্নাই৷ Photo- AP
ওপেনিং জুটি রচিন রবিন্দ্র ও রতুরাজ গায়কোয়াড় দুজনেই বিশেষ কিছু ধামাকা করতে পারেননি৷ ৯ বলে ১২ রান করে প্যাভিলিয়নে যান রচিন রবিন্দ্র অন্যদিকে ২১ বলে ২৬ রান করে আউট হন রতুরাজ৷ পরপর দুটি উইকেট হারানোর পর অজিঙ্ক রাহানে , শিভম দুবেকে সঙ্গে করে সিএসকে-র রান এগিয়ে নিয়ে যেতে শুরু করেন৷
ওপেনিং জুটি রচিন রবিন্দ্র ও রতুরাজ গায়কোয়াড় দুজনেই বিশেষ কিছু ধামাকা করতে পারেননি৷ ৯ বলে ১২ রান করে প্যাভিলিয়নে যান রচিন রবিন্দ্র অন্যদিকে ২১ বলে ২৬ রান করে আউট হন রতুরাজ৷ পরপর দুটি উইকেট হারানোর পর অজিঙ্ক রাহানে , শিভম দুবেকে সঙ্গে করে সিএসকে-র রান এগিয়ে নিয়ে যেতে শুরু করেন৷
রাহানে ৩০ বলে ৩৫ রান করে আউট হন৷ অন্যদিকে খানিকটা চালিয়ে খেলেন শিভম দুবে৷ ২৪ বলে ৪৫ রান তাঁর সংগ্রহ৷ তাঁর ইনিংসে রয়েছে ২ টি চার ও  ৪টি ছয় মারেন৷ ২৩ বলে ৩১ জাদেজার সংগ্রহ৷ এই সবে ভর দিয়ে ২০ ওভারে ৫ উইকেটে ১৬৫ রান তোলেন সিএসকে৷ মহেন্দ্র সিং ধোনি নামলেও ১ রানই করতে পারেন৷  Photo- AP
রাহানে ৩০ বলে ৩৫ রান করে আউট হন৷ অন্যদিকে খানিকটা চালিয়ে খেলেন শিভম দুবে৷ ২৪ বলে ৪৫ রান তাঁর সংগ্রহ৷ তাঁর ইনিংসে রয়েছে ২ টি চার ও  ৪টি ছয় মারেন৷ ২৩ বলে ৩১ জাদেজার সংগ্রহ৷ এই সবে ভর দিয়ে ২০ ওভারে ৫ উইকেটে ১৬৫ রান তোলেন সিএসকে৷ মহেন্দ্র সিং ধোনি নামলেও ১ রানই করতে পারেন৷  Photo- AP
সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ভুবনেশ্বর কুমার, টি নটরাজন, প্যাট কামিন্স, শাহবাজ আহমেদ, জয়দেব উনদকট প্রত্যেকেই ১ টি করে উইকেট পান৷ Photo- AP
Chennai Super Kings’ Ravindra Jadeja reacts after being hit by a ball during the Indian Premier League cricket match between Sunrisers Hyderabad and Chennai Super Kings in Hyderabad, India, Friday, April 5, 2024. (AP Photo/Mahesh Kumar A.)
এদিকে ১৬৫ জয়ের জন্য প্রয়োজন এই অবস্থায় নেমে কখনই ম্যাচের উপর থেকে নিয়ন্ত্রণ হারায়নি সানরাইজার্স হায়দরাবাদ৷ ওপেনিং জুটিতে ট্র্যাভিস হেডকে সঙ্গে নিয় অভিষেক শর্মা তুফানি শুরু করেন৷ ২৪ বলে ৩১ রান করেন হেড৷ Photo- AP
এদিকে ১৬৫ জয়ের জন্য প্রয়োজন এই অবস্থায় নেমে কখনই ম্যাচের উপর থেকে নিয়ন্ত্রণ হারায়নি সানরাইজার্স হায়দরাবাদ৷ ওপেনিং জুটিতে ট্র্যাভিস হেডকে সঙ্গে নিয় অভিষেক শর্মা তুফানি শুরু করেন৷ ২৪ বলে ৩১ রান করেন হেড৷ Photo- AP
১২ বলে ৩৭ রান করে অভিষেক শর্মা তাঁর ইনিংস সাজানো ছিল ৩ টি চার ও ৪ টি ছক্কা মারেন৷ তিনি এদিনের প্লেয়ার অফ দ্য ম্যাচ৷ ৩৬ বলে ৫০ রানের দারুণ গোছানো ইনিংস আসে মার্করমের ব্যাট থেকে৷ Photo- AP
১২ বলে ৩৭ রান করে অভিষেক শর্মা তাঁর ইনিংস সাজানো ছিল ৩ টি চার ও ৪ টি ছক্কা মারেন৷ তিনি এদিনের প্লেয়ার অফ দ্য ম্যাচ৷ ৩৬ বলে ৫০ রানের দারুণ গোছানো ইনিংস আসে মার্করমের ব্যাট থেকে৷ Photo- AP
১৮.১ ওভারে ৪ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় সানরাইজার্স হায়দরাবাদ৷ সিএসকে -র হয়ে মইন আলি ২ উইকেট এবং মহেশ তিখসানা ও দীপক চাহার ১ টি করে উইকেট নিলেও সিএসকের হয়ে ম্যাচ জেতানোর জন্য সেটা যথেষ্ট ছিল না৷ Photo- AP
১৮.১ ওভারে ৪ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় সানরাইজার্স হায়দরাবাদ৷ সিএসকে -র হয়ে মইন আলি ২ উইকেট এবং মহেশ তিখসানা ও দীপক চাহার ১ টি করে উইকেট নিলেও সিএসকের হয়ে ম্যাচ জেতানোর জন্য সেটা যথেষ্ট ছিল না৷ Photo- AP
এদিকে এদিন সিএসকে-র হার ও সানারাইজার্স হায়দরাবাদের জিতের পর আইপিএল পয়েন্ট টেবলে কেকেআর এক নম্বর স্থানেই জাঁকিয়ে নিজেদের জায়গা ধরে রাখল এদিনও৷ Photo- AP
এদিকে এদিন সিএসকে-র হার ও সানারাইজার্স হায়দরাবাদের জিতের পর আইপিএল পয়েন্ট টেবলে কেকেআর এক নম্বর স্থানেই জাঁকিয়ে নিজেদের জায়গা ধরে রাখল এদিনও৷ Photo- AP
কেকেআর +২.৫৮১  রানরেটে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবলের এক নম্বর ধরে রাখল৷ দুইয়ে থাকল রাজস্থান রয়্যালস, তিনে চেন্নাই সুপার কিংস ৪ ম্যাচের ২ টি জিতে ২ টি হেরে +০.৫১৭ রান ৪ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে রয়েছে৷ পাশাপাশি ৪ ম্যাচের ২টি তে জয় ২ টিতে হারের পর + ০.০৪৯ রান রেট নিয়ে ৫ নম্বরে সানরাইজার্স৷
কেকেআর +২.৫৮১  রানরেটে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবলের এক নম্বর ধরে রাখল৷ দুইয়ে থাকল রাজস্থান রয়্যালস, তিনে চেন্নাই সুপার কিংস ৪ ম্যাচের ২ টি জিতে ২ টি হেরে +০.৫১৭ রান ৪ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে রয়েছে৷ পাশাপাশি ৪ ম্যাচের ২টি তে জয় ২ টিতে হারের পর + ০.০৪৯ রান রেট নিয়ে ৫ নম্বরে সানরাইজার্স৷