ইজরায়েলকে লক্ষ্য করে মিসাইল হামলা ইরানের৷

Iran attacks Israel: বদলা নিতে ইজরায়েল লক্ষ্য করে চারশো মিসাইল বৃষ্টি ইরানের! উত্তেজনা চরমে, দেখুন ভিডিও

তেল আভিভ: আমেরিকার সতর্কবার্তাকে সত্যি করেই ইজরায়েলকে লক্ষ্য করে প্রায় চারশো ব্যালিস্টিক মিসাইল ছুড়ল ইরান৷ মঙ্গলবারই আমেরিকা সতর্ক করে জানিয়েছিল, ইজরায়েলের উপরে বদলা নিতে যে কোনও মুহূর্তে মিসাইল হামলা চালাতে পারে ইরান৷ মিসাইল হামলা চালালে ইরানকে চরম মাশুল দিতে হবে বলেও সতর্ক করেছিল আমেরিকা৷

আরও পড়ুন: পুজো অনুদানের চেক নিলে মণ্ডপে টাঙাতে হবে মুখ্যমন্ত্রীর ছবি! শর্ত দিলেন তৃণমূল বিধায়ক

ইরানের ইসপাহান, তাবরিজ, খোরামাবাদ, আরক এবং করজের মতো কয়েকটি শহর থেকে এই মিসাইলগুলি ছোড়া হয়৷ তেহরান টাইমস-এর খবর অনুযায়ী, ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এই মিসাইল হামলার সিদ্ধান্ত নেয়৷

তেহরান টাইমস-এর ওই প্রতিবেদনে বলা হয়েছে, ‘গত ৩১ জুলাই প্যালেস্তাইনের হামাস নেতা ইসমাইল হানিয়েকে তেহরানে হত্যা করে ইজরায়েল৷ গত ২৭ সেপ্টেম্বর বেইরুটে তুমুল বোমাবর্ষণ করে ইরানের ব্রিগে়ডিয়ার জেনারেল আব্বাস নিলফোরৌশান এবং হিজবুল্লাহ প্রধান সৈয়দ হাসান নাসরাল্লাহকেও হত্যা করে ইজরায়েল৷ এই প্রতিবেদন থেকেই বোঝা যাচ্ছে, ইজরায়েলের উপর প্রতিশোধ নিতে মুখিয়ে ছিল ইরান৷’

ইরানের মিসাইল ছোড়ার খবর নিশ্চিত করেছে ইজরায়েলের সামরিক বাহিনীও৷ ইতিমধ্যেই ইজরায়েলের বাসিন্দারা প্রাণে বাঁচতে গোপন কুঠুরিতে আশ্রয় নিয়েছেন৷ তবে ইরানের মিসাইল হামলার খবর প্রকাশ্যে আসার ঘণ্টাখানেক পর ইজরায়েলি সেনা জানিয়ে দিয়েছে, আপাতত আর কোনও মিসাইল আছড়ে পড়ার আশঙ্কা নেই৷ সাধারণ নাগরিকদের বম্ব শেল্টার ছেড়ে বেরিয়ে আসারও পরামর্শ দিয়েছে ইজরায়েলি সেনা৷

তবে ইজরায়েলের পাশে রয়েছে আমেরিকা৷ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, ইরানের মিসাইল হামলা প্রতিহত করতে ইজরায়েলকে সাহায্য করার পাশাপাশি ওই অঞ্চলে থাকা নিজেদের নাগরিকদেরও রক্ষা করবে আমেরিকা৷

মঙ্গলবারই ইজরায়েলকে সতর্ক করে হোয়াইট হাউজ জানিয়েছিল, যে কোনও মুহূর্তে ইরান ইজরায়েলে মিসাইল হামলা চালাতে পারে৷ আমেরিকার এই পূর্বাভাস কয়েক ঘণ্টার মধ্যেই সত্যি হল৷ পাশাপাশি তেহরানকেও সাবধান করে দিয়ে আমেরিকা জানায়, শেষ পর্যন্ত ইজরায়েলে মিসাইল হামলা চালালে ইরানের জন্যও চরম পরিণতি অপেক্ষা করছে৷