লেবানন সীমান্তে ইজরায়েলি সেনার তৎপরতা৷ ছবি- এপি

Iran Israel conflict: যে কোনও মুহূর্তে ইজরায়েলে ক্ষেপনাস্ত্র হামলা চালাবে ইরান? তেহরানকে চরম হুঁশিয়ারি আমেরিকার

জেরুজালেম: যে কোনও মুহূর্তে ক্ষেপনাস্ত্র হামলা চালাতে পারে ইরান৷ এই আশঙ্কায় চূড়ান্ত সতর্কতা জারি হয়েছে ইজরায়েলে৷ ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় গোপন বাঙ্কারে বৈঠকেও বসেছে ইজরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা৷ আন্তর্জাতিক সংবাদসংস্থা বিএনও নিউজ সূত্রে এমনই দাবি করা হয়েছে৷

ওই সংবাদসংস্থা সূত্রে আরও দাবি করা হয়েছে, গত এক বছরে এই প্রথমবার জেরুজালেমে বৈঠকে বসল ইজরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা৷ এ দিনই হোয়াইট হাউজের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আমেরিকার কাছে খবর রয়েছে যে ইরান ইজরায়েলে ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্র হামলার প্রস্তুতি চালাচ্ছে৷

আরও পড়ুন: রাজ্যকে ৪৬৮ কোটি দিল কেন্দ্র, বন্যায় ক্ষয়ক্ষতি হিসেব করতে আসবে মন্ত্রীদের দল

ইরানকে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে মার্কিন সরকারের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে, ইরানের হামলা ঠেকাতে ইজরায়েলকে সবরকম সাহায্য করবে মার্কিন যুক্তরাষ্ট্র৷ শেষ পর্যন্ত ইজরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ গ্রহণ করলে ইরানকে তার চরম মাশুল দিতে হবে বলেও সতর্ক করেছে আমেরিকা৷ যদিও এ বিষয়ে এখনও ইরানের পক্ষ থেকে সরকারি ভাবে কোনও বিবৃতি জারি করা হয়নি৷

ইজরায়েল অবশ্য মার্কিন যুক্তরাষ্টের সতর্কবার্তার পর জানিয়েছে, ইরানের যে কোনও হামলার জবাব দিতে তারা প্রস্তত৷ ইরানের সম্ভাব্য আক্রমণ নিয়ে মার্কিন সেনাবাহিনীর সদর দফতর পেন্টাগনের প্রধান লয়েড অস্টিনের সঙ্গে আলোচনাও করেছেন ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইওয়াভ গালান্ট৷ এই পরিস্থিতিতে ইজরায়েল, ওয়েস্ট ব্যাঙ্ক এবং গাজায় কর্মরত আমেরিকার সরকারি কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়ার পরামর্শও দিয়েছে মার্কিন সরকার৷

তবে ইরানের হামলার মুখেও লেবাননে হিজবুল্লাহকে কোণঠাসা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ইজরায়েল৷ আকাশপথে হামলা চালিয়ে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহর হত্যার পর এবার স্থলপথে আক্রমণ শুরু করেছে ইজরায়েলি সেনা৷ দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে ইজরায়েলি সেনাবাহিনীর তুমুল লড়াইও চলছে৷ লেবানন সীমান্তে প্রস্তুত হয়ে রয়েছে ইজরায়েলি সেনার ট্যাঙ্ক সহ সাঁজোয়া গাড়ি৷