সাবান না বডিওয়াশ কোনটা আপনার ত্বকের জন্য ভাল, জেনে নিন।

Soap Vs Bodywash: সাবান বাতিল? সুগন্ধী বডিওয়াশ মেখে স্নান করেন? অজান্তেই ডেকে আনছেন বিপদ!

সাবান মাখতে আর ভাল লাগে না? লুফায় বডিওয়াশ নিয়ে সারা গায়ে মোলায়েম ফেনা তৈরি করে স্নান করেন? ঠিক করছেন না ভুল! সাবান না বডিওয়াশ কোনটা আপনার ত্বকের জন্য ভাল, জেনে নিন।
সাবান মাখতে আর ভাল লাগে না? লুফায় বডিওয়াশ নিয়ে সারা গায়ে মোলায়েম ফেনা তৈরি করে স্নান করেন? ঠিক করছেন না ভুল! সাবান না বডিওয়াশ কোনটা আপনার ত্বকের জন্য ভাল, জেনে নিন।

 

সাদা, লাল, কমলা কত রকমের সাবান। এখন সাবানের সমান্তরালে রকমারি বডি ওয়াশও জনপ্রিয়। কিন্তু, বডি ওয়াশ কি সাবানের বিকল্প?
সাদা, লাল, কমলা কত রকমের সাবান। এখন সাবানের সমান্তরালে রকমারি বডি ওয়াশও জনপ্রিয়। কিন্তু, বডি ওয়াশ কি সাবানের বিকল্প?
সাবানই ছিল এক সময়ে পরিচ্ছন্ন থাকার প্রধান উপকরণ। সময়ের সঙ্গে সঙ্গে সাবানেও বদল এসেছে। ত্বকের উপযোগী নানা রকম জিনিস তাতে যোগ করা হচ্ছে। এখন আবার ত্বকের পরিচর্যায় কুটিরশিল্পজাত সাবান ব্যবহারেরও চল হয়েছে।
সাবানই ছিল এক সময়ে পরিচ্ছন্ন থাকার প্রধান উপকরণ। সময়ের সঙ্গে সঙ্গে সাবানেও বদল এসেছে। ত্বকের উপযোগী নানা রকম জিনিস তাতে যোগ করা হচ্ছে। এখন আবার ত্বকের পরিচর্যায় কুটিরশিল্পজাত সাবান ব্যবহারেরও চল হয়েছে।
তবে, বিশেষজ্ঞদের মতে, সাবানের গায়ে ই-কোলি, সালমোনেলা, শিগেলার মতো ব্যাক্টেরিয়া থাকতে পারে৷ আবার নোরো ভাইরাস, রোটা ভাইরাসও সাবানের গায়ে মিলেছে৷
তবে, বিশেষজ্ঞদের মতে, সাবানের গায়ে ই-কোলি, সালমোনেলা, শিগেলার মতো ব্যাক্টেরিয়া থাকতে পারে৷ আবার নোরো ভাইরাস, রোটা ভাইরাসও সাবানের গায়ে মিলেছে৷
কিন্তু অনেক সময় অতিরিক্ত সাবান ব্যবহারে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে। কারণ সাবানে সোডিয়াম লরেল সালফেট নামক এক রাসায়নিক থাকে। যা ত্বককে শুষ্ক করে তুলতে পারে।
কিন্তু অনেক সময় অতিরিক্ত সাবান ব্যবহারে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে। কারণ সাবানে সোডিয়াম লরেল সালফেট নামক এক রাসায়নিক থাকে। যা ত্বককে শুষ্ক করে তুলতে পারে।
শরীরের কোনও কাটা জায়গা, ঘা অথবা আঁচড় থাকলে এই ধরনের ভাইরাস অথবা ব্যাক্টেরিয়া সাবান থেকে শরীরে সংক্রমিত হতে পারে৷
শরীরের কোনও কাটা জায়গা, ঘা অথবা আঁচড় থাকলে এই ধরনের ভাইরাস অথবা ব্যাক্টেরিয়া সাবান থেকে শরীরে সংক্রমিত হতে পারে৷

 

২০১৫ সালের আমেরিকান জার্নাল অফ ইনফেকশন কন্ট্রোলের একটি গবেষণায় একটি হাসপাতালে ব্যবহৃত অধিকাংশ সাবানের গায়েই জীবাণুর খোঁজ মিলেছিল৷
২০১৫ সালের আমেরিকান জার্নাল অফ ইনফেকশন কন্ট্রোলের একটি গবেষণায় একটি হাসপাতালে ব্যবহৃত অধিকাংশ সাবানের গায়েই জীবাণুর খোঁজ মিলেছিল৷
যেমন ২০০৬ সালে ইন্ডিয়ান জার্নাল অফ ডেন্টাল রিসার্চের করা একটি রিপোর্ট অনুযায়ী, গায়ে মাখা সাবানের উপরে চার থেকে পাঁচ ধরনের জীবাণুর অস্তিত্ব পাওয়া গিয়েছিল৷
যেমন ২০০৬ সালে ইন্ডিয়ান জার্নাল অফ ডেন্টাল রিসার্চের করা একটি রিপোর্ট অনুযায়ী, গায়ে মাখা সাবানের উপরে চার থেকে পাঁচ ধরনের জীবাণুর অস্তিত্ব পাওয়া গিয়েছিল৷
তবে, ময়শ্চারাইজিং বৈশিষ্ট্যের কারণে বডি ওয়াশ সাধারণত বেশি সংবেদনশীল এবং শুষ্ক ত্বকের জন্য উপযোগী হয়। ডঃ অরোরা বলেন, সাবান তৈলাক্ত ত্বক যাঁদের, তাঁদের জন্য ভাল।
তবে, ময়শ্চারাইজিং বৈশিষ্ট্যের কারণে বডি ওয়াশ সাধারণত বেশি সংবেদনশীল এবং শুষ্ক ত্বকের জন্য উপযোগী হয়। ডঃ অরোরা বলেন, সাবান তৈলাক্ত ত্বক যাঁদের, তাঁদের জন্য ভাল।
বডি ওয়াশ প্লাস্টিকের বোতলে ভরে বিক্রি করা হয়। ফলে প্লাস্টিক বর্জ্য সংক্রান্ত পরিবেশগত সমস্যা থেকেই যায়। সে দিক থেকে সাবান পরিবেশবান্ধব। সাবান কাগজের খোলে বিক্রি হয়। তবে, ইদানীং অনেক সাবানেই প্লাস্টিকের প্যাকেট থাকে।
বডি ওয়াশ প্লাস্টিকের বোতলে ভরে বিক্রি করা হয়। ফলে প্লাস্টিক বর্জ্য সংক্রান্ত পরিবেশগত সমস্যা থেকেই যায়। সে দিক থেকে সাবান পরিবেশবান্ধব। সাবান কাগজের খোলে বিক্রি হয়। তবে, ইদানীং অনেক সাবানেই প্লাস্টিকের প্যাকেট থাকে।
তৈলাক্ত, ত্বকের ধরন অনুযায়ী আলাদা বডি ওয়াশও মেলে। আবার যদি ত্বকে ব্রণের সমস্যা থাকে, তার জন্য আলাদা বডি ওয়াশ। ত্বকের ধরন অনুযায়ী এতটা বৈচিত্র অবশ্য সাবানে সে ভাবে ছিল না। তবে ইদানীং সাবানেও বদল আসছে।
তৈলাক্ত, ত্বকের ধরন অনুযায়ী আলাদা বডি ওয়াশও মেলে। আবার যদি ত্বকে ব্রণের সমস্যা থাকে, তার জন্য আলাদা বডি ওয়াশ। ত্বকের ধরন অনুযায়ী এতটা বৈচিত্র অবশ্য সাবানে সে ভাবে ছিল না। তবে ইদানীং সাবানেও বদল আসছে।
বডি ওয়াশে সেই দিক থেকে সুবিধা অনেক। যতটা প্রয়োজন ঢেলে মেখে নিলেই হল। স্নানের জলে মিশিয়ে দিলে দিব্যি ফেনা হয়ে যায়। বাথটাবে স্নানেও বডি ওয়াশ ব্যবহার করা যায়। ত্বকের ধরন অনুযায়ী বডি ওয়াশ বেছে নেওয়া যায়। তবে এর সমস্যা হল, সালফেট, প্যারাবেনস থাকলে তা ত্বকের পক্ষে ক্ষতিকর হতে পারে।
বডি ওয়াশে সেই দিক থেকে সুবিধা অনেক। যতটা প্রয়োজন ঢেলে মেখে নিলেই হল। স্নানের জলে মিশিয়ে দিলে দিব্যি ফেনা হয়ে যায়। বাথটাবে স্নানেও বডি ওয়াশ ব্যবহার করা যায়। ত্বকের ধরন অনুযায়ী বডি ওয়াশ বেছে নেওয়া যায়। তবে এর সমস্যা হল, সালফেট, প্যারাবেনস থাকলে তা ত্বকের পক্ষে ক্ষতিকর হতে পারে।
সাবান নাকি বডি ওয়াশ কোনটা স্কিনের জন্য উপকার জানেন কি? বিউটি পিউ দাস জানান, প্রথম থেকে সকলেই সাবান ব্যবহার করলেও বর্তমানে যুগের সঙ্গে তাল মিলিয়ে বডি ওয়াশ ব্যবহার করেন অনেকে।
সাবান নাকি বডি ওয়াশ কোনটা স্কিনের জন্য উপকার জানেন কি? বিউটি পিউ দাস জানান, প্রথম থেকে সকলেই সাবান ব্যবহার করলেও বর্তমানে যুগের সঙ্গে তাল মিলিয়ে বডি ওয়াশ ব্যবহার করেন অনেকে।
অতিরিক্ত সাবান ব্যবহারের ফলে ত্বকের জেল্লা কমে যায়। কারণ এটি খোলা অবস্থায় থাকে ফলে এটি ব্যাকটেরিয়ার সংস্পর্শে আসতে পারে।
অতিরিক্ত সাবান ব্যবহারের ফলে ত্বকের জেল্লা কমে যায়। কারণ এটি খোলা অবস্থায় থাকে ফলে এটি ব্যাকটেরিয়ার সংস্পর্শে আসতে পারে।