উত্তাল সমুদ্র 

IMD Weather Update: টর্নেডো নয়, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ৬০-৭০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে! আপাতত সুন্দরবনেও বড় ঝড়ের আতঙ্ক নেই!

ঝড়বৃষ্টির দাপট বাড়লে একই সঙ্গে আতঙ্ক বাড়তে থাকে সুন্দরবনে৷ কিন্তু সেই আতঙ্ক এই মরশুমেও কী ফিরে আসবে? সেই আশঙ্কার দোলাচলেই কাঁপছে রাজ্যের উপকূলবর্তী এলাকা৷ বৃষ্টি শুরু হতেই আতঙ্ক বাড়ছে সুন্দরবন জুড়ে৷ (তথ্য- নবাব মল্লিক)
ঝড়বৃষ্টির দাপট বাড়লে একই সঙ্গে আতঙ্ক বাড়তে থাকে সুন্দরবনে৷ কিন্তু সেই আতঙ্ক এই মরশুমেও কী ফিরে আসবে? সেই আশঙ্কার দোলাচলেই কাঁপছে রাজ্যের উপকূলবর্তী এলাকা৷ বৃষ্টি শুরু হতেই আতঙ্ক বাড়ছে সুন্দরবন জুড়ে৷ (তথ্য- নবাব মল্লিক)
সুন্দরবনে হঠাৎ বাজছে বিপদ সংকেত। সতর্কতা জারি করা হয়েছে উপকূলীয় এলাকায়। তবে এখুনি কোনও বড় ঝড় আসছে না! টর্নেডো আসার প্রশ্নই নেই।
সুন্দরবনে হঠাৎ বাজছে বিপদ সংকেত। সতর্কতা জারি করা হয়েছে উপকূলীয় এলাকায়। তবে এখুনি কোনও বড় ঝড় আসছে না! টর্নেডো আসার প্রশ্নই নেই।
সাধরণত সুন্দরবনের উপকূলীয় এলাকায় খুব একটা দেখা যায় না। টর্নেডো সব থেকে বেশি দেখা যায় আমেরিকা যুক্তরাষ্ট্রে। তবে আপাতত সুন্দরবনে আলাদা করে এই ঝড় আসার সম্ভাবনা নেই!
সাধরণত সুন্দরবনের উপকূলীয় এলাকায় খুব একটা দেখা যায় না। টর্নেডো সব থেকে বেশি দেখা যায় আমেরিকা যুক্তরাষ্ট্রে। তবে আপাতত সুন্দরবনে আলাদা করে এই ঝড় আসার সম্ভাবনা নেই!
মৎস্যজীবীদেরও সচেতন করা হয়েছে। তবে ইয়াস বা আম্ফানের মতো কিছু আসার খবর একেবারেই নেই!
মৎস্যজীবীদেরও সচেতন করা হয়েছে। তবে ইয়াস বা আম্ফানের মতো কিছু আসার খবর একেবারেই নেই
দক্ষিণবঙ্গের সব জেলাতেই এখন বজ্রবিদ্যুৎ সহ ৪০ থেকে ৬০-৭০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হতে পারে। আলাদা করে সুন্দরবনে কোন আতঙ্কের কারণ এখুনি নেই।
দক্ষিণবঙ্গের সব জেলাতেই এখন বজ্রবিদ্যুৎ সহ ৪০ থেকে ৬০-৭০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হতে পারে। আলাদা করে সুন্দরবনে কোন আতঙ্কের কারণ এখুনি নেই।