পঞ্জাব এফসি-কে আই লিগ জেতানো স্টাইকোস ভার্গেটিসের নামও শোনা যাচ্ছে ইস্টবেঙ্গলের পরবর্তী কোচ হিসেবে। তবে সবটাই এখনও জল্পনার স্তরে।

East Bengal Beat Bengaluru: বেঙ্গালুরুর বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় ইস্টবেঙ্গলের, সুপার সিক্সের স্বপ্ন বেঁচে থাকল লাল-হলুদের

কলকাতা: টানটান রুদ্ধশ্বাস ম্যাচ। প্রথমে গোল করে এগিয়ে যায় ইসটবেঙ্গল। পরে ম্যাচে সমতা ফেরা বেঙ্গালুরু। নাটকীয় ম্যাচে ফের গোল করে মরণ-বাঁচন ম্যাচ জিতে আইএসএলে পরের রাউন্ডে যাওয়ার আশা জিইয়ে রাখল কার্লোস কুয়াদ্রাতের দল। ম্যাচে লাল-হলুদের হয়ে গোল করে জয়ের নায়ক সাউল ক্রেসপো ও ক্লেইটন সিলভা। জয়সূচক গোল করে ইস্টবেঙ্গলকে অক্সিজেন দেন লাল-হলুদ অধিনায়ক।

যুবভারতীতে ম্যাচের শুরু থেকেই আক্রমণ-প্রতিআক্রমণে খেলা জমে উঠেছিল। যেহেতু ইস্টবেঙ্গলের জয় ছাড়া কোনও গতি ছিল না তাই অনেক বেশি আক্রমণাত্মক দেখায় কুয়াদ্রাতের দলকে। ম্যাচের ১৯ মিনিটে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। বেঙ্গালুরুর বক্সের ভিতরে নাওরেম মহেশকে ফাউল করায় পেনাল্টি পায় লাল-হলুদ। সেখান থেকে গোল করে দলকে এগিয়ে দেন সাউল ক্রেসপো। এরপর প্রথমার্ধে দুই দল একাধিক আক্রমণ করলেও আর গোলের মুখ খোলেনি।

দ্বিতীয়ার্ধে গোল শোধ করার জন্য মরিয়া হয়ে ওঠে বেঙ্গালুরু। ম্যাচের ৬০ মিনিটে সমতায় ফেরে বেঙ্গালুরু। সুনীলের ক্রস হরমনজ্যোত খাবরার হাতে লাগায় পেনাল্টি পায় বেঙ্গালুরু। সুনীল ছেত্রী গোল করতে কোনও ভুল করেননি। ম্যাচে সমতা ফিরতেই ফের তেড়েফুড়ে আক্রমণে ওঠে ইস্টবেঙ্গল। ম্যাচের ৭৩ মিনিটে নিশু কুমারের ক্রস থেকে হেডে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন ক্লেইটন সিলভা।

আরও পড়ুনঃ KKR vs CSK: কারা থাকল আর কে পড়ল বাদ? সিএসকে ম্যাচে কেকেআরের একাদশে মহাচমক! জেনে নিন বিস্তারিত

এরপর ম্যাচে ফেরার বেঙ্গালুরু একাধিক চেষ্টা করে। কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি। ম্যাচ জিতলেও গিল হলুদ কার্ডের কারণে পরের ম্যাচ খেলতে পারবে না। এই ম্যাচ জয়ের ফলে ২১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ৬ নম্বরে উঠে এল লাল হলুদ। সুপার সিক্সে দৌড়ে দৌড়ে থাকতে হলে পঞ্জাবের বিরুদ্ধে শেষ ম্যাচ জিততেই হবে ইস্টবেঙ্গলকে। একইসঙ্গে তাকিয়ে থাকতে হবে চেন্নাইন এফসির বাকি ২ ম্যাচের দিকে।