ইজরায়েলে ইরানের মিসাইল হামলা৷

Israel warns Iran: ‘বড় ভুল করে ফেলেছে ইরান’, হুঁশিয়ারি ইজরায়েলের! বুধবার রাতেই পাল্টা জবাব? সংঘাত চরমে

তেল আভিভ: ইজরায়েলে মিসাইল হামলা চালিয়ে বড় ভুল করে ফেলেছে তেহরান৷ ইরানকে এমনই হুঁশিয়ারি দিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু৷ একই সঙ্গে ইজরায়েল জানিয়ে দিয়েছে, আজ রাতেই মধ্যপ্রাচ্যে আরও শক্তিশালী হামলা চালিয়ে ইরানের আক্রমণের জবাব দেবে ইজরায়েল৷

মঙ্গলবার রাতেই ইজরায়েলকে লক্ষ্য করে প্রায় দুশো মিসাইল হামলা চালায় ইরান৷ যদিও সেই হামলায় ইজরায়েলে এখনও পর্যন্ত বড় কোনও ক্ষয়ক্ষতির খবর নেই৷ ইজরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে বরং দাবি করা হয়েছে, তারা ইরানের ছোড়া প্রায় দেড়শো মিসাইলকে ধ্বংস করেছে৷ ইরানের হামলার পর ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, তেহরান বড় ভুল করে ফেলেছে৷ ইজরায়েল সেনার মুখপাত্রও অভিযোগ করেছেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ানোর জন্য দায়ী ইরান৷

আরও পড়ুন: ‘রাজনীতি ছেড়ে দেব!’ গভীর রাতে হঠাৎ হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের, তুমুল জল্পনা

ইজরায়েলে হামলা চালানোর পর ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘছি জানিয়েছেন, ইজরায়েল নতুন করে উত্তেজনা বৃদ্ধি না করলে আমরা আর কোনও প্রত্যাঘাত করব না৷ একই সঙ্গে ইরানের বিদেশমন্ত্রীর দাবি, গাজায় যুদ্ধবিরতির সুযোগ দিতে আমরা প্রায় দু মাস ধরে সংযম দেখিয়েছি৷ এর পরেও যদি ইজরায়েল উত্তেজনা বৃদ্ধির কোনও চেষ্টা করে, তাহলে আমরা আরও বড় এবং শক্তিশালী জবাব দেব৷

ইজরায়েল অবশ্য ইরানের হুঁশিয়ারিতে দমছে না৷ বরং তারা জানিয়ে দিয়েছে, মিসাইল হামলার শোধ তারা তুলবে৷ আমেরিকাও জানিয়েছে, ইজরায়েলে মিসাইল হামলার বড় মাশুল দিতে হবে ইরানকে৷ এমন কি, ইজরায়েলের সঙ্গে যৌথ ভাবে ইরানকে জবাব দেওয়ার কথাও ভেবে দেখছে আমেরিকা৷

গত ৩১ জুলাই প্যালেস্তাইনের হামাস নেতা ইসমাইল হানিয়েকে তেহরানে হত্যা করে ইজরায়েল৷ গত ২৭ সেপ্টেম্বর বেইরুটে তুমুল বোমাবর্ষণ করে ইরানের ব্রিগে়ডিয়ার জেনারেল আব্বাস নিলফোরৌশান এবং হিজবুল্লাহ প্রধান সৈয়দ হাসান নাসরাল্লাহকেও হত্যা করে ইজরায়েল৷ তারই পাল্টা জবাব দিতে ইজরায়েলে হামলা চালায় ইরান৷