ছবি-রয়টার্স

Iran attack on Israel: ইজরায়েলে ড্রোন হামলা ইরানের…যুদ্ধ পরিস্থিতি নিয়ে তড়িঘড়ি জরুরি বৈঠকের সিদ্ধান্ত নিল রাষ্ট্রপুঞ্জ

তেল আভিভ: গত সাত মাস ধরে চলছে ইজরায়েল-হামাসের সংঘর্ষ৷ আর সেই সংঘর্ষ ঘিরে ক্রমশ জোরাল হয়েছে মধ্য প্রাচ্যের আন্তর্দেশীয় পারস্পরিক সম্পর্ক৷ তারই নানা সূত্র ধরে গত কয়েকদিন ধরে নতুন করে উত্তেজনার পারদ চড়ছিল সংশ্লিষ্ট ভূখণ্ডে৷ তারপর সিরিয়ার রাজধানী দামাস্কাসে ইরানের দূতাবাসে ইজরায়েলের বোমাবাজির হামলা ছিল সেই কফিনে শেষ পেরেক৷ গত ৪৮ ঘণ্টা ধরে গুঞ্জন ছিলই, তা সত্যি করে ইজরায়েল লক্ষ্য করে কমপক্ষে ২০০টি ড্রোনের হামলা চালাল তেহরান৷

শনিবার গভীর রাতেই জেরুজালেমের উপর এয়ার সাইরেন শোনা যায় ৷ সংবাদসংস্থার খবর অনুযায়ী, ইজরায়েলের উপর ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল হামলা চালায় ইরান ৷

আরও পড়ুন: আশঙ্কা সত্যি হল! ইজরায়েলে মিসাইল ও ড্রোন হামলা শুরু ইরানের

গোটা বিষয়ে ইজরায়েলের পাশে এসে দাঁড়িয়েছে আমেরিকা৷ ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ইতিমধ্যেই ফোন করেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন৷ ইজ়রায়েলের দিকে এগিয়ে যাওয়া একাধিক ড্রোন গুলি করে নামিয়েছে আমেরিকান সেনা। হোয়াইট হাউসের বিবৃতি অনুসারে, আগামী কয়েক ঘণ্টার মধ্যে আমেরিকার গুরুত্বপূর্ণ ‘বন্ধু’ ইজ়রায়েলের উপরে ইরানের যে হামলা আছড়ে পড়বে, আমেরিকা তার মোকাবিলা করবে।

আমেরিকা তো বটেই, ইরানের হামলার তীব্র নিন্দা করেছে ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন, ফ্রান্স, মেক্সিকো, চেকিয়া, ডেনমার্ক, নরওয়ে এবং নেদারল্যান্ডস৷

তেল আভিভ: গত সাত মাস ধরে চলছে ইজরায়েল-হামাসের সংঘর্ষ৷ আর সেই সংঘর্ষ ঘিরে ক্রমশ জোরাল হয়েছে মধ্য প্রাচ্যের আন্তর্দেশীয় পারস্পরিক সম্পর্ক৷ তারই নানা সূত্র ধরে গত কয়েকদিন ধরে নতুন করে উত্তেজনার পারদ চড়ছিল সংশ্লিষ্ট ভূখণ্ডে৷ তারপর সিরিয়ার রাজধানী দামাস্কাসে ইরানের দূতাবাসে ইজরায়েলের বোমাবাজির হামলা ছিল সেই কফিনে শেষ পেরেক৷ গত ৪৮ ঘণ্টা ধরে গুঞ্জন ছিলই, তা সত্যি করে ইজরায়েল লক্ষ্য করে কমপক্ষে ২০০টি ড্রোনের হামলা চালাল তেহরান৷

শনিবার গভীর রাতেই জেরুজালেমের উপর এয়ার সাইরেন শোনা যায় ৷ সংবাদসংস্থার খবর অনুযায়ী, ইজরায়েলের উপর ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল হামলা চালায় ইরান ৷

গোটা বিষয়ে ইজরায়েলের পাশে এসে দাঁড়িয়েছে আমেরিকা৷ ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ইতিমধ্যেই ফোন করেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন৷ ইজ়রায়েলের দিকে এগিয়ে যাওয়া একাধিক ড্রোন গুলি করে নামিয়েছে আমেরিকান সেনা। হোয়াইট হাউসের বিবৃতি অনুসারে, আগামী কয়েক ঘণ্টার মধ্যে আমেরিকার গুরুত্বপূর্ণ ‘বন্ধু’ ইজ়রায়েলের উপরে ইরানের যে হামলা আছড়ে পড়বে, আমেরিকা তার মোকাবিলা করবে।

আমেরিকা তো বটেই, ইরানের হামলার তীব্র নিন্দা করেছে ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন, ফ্রান্স, মেক্সিকো, চেকিয়া, ডেনমার্ক, নরওয়ে এবং নেদারল্যান্ডস৷

তেহরান অবশ্য জানিয়েছে, যে যে দেশ ইজরায়েলের পাশে দাঁড়াবে, তাদের উপরে হামলা চালাতে বিন্দুমাত্র দ্বিধা করবে না তারা৷

আরও পড়ুন: ইজরায়েল-ইরান নিয়ে উদ্বেগ প্রকাশ ভারতের! দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণের আর্জি

পরিস্থিতির গুরুত্ব বুঝে ইতিমধ্যেই জরুরি বৈঠক ডেকেছে রাষ্ট্রপুঞ্জ৷ ইজ়রায়েলের অনুরোধেই এই বৈঠক ডাকা হয়েছে। ভারতীয় সময় রবিবার রাত সাড়ে ৯টা নাগাদ সেই বৈঠক হওয়ার কথা, যেখানে থাকবেন ইজ়রায়েল, আমেরিকা-সহ একাধিক দেশের প্রতিনিধি।

তেহরান অবশ্য জানিয়েছে, যে যে দেশ ইজরায়েলের পাশে দাঁড়াবে, তাদের উপরে হামলা চালাতে বিন্দুমাত্র দ্বিধা করবে না তারা৷

পরিস্থিতির গুরুত্ব বুঝে ইতিমধ্যেই জরুরি বৈঠক ডেকেছে রাষ্ট্রপুঞ্জ৷ ইজ়রায়েলের অনুরোধেই এই বৈঠক ডাকা হয়েছে। ভারতীয় সময় রবিবার রাত সাড়ে ৯টা নাগাদ সেই বৈঠক হওয়ার কথা, যেখানে থাকবেন ইজ়রায়েল, আমেরিকা-সহ একাধিক দেশের প্রতিনিধি।