ইরানের বিরুদ্ধে সামরিক প্রস্তুতি শুরু করল ইজরায়েল

Israel-Iran: মধ্যপ্রাচ্যে সংকট, ইরানের বিরুদ্ধে সামরিক প্রস্তুতি শুরু করল ইজরায়েল, দু’পক্ষকে সংযত হওয়ার ডাক মার্কিন যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যে ফের দুর্যোগের ঘনঘটা। জোর কদমে সামরিক প্রস্তুতি শুরু করেছে ইজরায়েল। যে কোনও সময় ইরান হামলা চালাতে পারে, এই আশঙ্কা থেকেই ইজরায়েল পুরোদমে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলে খবর সামনে এসেছে। ইতিমধ্যেই দু’পক্ষকে সংযত হওয়ার ডাক দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

টাইমস অফ ইজরায়েল-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, হামাস নেতা ইসমাইল হানিয়ে এবং হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ শুকরের মৃত্যুর পর থেকে এই অঞ্চলের পরিস্থিতি উদ্বেগজনক। ইজরায়েল সরকার এবং নিরাপত্তা বিশেষজ্ঞরা ইরান এবং তার সহযোগীদের প্রতিক্রিয়া হিসাবে বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা করছে।

আরও পড়ুনঃ দু’ দফায় নিহত ৩০০, পদত্যাগের দাবি! চাপের মুখেও কঠোর অবস্থান, কী করবেন হাসিনা?

ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বে একটি বৈঠকে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে ইরানের উপর আগাম হামলা করা যায় কি না, খতিয়ে দেখা হয়। তবে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। ইরান আক্রমণ করতে পারে এমন গোয়েন্দা তথ্য হাতে এলে তবেই ইজরায়েল ইরানের উপর হামলা চালাবে বলে জানিয়েছে সে দেশের নিরাপত্তা কর্তারা।

ইরানকে আক্রমণ করলে আন্তর্জাতিক দুনিয়ায় তার কী প্রতিক্রিয়া হতে পারে, সেই নিয়ে ইজরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র, কেউই নিশ্চিত নয়। তেহরান এখনও পর্যন্ত হামলার কোনও পরিকল্পনা করেনি। সহযোগী গোষ্ঠীগুলির সঙ্গেও এই নিয়ে কোনও আলোচনা করেনি তারা। টাইমস অফ ইজরায়েল-এ লেখা হয়েছে, যে কোনও সামরিক পদক্ষেপের আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে গোয়েন্দা তথ্য ভাগ করে নেওয়া উচিত ইজরায়েল সরকারের।

রবিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে নেতানিয়াহু লিখেছেন, “ইরান এবং তার দোসররা সন্ত্রাসবাদীদের সাহায্যে আমাদের ঘিরে ফেলতে চাইছে। কাছে এবং দূরে – যে কোনও ফ্রন্টে লড়ার জন্য আমরা প্রস্তুত। আমাদের ক্ষতি করতে চাইলে কড়ায় গণ্ডায় তার মূল্য চোকাতে হবে।’’

এপ্রিলের শুরুতে আচমকাই ইজরায়েলে হামলা চালিয়েছিল ইরান। এবার তাই আগেভাগে আটঘাট বাঁধতে চাইছে নেতানিয়াহু সরকার। ইজরায়েলের সামরিক বিশেষজ্ঞরা দাবি করেছেন, এখন তাঁরা আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত। মিসাইল বা ড্রোন, যে কোনও রকমের হামলা প্রতিহত করার ক্ষমতা তাঁদের রয়েছে। বৃহত্তর আক্রমণের জন্যও তৈরি রয়েছে ইজরায়েল। তবে ইজরায়েল এবং ইরানকে বৃহত্তর সংঘাতে না জড়ানোর আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।