তেল আভিভ: আকাশ চিরে একের পর এক মিসাইল হানা৷ মধ্যপ্রাচ্যের আকাশে মাঝ রাতের অন্ধকার ভেদ করে যুদ্ধের ছবি স্পষ্ট হয়ে উঠছে৷ এটাই দীর্ঘদিন যাবৎ মধ্যপ্রাচ্যের ছবি৷
ইরান ইসরায়েল আঘাত-প্রত্যাঘাত ক্রমশ চলছে৷ লেবাননে একের পর হামলা করছে ইজরায়েল৷ ইরানও কেবল আর হুমকি বা সতর্কবার্তা নয়, রীতিমতো যুদ্ধে নেমেছে৷
আয়রন ডোমকে বার বার তারা পরীক্ষার মধ্যে ফেলে দিচ্ছে৷ আঘাত-প্রত্যাঘাতের এই আবহে আমেরিকা ইজরায়েলকে আরও অস্ত্র পাঠানোর সিদ্ধান্ত নিল৷
ইজরায়েলকে মার্কিন যুক্তরাষ্ট্র উন্নত মানের ক্ষেপণাস্ত্র -বিরোধী সিস্টেম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে৷ কেবল তাই নয় ক্ষেপনাস্ত্র-বিরোধী সিস্টেমকে পরিচালনা করার জন্য মার্কিন সেনা পাঠানোর কথা ঘোষণা করা হয়েছে৷
এ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, ‘ইজরায়েলকে সবরকম হামলা থেকে রক্ষা করতেই এই পদক্ষেপ৷’
পেন্টাগনের মুখপাত্র প্যাট রাইডার জানিয়েছেন, এই অ্যান্টি মিসাইল প্রযুক্তির নাম টার্মিনাল হাই-অল্টিটিউড এরিয়া ডিফেন্স৷
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকাচি যদিও রবিরারই এই বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে৷
বলা হয় ইতিহাস ফিরে ফিরে আসে৷ পৃথিবী আগের শতকেই দুই বিশ্বযুদ্ধের মুখোমুখি হয়েছে৷ এখনও রাশিয়া-ইউক্রেন-সহ নানা যুদ্ধে বিধ্বস্ত৷ ইজরায়েল-ইরানের এই উত্তেদনার আবহে মার্কিন যুক্তরাষ্ট্রের এ হেন সিদ্ধান্ত কি যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে? সে তো সময়ই বলবে৷