ইজরায়েলকে চরম হুঁশিয়ারী ইরানের

Israel attacks Iran: বদলা নিল ইজরায়েল, বিস্ফোরণে কেঁপে উঠল তেহরান! পাল্টা হুঁশিয়ারি ইরানের, সংঘাত চরমে

তেল আভিভ: ইজরায়েল এবং ইরানের মধ্যে সংঘাত আরও চরমে পৌঁছল৷ এবার ইরানে বড়সড় হামলা চালাল ইজরায়েল৷ ইজরায়েলি সেনা জানিয়েছে,গত কয়েকমাস ধরে ইরানের বর্তমান শাসকরা যেভাবে ইজরায়েলের উপর আক্রমণ চালিয়েছে, তার বদলা নিতেই সুনির্দিষ্ট কিছু নিশানায় হামলা চালানো হয়েছে৷ ভবিষ্যতে আরও বড় হামলার হুঁশিয়ারিও দিয়েছে ইজরায়েল৷ পাল্টা ইরানও ইজরায়েলকে জবাব দেওয়ার কথা জানিয়ে দিয়েছে৷

ইরান স্বীকার করে নিয়েছে, শুক্রবার রাতে রাজধানী তেহরান, খুজেস্তান এবং ইলামে সেনা ঘাঁটিতে ইজরায়েল সেনা হামলা চালিয়েছে৷ তবে ইরানের কোনও পারমাণবিক কেন্দ্র অথবা তেল শোধনাগারকে নিশানা করা হয়নি৷

আরও পড়ুন: বয়স মাত্র ১৯, নেপালে পা দেওয়ার আগেই পুলিশের জালে ‘লেডি ডন’! কীর্তি শুনলে চমকে উঠবেন

ইজরায়েলি সেনার পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, গত কয়েক মাস ধরে ইরান ইজরায়েলের উপরে ধারাবাহিক হামলা চালিয়ে গিয়েছে৷ এই ধারাবাহিক হামলার জবাব দিতেই ইজরায়েলের সেনাবাহিনী ইরানের সামরিক ডেরায় সুনির্দিষ্ট লক্ষ্যে হামলা চালিয়েছে৷ ইরানের বর্তমান শাসক এবং তাদের ঘনিষ্ঠরা শক্তিগুলি গত ৭ অক্টোবর থেকে ইজরায়েলের উপরে নিরন্তর আক্রমণ করছে৷ ইরানের মাটি ব্যবহার করেই এই হামলা চলছে৷ পৃথিবীর সব সার্বভৌম দেশের মতো ইজরায়েলেরও এই আক্রমণের জবাব দেওয়ার অধিকার এবং দায়িত্ব রয়েছে৷ ইজরায়েলের মানুষকে রক্ষা করার জন্য যা করণীয় আমরা করব৷

মোট তিন দফায় শুক্রবার রাতে ইরানের উপরে ইজরায়েল হামলা চালিয়েছে৷ ইজরায়েলি সেনা আরও জানিয়েছে, সফল ভাবেই তাদের মিশন শেষ হয়েছে৷ ইরান এর জবাব দিলে ভবিষ্যতে আরও হামলা চালান হবে বলেও তেহরানকে শাসানি দিয়ে রেখেছে ইজরায়েলি সেনা৷

যদিও ইজরায়েলের হামলার পর পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরানও৷ এক্স হ্যান্ডেলে ক্ষেপনাস্ত্রের লঞ্চ প্যাডের ছবি পোস্ট করে ইরানের সেনা বুঝিয়ে দিয়েছে, যে কোনও সময় ইজরায়েলকে জবাব দিতে তৈরি তারা৷ ইরান আরও দাবি করেছে, ইজরায়েলর ছোড়া অনেক ক্ষেপনাস্ত্রই তারা শুক্রবার রাতে ধ্বংস করেছে৷ সিরিয়াও দাবি করেছে, তাদের বায়ুসেনাও ইরানের হামলার মোকাবিলা করতে শুক্রবার রাতে তাদের বায়ুসেনাও তৎপর হয়েছিল৷