'রাহুলকে পরিচালক হিসেবে মানতে অসুবিধা রয়েছে', এবার কী হবে?

Rahool Mukherjee: ‘রাহুলকে পরিচালক হিসেবে মানতে অসুবিধা রয়েছে’, এবার কী হবে? জট কি আদৌ খুলবে

কলকাতা: পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে নিয়ে অবশেষে জট কাটল না৷ শনিবার থেকেই তাঁর নতুন ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল। পরিচালক এবং অভিনেতারা সময়ে পৌঁছে গেলেও টেকনিশিয়ানরা কেউ ফ্লোরে আসেনননি। তা নিয়ে সমস্যা বাড়ছে৷ জানা গেছে, ফেডারেশনের পক্ষ থেকে পরিচালক হিসেবে রাহুলের উপর নিষেধাজ্ঞা এখনও ওঠেনি৷

রাহুল মুখোপাধ্যায়ের ছবির শুটিংয়ের অচলাবস্থা নিয়ে ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস এই মুহূর্তে টেকনিশিয়ান স্টুডিওতে ফেডারেশনের বিভিন্ন গিল্ডের প্রধানদের সঙ্গে মিটিং করছেন। টেকনিশিয়ানরাও অনেকেই এসেছেন। মিটিং শেষ হলে কী সিদ্ধান্ত গৃহীত হল সেটা স্বরূপ বিশ্বাস বাইরে এসে জানাবেন।

আরও পড়ুন-   মাত্র ৭ দিনেই জব্দ! ধমনী থেকে নিংড়ে বার করবে কোলেস্টেরল, শিরায় জমে থাকা ময়লা হবে সাফ, রোজ পাতে রাখুন এই খাবার

রাজ চক্রবর্তী জানিয়েছেন, দু’দিনের মধ্যে সমাধান না হলে সোমবার থেকে পরিচালকরাও ফ্লোরে আসবেন না। সেক্ষেত্রে টলিউডের শুটিংয়ের পরিস্থিতি সঙ্কটের মুখোমুখি হবে। স্বরূপ বিশ্বাস, সুজিত হাজরা এবং অন্যান্যরা জানাচ্ছেন গোপনে শুটিং করার প্রবণতা রুখতে আমরা এই সাসপেনশন কে প্রাধান্য দিয়ে আসছি।

আরও পড়ুন-  ভয়ঙ্কর তোলপাড় পরিবর্তন! সূর্য-মঙ্গল-বুধ-শুক্রের বিরাট চালে ভাগ্যের খেলা শুরু…! কারা ভাগ্যবান, কাদের লোকসান? আপনার কপালে কী?

রাহুল মুখোপাধ্যায়কে ক্রিয়েটিভ প্রোডিউসার হিসেবে মেনে নিতে আমাদের কোনও আপত্তি নেই। কিন্তু এই ছবিতে তাঁকে পরিচালক হিসেবে মেনে নিতে আমাদের অসুবিধা রয়েছে। সেই কারণে টেকনিশিয়ানরা আজ সকালে শুটিং করতে রাজি হননি।