Tag Archives: Raj Chakraborty

North 24 Parganas News: ‘এই’ সিনেমার টিকিট কাটলেই নামি দোকানের বিরিয়ানিতে ১০০ টাকা ছাড়! কাণ্ডখানা কী?

উত্তর ২৪ পরগনা: পরিচালক রাজ চক্রবর্তীর নতুন বাংলা ছবি বাবলি সিনেমার টিকিট কাটলেই ডি. বাপি মধ্যমগ্রাম ও বারাসতের কাউন্টারে গেলে বিরিয়ানিতে মিলবে ১০০ টাকার ছাড়। ছবির প্রমোশনে বারাসতের স্টার মলে এসে এমন অফারের কথাই জানালেন এই সিনেমার পরিচালক-অভিনেতারা। ছবির পরিচালক রাজ চক্রবর্তী, নায়ক আবির চট্টোপাধ্য়ায়, নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্য়ায় এসেছিলেন বাবলির প্রমোশনে। ১৫ অগাস্ট মুক্তি পেতে চলেছে বাবলি। সেদিন থেকেই দর্শকরা এই অফারের সুবিধা পাবেন।

টলিউডের প্রিয় নায়ক নায়িকাদের দেখতে ভিড় জমে ছিল স্টার মল চত্বরে। যতজন টিকিট কাটবেন ততজনই এই সুবিধা নিতে পারবেন বলে জানা গিয়েছে। তাই সিনেমার পাশাপাশি এমন ভুরিভোজের সুযোগ আর কেই বা হাতছাড়া করবে!

এই ছবিতেই প্রথমবার জুটি বেঁধেছেন শুভশ্রী-আবির। নায়ক লন্ডন স্কুল অব ইকোনমিকস থেকে পাশ করা গ্র্যাজুয়েট। ছবির ট্রেলার ঘিরে ইতিবাচক প্রতিক্রিয়াই ছড়িয়েছে। বক্স অফিসে ছবি কী জবাব দেয়, সেটাই এখন দেখবার। ছবিতে শুভশ্রী-আবির ছাড়াও রয়েছেন সৌরসেনী মৈত্র।

Buddhadeb Bhattacharya Demise: কান্নায় বুজে এল গলা, স্মৃতিতে ভাসছে নন্দনের দিন, বুদ্ধদেবের প্রয়াণে শোকে পাথর রূপা গঙ্গোপাধ্যায়

কলকাতা: কোনওভাবেই আর শেষরক্ষা হল না৷ সাতসকালেই আবারও এক দুঃসংবাদ৷ প্রয়াত হলেন বামশাসনের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য৷ বৃহস্পতিবার সকালে পাম অ্যাভিনিউয়ের বাড়িতে ৮.২০ নাগাদ প্রয়াত হন তিনি। বুদ্ধদেবের মৃত্যুর খবর জানান তাঁর সন্তান সুচেতন ভট্টাচার্য। মৃত্যুকালে বুদ্ধদেবের বয়স হয়েছিল ৮০ বছর৷ তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া পড়েছে রাজনৈতিক থেকে বিনোদন জগতে৷

বুদ্ধদেব ভট্টাচার্যর মৃত্যুতে একাধিক স্বনামধন্য ব্যক্তিরা শোকপ্রকাশ করেছেন৷ পাশাপাশি টলিউডের তারকা ও রাজনৈতিক ব্যক্তিত্বরাও শোকে ভেঙে পড়েছেন৷ অভিনেত্রী-রাজনীতিবিদ রূপা গঙ্গোপাধ্যায় তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ বলেছেন৷ কথা বলার অবস্থায় নেই রূপা, কান্নায় গলা বুজে এসেছে অভিনেত্রীর৷ উনি অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন, অনেকদিন ধরেই দেখা করার ইচ্ছে ছিল, কিন্তু তা আর হয়নি৷ উনি আমাদের কাজে খুব সাহায্য করতেন৷ নন্দনে যখন কাজ করতাম, তখন মাঝেমধ্যে দেখা হতো, কাজেরও প্রশংসা করতেন৷ ওনার আত্মার শান্তি কামনা করেছেন৷

আরও পড়ুন:  দু কামরার ফ্ল্যাট, অ্যাম্বাসাডর আর ধুতি- পাঞ্জাবি৷ বুদ্ধদেব বরাবরই ব্যতিক্রমী

অভিনেতা-পরিচালক অরিন্দম শীলের সঙ্গে ব্যক্তিগতভাবে অত্যন্ত সুসম্পর্ক ছিল বুদ্ধদেব ভট্টাচার্যর। বুদ্ধদেব ভট্টাচার্যর প্রয়াণে শোকপ্রকাশ করে অরিন্দম শীল বলেছেন, আমার প্রচন্ড মন খারাপ হচ্ছে বুদ্ধদার প্রয়াণের খবরটা পেয়ে৷ দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেনও৷ বুদ্ধদা অসম্ভব একজন ভাল মানুষ ছিলেন৷ এবং অত্যন্ত সৌজন্যবোধ ছিলেন৷ বহুদিন আগে আমার একটা লেখা ছিল- ‘দ্য শেষ ভদ্রলোক বাঙালি বাবু’- তিনি একদম সেটাই৷ এরকম সংস্কৃতিপূর্ণ, সৌহাদ্যপূর্ণ, এত সুন্দর একটা মানুষ তিনি যা বলে শেষ করা যাবে না৷ অনেক স্মৃতি ভেসে আসছে৷ ফিল্ম ফেস্টিভ্যালের সময়, ওনার সঙ্গে চায়ের আড্ডা, মৃণাল সেন, রূপো গঙ্গোপাধ্যায়, বুদ্ধ দা আমরা সবাই গল্প করছি, বুদ্ধদার কবিতা পড়ে শোনানো,টেকনিশিয়ান স্টুডিওতে এসে মুড়ি তেলেভাজা খাওয়া৷ এগুলো খুব মনে পড়ছে৷ বুদ্ধদার চলে যাওয়া মানে একটা জমানা চলে যাওয়া৷ এই মানুষগুলো আর ফিরে আসবে না৷ এবং পশ্চিমবঙ্গের জন্য ওনার অবদান অনস্বীকার্য৷

আরও পড়ুন:  ‘আমার বিয়েতে এসেছিলেন, আজ খুব মনে পড়ছে সেদিনটা…’, বুদ্ধবাবুর প্রয়াণে স্মৃতি হাতড়াচ্ছেন ঋতুপর্ণা

পরিচালক রাজ চক্রবর্তী বুদ্ধদেব ভট্টাচার্যর প্রয়াণে গভীরভাবে শোকাহত৷ সোশ্যাল মিডিয়ায় শোকজ্ঞাপণ করে লিখেছেন- ‘আজ একটি দুঃখের দিন; শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য স্যারের মৃত্যু সত্যিই হতাশাজনক। তার আত্মার শান্তি কামনা করি’।

গত ২৯ জুলাই আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করানো হয়েছিল দক্ষিণ কলকাতার আলিপুরের এক বেসরকারি হাসপাতালে। গত ৯ অগাস্ট হাসপাতাল থেকে ফিরেছিলেন বুদ্ধদেব। নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন। এরপর ফুসফুস এবং শ্বাসনালিতে মারাত্মক রকমের সংক্রমণও ধরা পড়ে তাঁর। ফের আচমকা আবার অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন মুখ্যমন্ত্রী। দীর্ঘ দিন ধরেই গুরুতর শ্বাসকষ্টজনিত সমস্যা (সিওপিডি)-তে ভুগছিলেন। গতকাল রক্তপরীক্ষাও করা হয়, রিপোর্টে সেরকরম কিছু পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে স্যাচুরেশন খুব দ্রুত কমে যাওয়ায় মীরাদেবী তাঁর পারিবারিক চিকিৎসক সোমনাথ মাইতিকে জানান। অবশেষে আর শেষরক্ষা হল না, সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন বুদ্ধবাবু৷

Bengali Film-Serial Shooting: কবে শুরু হবে সিনেমা-সিরিয়ালের শ্যুটিং? প্রসেনজিতের ‘উৎসব’-এ বৈঠক শেষ! কী চাইছেন পরিচালকরা?

কলকাতা: পরিচালক-ফেডারেশন দ্বন্দ্বে এবার নয়া মোড়৷ সোমবার দুপুরেই অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বালিগঞ্জের বাড়ি উৎসব-এ জরুরি বৈঠকে টলিউডের প্রযোজক-পরিচালকরা সকলেই একজোট হন৷

প্রসেনজিতের বাড়িতে পৌঁছেও গিয়েছেন পরিচালক-প্রযোজকদের একাংশ৷ যেখানে উপস্থিত হয়েছেন রাজ চক্রবর্তী, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, গৌতম ঘোষ, সুদেষ্ণা রায়,অনিরুদ্ধ রায়চৌধুরী,বীরসা দাশগুপ্ত-সহ টলিপাড়ার আরও পরিচালকরা। গত শনিবারই টেকনিশিয়ান স্টুডিওতে তাঁরা একজোট হয়েছিলেন৷ সোমবার ফ্লোর বয়কটের পর এটাই তাঁদের নতুন পদক্ষেপ৷ ইতিমধ্যেই শেষ হয়েছে গিয়েছে মিটিং৷

মিটিং শেষ হওয়ার পর কী সিদ্ধান্ত নেওয়া হল তা জানার জন্য সকলেই মুখিয়ে রয়েছে৷ পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় বলেন, আমরা চাইছি কাল থেকে শ্যুটিং শুরু হোক। টেকনিশিয়ানরাও আজ বৈঠক করবেন শুনেছি। তাদের বলতে চাইব, আমরাও টেকনিশিয়ান।

আরও পড়ুন- স্তব্ধ টলিপাড়ার শুটিং, পরিচালকদের কর্মবিরতিতে চিন্তায় কলাকুশলীরা, বিকেলে ফেডারেশনের বৈঠক

ইন্দ্রনীল রায়চৌধুরী বলেন, এই ঘটনা প্রথম নয়। সব পরিচালকরাই এরকম অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। এমন নিয়মের কারণে ছবি বানানো কঠিন হয়ে যাচ্ছে। সবার স্বার্থ, আমাদের স্বার্থ একই। রাজ্য সরকার বা কেউ মধ্যস্থতা করুক।

গৌতম ঘোষ বলেন, আমরা চাই টেকনিশিয়ানদের একদিনও যেন দিন নষ্ট না হয়। কারণ তারা দিন আনেন দিন খান। একপক্ষের সিদ্ধান্তে সমাধান সম্ভব নয়। আমরা সমাধান চাই।

আরও পড়ুন- ‘রাহুলকে পরিচালক হিসেবে মানতে অসুবিধা রয়েছে’, এবার কী হবে? জট কি আদৌ খুলবে

পরিচালকদের পাশে দাঁড়িয়েছেন প্রযোজকরাও৷ তবে পাল্টা তোপ দেগে আজ বিকেলে ফেডারেশনের বৈঠক ডাকা হয়েছে৷ টেকনিশিয়ান স্টুডিওতে স্বরূপ বিশ্বাস এলে বিকেল পাঁচটায় ফেডারেশনের মিটিং হবে। ফেডারেশনের বিভিন্ন গিল্ডের প্রধানরাও আসবেন আলাপ-আলোচনা হবে। আর্টিস ফোরামের ও এক্সিকিউটিভ বডির মিটিং রয়েছে টেকনিশিয়ান-এ সেখানে যারা এক্সিকিউটিভ বডির সদস্য তারাও একে একে আসছেন। ভরত কল, বিদিপ্তা চক্রবর্তী, শুভ্রজিৎ দত্ত, এরকম অনেক অভিনেতা অভিনেত্রীরা এসেছেন। শিল্পীরা চাইছেন যত দ্রুত সম্ভব সুরাহা হোক। শুটিং বন্ধ মনে সকলের রুজি-রুটি র বড় ক্ষতি।

সোমবার সকাল থেকেই বন্ধ টালিগঞ্জের স্টুডিওগুলি। প্রত্যেকটি শ্যুটিং ফ্লোর-ই ফাঁকা। কোনও ইউনিটই আজকে কল টাইম দেয়নি। টেকনিশিয়ান, NT 1, ভারতলক্ষ্মী, দাসানি ১-সহ প্রায় প্রতিটি স্টুডিওর গেটই বন্ধ রয়েছে। টেকনিশিয়ান স্টুডিওগুলিতে প্রতিদিন সকাল থেকেই মেগা ধারাবাহিকের শুটিং শুরু হয়ে যায়। গতকাল রাত ২ টো পর্যন্ত ডবল শিফটে কাজ করা হয়েছে। আজ থেকে পরিচালকরা কর্মবিরতিতে যাওয়ায় বাংলা ছবি, ধারাবাহিক ও সিরিজের কোনও ইউনিট-ই আজকে কোনও শুটিং রাখেনি। যার ফলে অনিশ্চিত হয়ে পড়েছে টলিপাড়ার ভবিষ্যৎ৷ বর্তমানের শ্যুটিংয়ের পরিস্থিতিও ঘোর সঙ্কটের মুখে৷ এই অবস্থায় চিন্তার ভাজ পড়েছে আর্টিস্ট থেকে কলাকুশলী, প্রত্যেকের চোখে-মুখে৷ কবে কাটবে এই অচলাবস্থা? আপাতত সেদিকেই তাকিয়ে রয়েছে সকলে৷

Rahool Mukherjee: ‘রাহুলকে পরিচালক হিসেবে মানতে অসুবিধা রয়েছে’, এবার কী হবে? জট কি আদৌ খুলবে

কলকাতা: পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে নিয়ে অবশেষে জট কাটল না৷ শনিবার থেকেই তাঁর নতুন ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল। পরিচালক এবং অভিনেতারা সময়ে পৌঁছে গেলেও টেকনিশিয়ানরা কেউ ফ্লোরে আসেনননি। তা নিয়ে সমস্যা বাড়ছে৷ জানা গেছে, ফেডারেশনের পক্ষ থেকে পরিচালক হিসেবে রাহুলের উপর নিষেধাজ্ঞা এখনও ওঠেনি৷

রাহুল মুখোপাধ্যায়ের ছবির শুটিংয়ের অচলাবস্থা নিয়ে ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস এই মুহূর্তে টেকনিশিয়ান স্টুডিওতে ফেডারেশনের বিভিন্ন গিল্ডের প্রধানদের সঙ্গে মিটিং করছেন। টেকনিশিয়ানরাও অনেকেই এসেছেন। মিটিং শেষ হলে কী সিদ্ধান্ত গৃহীত হল সেটা স্বরূপ বিশ্বাস বাইরে এসে জানাবেন।

আরও পড়ুন-   মাত্র ৭ দিনেই জব্দ! ধমনী থেকে নিংড়ে বার করবে কোলেস্টেরল, শিরায় জমে থাকা ময়লা হবে সাফ, রোজ পাতে রাখুন এই খাবার

রাজ চক্রবর্তী জানিয়েছেন, দু’দিনের মধ্যে সমাধান না হলে সোমবার থেকে পরিচালকরাও ফ্লোরে আসবেন না। সেক্ষেত্রে টলিউডের শুটিংয়ের পরিস্থিতি সঙ্কটের মুখোমুখি হবে। স্বরূপ বিশ্বাস, সুজিত হাজরা এবং অন্যান্যরা জানাচ্ছেন গোপনে শুটিং করার প্রবণতা রুখতে আমরা এই সাসপেনশন কে প্রাধান্য দিয়ে আসছি।

আরও পড়ুন-  ভয়ঙ্কর তোলপাড় পরিবর্তন! সূর্য-মঙ্গল-বুধ-শুক্রের বিরাট চালে ভাগ্যের খেলা শুরু…! কারা ভাগ্যবান, কাদের লোকসান? আপনার কপালে কী?

রাহুল মুখোপাধ্যায়কে ক্রিয়েটিভ প্রোডিউসার হিসেবে মেনে নিতে আমাদের কোনও আপত্তি নেই। কিন্তু এই ছবিতে তাঁকে পরিচালক হিসেবে মেনে নিতে আমাদের অসুবিধা রয়েছে। সেই কারণে টেকনিশিয়ানরা আজ সকালে শুটিং করতে রাজি হননি।

KIFF Chairperson: সরছেন রাজ! কলকাতা চলচ্চিত্র উৎসবে চেয়ারপার্সনের দায়িত্বে এবার কে, শুরু জল্পনা!

কলকাতা: পদ ছাড়লেন রাজ চক্রবর্তী। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারপার্সন হিসেবে আর দেখা যাবে না পরিচালক-বিধায়ককে। সূত্রের খবর, গত বছরও তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই আবেদন করেছিলেন, কিন্তু সেবার অনুরোধ গৃহীত হয়নি। কিন্তু এবার ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন রাজ। তবে মুখ্যমন্ত্রী নিজে বা তথ্য সংস্কৃতি দফতর এখনও পর্যন্ত অফিসিয়ালি জানাননি।

আরও পড়ুন: সুঠাম দেহ, সুপুরুষ! ‘তারুণ্যের ছটা’ চেহারায়, সিঙ্গাপুরের এই ব্যক্তির বয়স কত বলুন তো! ৯৯% মানুষই ভুল, জানলে আঁতকে উঠবেন

২৫তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্যন্ত রাজই দায়িত্ব সামলে এসেছেন। এবার তিনি বিরতি চান। কিন্তু এবার প্রশ্ন, রাজের জায়গা কে নেবেন? সূত্রের খবর, গৌতম ঘোষের নাম প্রস্তাবিত হয়েছে। যদিও সেই সিলমোহর পড়েনি।

এই বছর ৪ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত চলচ্চিত্র উৎসব চলবে। চেয়ারপার্সন না থাকলেও আগের মতোই উৎসবের কাজকর্মে সামিল হবেন রাজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই নতুন চেয়ারপার্সনের নাম ঘোষণা করবেন।

Parineeta Web Series: বাবাইদা-মেহুল এবার হিন্দিতে, শ্যুটিং শুরু হবে ‘পরিণীতা’ সিরিজের, শুভশ্রী-ঋত্বিকের ভূমিকায় কারা

কলকাতা: বাবাইদা আর মেহুলের গল্প এবার হিন্দি ভাষায়। তাও আবার ওয়েব সিরিজের আকারে। পরিচালনায় রাজ চক্রবর্তী নিজেই। ডিজনি প্লাস হটস্টারে রিলিজ করবে ‘পরিণীতা’ ছবির হিন্দি সংস্করণ। এক্স সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করলেন পরিচালক রাজ। রথের দিন জগন্নাথ দেবের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই সুখবর দিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের স্বামী। জানালেন, খুব শীঘ্রই শ্যুটিং শুরু হবে। সূত্রের খবর, কলকাতার একাধিক জায়গায়, এবং শহরতলিতে শ্যুটিং হবে এই সিরিজের।

তবে এখন প্রশ্ন, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী অভিনীত প্রেমের এই ছবির হিন্দি সংস্করণে কারা অভিনয় করতে চলেছেন? দুই অভিনেতার নাম শোনা যাচ্ছে। যদিও তাঁরা কেউই নাকি শুভশ্রী বা ঋত্বিকের চরিত্রে অভিনয় করবেন না। সম্ভবত খলনায়ক গৌরব চক্রবর্তীর ভূমিকায় দেখা যাবে সুমিত ব্যাসকে। আদৃত রায়ের ভূমিকায় অভিনয় করতে পারেন প্রিয়াংশু পাইনুলি। যদিও এই খবরে এখনও সিলমোহর পড়েনি।

কিন্তু সিরিজে মুখ্য দুই ভূমিকায় কারা থাকবেন, সে বিষয়ে এখনও কিছু শোনা যায়নি কানাঘুষো। ২০১৯ সালের সুপারহিট এই প্রেমের ছবি তবে খুব শীঘ্রই হিন্দি ভাষাভাষি মানুষের কাছে পৌঁছে যাবে।

Raj-Subhashree Romantic Photos: ছোট্ট ইয়ালিনিকে ছেড়ে রোম্যান্সে মত্ত রাজ-শুভশ্রী, হাঁ করে বাবা-মাকে দেখছে ইউভান, আদুরে মুহূর্ত ফাঁস হতেই তুলোধনা নেটিজেনদের

ভোটপর্ব মিটতেই লাইট-ক্যামেরা-অ্যাকশন ছেড়ে ছুটি কাটাতে বেড়িয়ে পড়েছেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও বিধায়ক পরিচালক রাজ চক্রবর্তী৷
ভোটপর্ব মিটতেই লাইট-ক্যামেরা-অ্যাকশন ছেড়ে ছুটি কাটাতে বেড়িয়ে পড়েছেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও বিধায়ক পরিচালক রাজ চক্রবর্তী৷
রাজ-শুভশ্রীর ভ্যাকেশনের ছবি দেখার জন্য মুখিয়ে থাকেন ভক্তরা৷ ভক্তদের নিরাশ করেন না তারকা দম্পতি৷ বেড়াতে গিয়ে একাধিক ছবি শেয়ার করেছেন টলিউড কাপল৷ সেই ছবি পোস্ট করতে না করতেই শুরু হল সমালোচনা৷
রাজ-শুভশ্রীর ভ্যাকেশনের ছবি দেখার জন্য মুখিয়ে থাকেন ভক্তরা৷ ভক্তদের নিরাশ করেন না তারকা দম্পতি৷ বেড়াতে গিয়ে একাধিক ছবি শেয়ার করেছেন টলিউড কাপল৷ সেই ছবি পোস্ট করতে না করতেই শুরু হল সমালোচনা৷
সমালোচনা যেন কিছুতেই পিছু ছাড়তে চায় না শুভশ্রীর৷ ফুকেত থেকে ছুটি কাটানোর ছবি শেয়ার করেই কটাক্ষের মুখে পড়েছেন টলি অভিনেত্রী৷ কী এমন করেছেন জানলে আপনিও চমকে যাবেন৷
সমালোচনা যেন কিছুতেই পিছু ছাড়তে চায় না শুভশ্রীর৷ ফুকেত থেকে ছুটি কাটানোর ছবি শেয়ার করেই কটাক্ষের মুখে পড়েছেন টলি অভিনেত্রী৷ কী এমন করেছেন জানলে আপনিও চমকে যাবেন৷
নিজের সোশ্যাল মিডিয়ায় রাজের সঙ্গে একটি রোম্যান্টিক ছবি শেয়ার করেছেন নায়িকা৷  ছবিতে দেখা যাচ্ছে সাড়ে তিন বছরের ছেলের সামনেই আদুরেপনায় মজে তারা৷ ছোট্ট ইউভানও একপলকে তাকিয়ে রয়েছেন বাবা-মায়ের দিকে৷ এই ছবি ভাইরাল হতেই তোলপাড় হয়েছে নেটদুনিয়া৷
নিজের সোশ্যাল মিডিয়ায় রাজের সঙ্গে একটি রোম্যান্টিক ছবি শেয়ার করেছেন নায়িকা৷ ছবিতে দেখা যাচ্ছে সাড়ে তিন বছরের ছেলের সামনেই আদুরেপনায় মজে তারা৷ ছোট্ট ইউভানও একপলকে তাকিয়ে রয়েছেন বাবা-মায়ের দিকে৷ এই ছবি ভাইরাল হতেই তোলপাড় হয়েছে নেটদুনিয়া৷
ছেলের সামনে আদুরে-রোম্যান্স করতে দেখেই ফুঁসে উঠেছেন নেটিজেনরা৷  একজন লিখেছেন-ইউভানের এক্সপ্রেশনটা দেখার মতো৷ অন্য একজন লিখেছেন- বাচ্চাটাও ভাবছে এরা কী করে৷ এরকম একাধিক মন্তব্যে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় পাতা৷
ছেলের সামনে আদুরে-রোম্যান্স করতে দেখেই ফুঁসে উঠেছেন নেটিজেনরা৷ একজন লিখেছেন-ইউভানের এক্সপ্রেশনটা দেখার মতো৷ অন্য একজন লিখেছেন- বাচ্চাটাও ভাবছে এরা কী করে৷ এরকম একাধিক মন্তব্যে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় পাতা৷
তবে এসব ভার্চুয়াল আক্রমণ, গালিগালাজ পাত্তা দিতে নারাজ শুভশ্রী৷ সমস্ত নেটিজেনদের বুড়ো আঙুল দেখিয়ে ফুরফুরে মেজাজে আরও রোম্যান্টিক ছবি পোস্ট করেই চলেছেন নায়িকা৷
তবে এসব ভার্চুয়াল আক্রমণ, গালিগালাজ পাত্তা দিতে নারাজ শুভশ্রী৷ সমস্ত নেটিজেনদের বুড়ো আঙুল দেখিয়ে ফুরফুরে মেজাজে আরও রোম্যান্টিক ছবি পোস্ট করেই চলেছেন নায়িকা৷
সোমবার দুপুরে ছেলে ইউভান ও স্বামীর সঙ্গে আরও একগুচ্ছ ছবি পোস্ট করেছেন শুভশ্রী৷ তবে বেড়াতে যাওয়ার কোনও ছবিতেই একরত্তি ইয়ালিনিকে প্রকাশ্যে আনেননি তারা৷
সোমবার দুপুরে ছেলে ইউভান ও স্বামীর সঙ্গে আরও একগুচ্ছ ছবি পোস্ট করেছেন শুভশ্রী৷ তবে বেড়াতে যাওয়ার কোনও ছবিতেই একরত্তি ইয়ালিনিকে প্রকাশ্যে আনেননি তারা৷
তবে সূত্রের খবর, মেয়েকে নিয়ে বিদেশ সফরে গেছেন রাজ ও শুভশ্রী৷ প্রতিটা মুহূর্ত যে চুটিয়ে উপভোগ করছেন তারা,তা তাদের ছবিতেই স্পষ্ট ধরা পড়েছে৷
তবে সূত্রের খবর, মেয়েকে নিয়ে বিদেশ সফরে গেছেন রাজ ও শুভশ্রী৷ প্রতিটা মুহূর্ত যে চুটিয়ে উপভোগ করছেন তারা,তা তাদের ছবিতেই স্পষ্ট ধরা পড়েছে৷

Soumitrisha: নির্বাচনে বিরাট চমক! ভোটপ্রচারে রাজের গাড়িতে সৌমিতৃষা, যোগ দিচ্ছেন নাকি তৃণমূলে?

কলকাতা: মিঠাই ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডুকে নিয়ে দিনভর চলছে চর্চা৷ কোনও না কোনও কারণে তিনি হামেশাই শিরোনামে উঠে আসেন৷ মিঠাই ধারাবাহিকের অভিনেতা আদৃত রায় ও কৌশাম্বি চক্রবর্তীর বিয়ে ও রিসেপশনে চাঁদের হাট বসলেও দেখা মেলেনি অভিনেত্রী৷ তারপর থেকেই জোর জল্পনা দানা বাঁধতে শুরু করেছে সৌমিতৃষাকে নিয়ে৷ তবে তিনিও চুপ থাকার পাত্রী নন, তাকে নিয়ে যে চর্চা চলছিল তা বেশ চুটিয়ে উপভোগ করেছেন তিনি, সেটাও তিনি বেশ শক্তভাবে বুঝিয়ে দিয়েছেন৷

আদৃত-কৌশাম্বির বিয়ে-রিসেপশনে গরহাজিরের পর বিরাট চমক দিলেন টলিউড অভিনেত্রী৷ জোরকদমে চলছে ভোটপ্রচার৷ এবার সৌমিতৃষা কুণ্ডুকে দেখা গেল তৃণমূলের ভোটপ্রচারের মঞ্চে৷ পরিচালক রাজ চক্রবর্তীর ভোটপ্রচারে যোগ দিয়েছিলেন অভিনেত্রী৷ সম্প্রতি সৌমিতৃষার ফ্যান ক্লাবের পক্ষ থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে, সেখানেই দেখা গিয়েছে অভিনেত্রীকে৷

আরও পড়ুন-     শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, হুড খোলা গাড়িতে রাজের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন সৌমিতৃষা৷ লাল পোশাকে হাসিমুখে পোজ দিয়েছেন অভিনেত্রী৷ সাদা পাঞ্জাবিতে দেখা গিয়েছে পরিচালক-বিধায়ক রাজ চক্রবর্তীকে৷ অভিনেত্রীকে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েন ভক্তরা৷ সকলেই রাজ ও সৌমিতৃষাকে ফুল ছুড়তে থাকেন৷ ঝড়ের গতিতে ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়৷

আরও পড়ুন-  অসহ্য নরকযন্ত্রণা! বিছানা ছেড়ে উঠতেই পারতেন না…! দিনে ৩০টি করে ওষুধ খেতেন এই নায়িকা, মনে হয়েছিল জীবনটাই শেষ, তারপর…

রাজের ভোটপ্রচারে তৃণমূলের ব়্যালিতে অভিনেত্রীকে দেখার পর থেকেই জল্পনা শুরু হয়েছে৷ তবে কি তৃণমূলে যোগ দিতে চলেছেন সৌমিতৃষা? যদিও সেই প্রশ্নের কোনও উত্তর এখনও জানা যায় নি৷ আপাতত পুরো বিষয়টা নিয়ে ধোঁয়াশা বাড়ছে৷

Raj Chakraborty Birthday: ‘এবার ব্যারাকপুরে জনতার রাজ’, পরিচালকের জন্মদিনে পোস্টার দেখে জল্পনা, লোকসভায় প্রার্থী হবেন কি রাজ

ব্যারাকপুর: আজ, বুধবার মাতৃভাষার দিনেই ৪৯-এ পা দিলেন টলিউডের জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তী। নির্দেশক পরিচয়ের পাশাপাশি এখন তাঁর আরও একটি পরিচয় রয়েছে। তিনি ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক। আর আজ তাঁর। গোটা ব্যারাকপুর লোকসভা জুড়ে তাঁর জন্মদিনের উপলক্ষে পোস্টার পড়েছে। সেখানে লেখা রয়েছে ‘এবার ব্যারাকপুরে জনতার রাজ।’ জগদ্দল বিধানসভা, ভাটপাড়া বিধানসভায় ব্যারাকপুরের বিধায়ককে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পোস্টার টাঙানো হয়েছে। তবে কি ব্যারাকপুর লোকসভায় তৃণমূল প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে রাজ চক্রবর্তী? এই নিয়ে তুঙ্গে জল্পনা।

আরও পড়ুন: বিতর্কিত ‘অ্যানিমাল’-এর জয়জয়কার, ভাঙ্গার ঝুলিতে দাদাসাহেব ফালকে, শাহরুখ-রানির বিরাট জয়, রইল চমকে ভরা তালিকা

২০২১-এর ভোটে লড়ে বিধায়ক হয়েছেন রাজ চক্রবর্তী। কিন্তু নিজে সেই এলাকাতেই বড় হয়েছেন তিনি। হালিশহরের ছেলে, সেখানেই পড়াশোনা। পরবর্তীতে হালিশহর থেকে কলকাতায় পা রাখা। এবং শুরু হয় পরিচালক হওয়ার লড়াই।

আজ টলিউড জুড়ে তাঁর রমরমা, প্রশংসা। জন্মদিনের আগেই যদিও তিনি কেক কেটে পালন করেছেন পরিচালক। সম্প্রতি শেষ হল ‘বাবলি’ ছবির শ্যুটিং। রাজের স্ত্রী, অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়, অভিনেতা অবীর চট্টোপাধ্যায়, অভিনেত্রী সৌরসেনী মৈত্রের সঙ্গে শ্যুটিং ফ্লোরেই কেক কাটেন রাজ। শুভশ্রীর ফ্যানপেজ থেকে সেই ভিডিও পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায়।

Nusrat-Yishaan I Subhashree-Yuvaan: রাজের বারান্দায় দুই নারী, কোলে সন্তান! ইউভানের সঙ্গে প্লে ডেটে যশ-নুসরতের ছেলে, দেখুন সেই ভাইরাল ছবি

কলকাতা: দুই নারী, কোলে সন্তান। কারওরই মুখ স্পষ্ট নয়। আর সেই সুযোগে সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় খেলায় নামলেন পরিচালক রাজ চক্রবর্তী। ছবি দিয়ে প্রশ্ন করলেন, ‘বলুন তো কে?’ চিনতে খুব একটা অসুবিধা হল না। নেটিজেনরা সেই ক্যুইজে ভালই ফল করলেন। ডানদিকে রাজ-ঘরনি অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কোলে তাঁদের সন্তান ইউভান। বাঁদিকে অভিনেত্রী নুসরত জাহান। তাঁর কোলে যশ দাশগুপ্ত এবং তাঁর সন্তান ঈশান।

আরও পড়ুন: বাবা হলেন গৌরব? দেবলীনা কেমন আছেন? রাখঢাক না রেখে খোঁজ নিলেন আর এক অভিনেত্রী!

ইউভান ও ঈশানের এমন প্লে ডেটের ছবি দেখে মজা পেয়েছেন নেটিজেনরা। কলকাতার অভিজাত আবাসনের উঁচু তলা থেকে শহর দেখছেন দুই মা। তাঁদের কোলে দুই খুদে। টলিপাড়ার নায়িকাদের ঘরোয়া ছবি মন জয় করেছে ভক্তদের। রাজ-শুভশ্রীর বাড়িতে নুসকত এলেন ছেলেকে নিয়ে। দুই মা এবং দুই সন্তানের ছবি তুললেন পরিচালক নিজেই। ফ্রেমবন্দি হল আদুরে মুহূর্ত।

 

View this post on Instagram

 

A post shared by Raj Chakrabarty ?? (@rajchoco)

ইউভানকে কখনওই সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখেননি তার বাবা-মা। ছেলের হাতেখড়ি, বাইক চড়া, সরস্বতী পুজোর সাজ, স্কুল যাওয়া, প্লে ডেট সব কিছুর ছবি ভিডিও নেটিজেনদের হাতের মুঠোয়। উল্টোদিকে যশ এবং নুসরত নিজেদের ছেলের মুখ পর্যন্ত প্রকাশ্যে আনেননি এখনও। কেবল এক কালীপুজোয় পিছন থেকে ঈশানের ছবি পোস্ট করেছিলেন।

জন্মের পর থেকেই এমন কুৎসিত ট্রোলের মুখে পড়েছিল ঈশান, সেই কারণেই সম্ভবত আরও বেশি করে ছেলেকে গ্ল্যামার দুনিয়া থেকে দূরে রাখার সিদ্ধান্ত। রাজও নুসরতের সেই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে ঈশানের মুখ প্রকাশ করলেন না ছবিতে।