পাঁচমিশালি GK: ভয়ঙ্কর ঘটনা…! সাড়ে ৩ বছর লেট করেছিল একটি ট্রেন… আজও সেই গল্প শুনলে গায়ে কাঁটা দেয় Gallery November 2, 2024 Bangla Digital Desk ট্রেন লেট করে ঢুকছে, এ তো আখছার ঘটনা। যার জেরে নিত্যযাত্রীদের মাঝেমাঝেই অসুবিধায় পড়তে হয়। দূরপাল্লার ট্রেন এক-দু ঘণ্টা লেট করেছে এও আমরা দেখেছি। বেড়াতে যাওয়ার সময় বিরক্তির উদ্রেকও হয়েছে বহুবার। তবে আপনি কি জানেন বিশ্বের সব থেকে লেট করা ট্রেন কোনটি? সেই ইতিহাস শুনলে চমকে যাবেন। সাড়ে ৩ বছর লেট করেছিল সেই ট্রেন। ২০১৪ সালে ১৪ লক্ষ টাকার সার নিয়ে এই মালবাহী ট্রেনটি বিশাখাপত্তনম থেকে যাত্রা করে। ট্রেনটি সঠিক সময়ে মাল নিয়ে বিশাখাপত্তনম থেকে রওনাও হয়। কিন্তু বাস্তি আর পৌঁছয়নি। ট্রেনে ছিল ১৪ লক্ষ টাকার সার। সারটি পাঠিয়েছিলেন ব্যবসায়ী রামচন্দ্র গুপ্তা। তিন বছর ধরে গাড়িটি বিশাখাপত্তনম থেকে উত্তরপ্রদেশের বাস্তি পৌঁছয়।