আয়ুর্বেদিক গ্রন্থে উল্লেখ আছে যে কাঁঠালের উৎপত্তি তিন হাজার খ্রিস্টপূর্বাব্দে। ভারতের পাশাপাশি প্রতিবেশী দেশ বাংলাদেশ, মালয়েশিয়া, বার্মা, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও পশ্চিম আফ্রিকাতেও কাঁঠাল পাওয়া যায়।

Jackfruit Health Benefits: সুস্থ হার্ট! কমে থাইরয়েড সমস্যা! অকালবার্ধক্য ঠেকিয়ে যৌবন ধরে রাখতে জমিয়ে খান সুপারফুড কাঁঠাল

বাজারে এখনও ঢেলে বিক্রি হচ্ছে এঁচোড়৷ মূলত গাছের ফল হলেও বাঙালি হেঁশেলে এঁচোড়ের কদর সবজি হিসেবেই৷ কিছু দিনের মধ্যেই বাজার ছেয়ে যাবে কাঁঠালে৷
বাজারে এখনও ঢেলে বিক্রি হচ্ছে এঁচোড়৷ মূলত গাছের ফল হলেও বাঙালি হেঁশেলে এঁচোড়ের কদর সবজি হিসেবেই৷ কিছু দিনের মধ্যেই বাজার ছেয়ে যাবে কাঁঠালে৷

 

খাজা এবং গোলা কাঁঠালের স্বাদে দীর্ঘ দিন ধরেই মুগ্ধ ভোজনরসিক বাঙালি৷ ভারতীয় উপমহাদেশের এই ফল খাদ্যগুণ ও পুষ্টিমূল্যে ভরপুর ৷ এই ফলকে কেন ‘সুপারফুড’ বলা হয়৷ জানাচ্ছেন পুষ্টিবিদ রুজুতা দ্বিবেকর৷
খাজা এবং গোলা কাঁঠালের স্বাদে দীর্ঘ দিন ধরেই মুগ্ধ ভোজনরসিক বাঙালি৷ ভারতীয় উপমহাদেশের এই ফল খাদ্যগুণ ও পুষ্টিমূল্যে ভরপুর ৷ এই ফলকে কেন ‘সুপারফুড’ বলা হয়৷ জানাচ্ছেন পুষ্টিবিদ রুজুতা দ্বিবেকর৷

 

গ্রীষ্ম ও বর্ষার ফল কাঁঠালে প্রচুর ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিড্যান্টস৷ রোগ প্রতিরোধ শক্তি বাড়িয়ে সংক্রমণ রোধ করে কাঁঠাল৷
গ্রীষ্ম ও বর্ষার ফল কাঁঠালে প্রচুর ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিড্যান্টস৷ রোগ প্রতিরোধ শক্তি বাড়িয়ে সংক্রমণ রোধ করে কাঁঠাল৷

 

কাঁঠালে পটাশিয়ামের পরিমাণ প্রচুর৷ ফলে মরসুমি এই ফলে হৃদযন্ত্র সুস্থ থাকে৷ ব্যাহত হয় না রক্ত সংবহন পদ্ধতিও৷
কাঁঠালে পটাশিয়ামের পরিমাণ প্রচুর৷ ফলে মরসুমি এই ফলে হৃদযন্ত্র সুস্থ থাকে৷ ব্যাহত হয় না রক্ত সংবহন পদ্ধতিও৷

 

নিয়ন্ত্রিত পরিমাণে খেলে কাঁঠাল পরিপাক ক্রিয়ায় সাহায্য করে৷ কারণ অন্যান্য ফলের মতো কাঁঠালও ফাইবারসমৃদ্ধ৷
নিয়ন্ত্রিত পরিমাণে খেলে কাঁঠাল পরিপাক ক্রিয়ায় সাহায্য করে৷ কারণ অন্যান্য ফলের মতো কাঁঠালও ফাইবারসমৃদ্ধ৷

 

কাঁঠালের অ্যান্টি অক্সিড্যান্ট শরীরকে টক্সিনমুক্ত রাখতে সাহায্য করে ৷ ফলে ক্যানসারের আশঙ্কা কম হয় ৷
কাঁঠালের অ্যান্টি অক্সিড্যান্ট শরীরকে টক্সিনমুক্ত রাখতে সাহায্য করে ৷ ফলে ক্যানসারের আশঙ্কা কম হয় ৷

 

কাঁঠালে প্রচুর পরিমাণ ভিটামিন এ৷ তাই এই ফল ডায়েটে থাকলে চোখ ভাল রাখে৷ দৃষ্টিশক্তি উন্নত হয়৷ ছানি এবং রেটিনার অন্যান্য অসুখকে প্রতিহত করে এই ফল৷
কাঁঠালে প্রচুর পরিমাণ ভিটামিন এ৷ তাই এই ফল ডায়েটে থাকলে চোখ ভাল রাখে৷ দৃষ্টিশক্তি উন্নত হয়৷ ছানি এবং রেটিনার অন্যান্য অসুখকে প্রতিহত করে এই ফল৷

 

শরীরে অকালবার্ধক্য বা জরার ছাপ পড়তে দেয় না কাঁঠাল৷
শরীরে অকালবার্ধক্য বা জরার ছাপ পড়তে দেয় না কাঁঠাল৷

 

ক্যালসিয়াম সমৃদ্ধ কাঁঠাল হাড় মজবুত করে৷ হাড়ের জটিল অসুখের আশঙ্কাকে ঠেকিয়ে রাখে এই ফলের খাদ্যগুণ৷
ক্যালসিয়াম সমৃদ্ধ কাঁঠাল হাড় মজবুত করে৷ হাড়ের জটিল অসুখের আশঙ্কাকে ঠেকিয়ে রাখে এই ফলের খাদ্যগুণ৷

 

থাইরয়েড সমস্যা প্রতিহত করতেও ডায়েটে রাখুন কাঁঠাল৷ হাঁপানি দূর করতেও এই ফল কার্যকরী৷
থাইরয়েড সমস্যা প্রতিহত করতেও ডায়েটে রাখুন কাঁঠাল৷ হাঁপানি দূর করতেও এই ফল কার্যকরী৷