লাওসের ভিয়েনতিয়েন ন্যাশানাল কনভেনশন সেন্টারে ৫৭ তম আসিয়ান বিদেশ মন্ত্রীদের বৈঠকে যোগ দেন এস জয়শঙ্কর

East Asia Summit: যুদ্ধ নয়, কুটনীতি ও আলোচনাই একমাত্র শান্তি স্থাপন করতে পারে, গাজা ও ইউক্রেনের পরিস্থিতি নিয়ে মুখ খুললেন এস জয়শঙ্কর

লাওস: ২৭ জুলাই, ভারতের বিদেশমন্ত্রী লাওসের ভিয়েনতিয়েন ন্যাশানাল কনভেনশন সেন্টারে ৫৭ তম আসিয়ান বিদেশদের মন্ত্রীদের বৈঠকে যোগ দেন৷

বৈঠকে এস জয়শঙ্কর ১৪ তম পূর্ব এশিয়া সম্মেলনে ভারতের অবস্থান নিয়ে কথা বলার সময়, পৃথিবীর দুই প্রান্তের যুদ্ধরত দেশের বিষয় নিয়ে মুখ খোলেন৷ তিনি সেখানে কুটনীতির মাধ্যমেই সমস্যা সমাধান করা উচিত বলে মন্তব্য করেন৷

আরও পড়ুন:‘সেফ জোন’ খান ইউনিসেও ইজরায়েলের হামলা, গাজায় ফের আশ্রয়চ্যুত ১ লক্ষ ৮০ হাজার জন

গাজা ভূখণ্ডে ক্রমাগত ইজরায়েলের আগ্রাসনের সময় তিনি যুদ্ধের বদলে আলোচনা ও কুটনীতিকেই অগ্রাধিকার দিয়েছেন৷ ভারতীয় বিদেশ মন্ত্রী এই প্রসঙ্গে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের প্রসঙ্গও তুলেছেন৷

আরও পড়ুন: গাজায় শিশু মৃত্যুর ঘটনা হৃদয়বিদারক, যুদ্ধ শেষ হওয়া উচিত! নেতনিয়াহুর সঙ্গে বৈঠকের পর বললেন কমলা হ্যারিস

সোভিয়েত-রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম মোদি ইউক্রেন সফরে যাবেন৷ এই পরিস্থিতিতে জয়শঙ্কর সমস্যা মেটানোর জন্য কুটনীতিকেই প্রধান্য দিয়েছেন৷

তাঁর মতে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার জন্য সংঘর্ষের আবহে শান্তি স্থাপনের চেষ্টা করা দরকার৷ তবে তিনি ‘রেড সি’তে পণ্যবাহী জাহাজের উপর হামলার ঘটনাতে উদ্বেগ প্রকাশ করেছে৷

গাজার উদ্বাস্তুদের জন্য ১৫ জুলাই জাতিসংঘের ত্রাণ কার্যে ভারত ২.৫ মিলিয়ন অর্থ সাহায্য করেছে৷ গাজার উদ্বাস্তুদের জন্য ভারত মোট ৫ মিলিয়ন অর্থ সাহায্যের প্রতিশ্রুতি দেন৷

যদিও ২০২২ সালে ইউক্রেনের উপর রাশিয়ার আগ্রাসনের কোনও নিন্দা ভারতসরকার করেনি৷ বরং বারবার আলোচনা আর কুটনীতির মাধ্যমে সমস্যা সমাধানের কথা বলেছেন৷ মোদির ইউক্রেন সফরের প্রাককালে জয়শঙ্করের এই উক্তি ইউক্রেন কী চোখে দেখবে তাই দেখার