Tag Archives: Gaza Israel War

Israel- Gaza conflict: গাজায় আবার বিমান হানা ইজরায়েলের, ৮ শিশুসহ মৃত ১৮। জানাল প্যালেস্টাইন

প্যালেস্টাইন: ইজরায়েলের বিমানহানায় আট শিশু-সহ ১৮ জন ব্যক্তির মৃত্যুর খবর জানিয়েছে প্যালেস্টাইন কর্তৃপক্ষ। এরফলে গাজা স্ট্রিপ সংলগ্ন এলাকায় পরিস্থিতি আরও ঘোরালো হয়ে উঠেছে।

কিছুদিন আগেই ইরানের হিজবুল্লাহ সংগঠন ইজরায়েলে প্রায় এক হাজারের বেশি রকেট হানা চালায়। গোটা দেশে ৪৮ ঘণ্টার জরুরি অবস্থা জারি করেছিল ইজরায়েল সরকার। এরসঙ্গেই তাঁরা পাল্টা হানা চালাবে বলে জানিয়েছিল নেতানেয়াহুর প্রশাসন। এরপরেই গাজা স্ট্রিপে একের পর এক বিমানহানা চালায় ইজরায়েল। এই বিমানহানায় মৃত্যু হয় মোট ১৮ জনের।

এই ঘটনায় ওই অঞ্চলে হামাস দ্বারা পরিচালিত সিভিল ডিফেন্সের তরফ থেকে জানানো হয়, গত সোমবার তিন শিশু-সহ এবং তাঁর তিন মায়ের মৃত্যু হয়।

আরও পড়ুন: চাঁদের মাটিতে জল! অক্সিজেনও উৎপাদন সম্ভব, চাঞ্চল্যকর দাবি চিনের গবেষকদের
এছাড়াও দক্ষিণ গাজাতে মঙ্গলবার সকালের হানাতে পাঁচ ব্যক্তির মৃত্যু হয়েছে। এক পুরুষ, তিন শিশু-সহ পাঁচ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও মঙ্গলবার পশ্চিম গাজাতে খান ইউনিসে একটি বাড়িও ধুলিসাৎ হয়ে যায়। এই হানাতে চারজনের মৃত্যু হয়েছে। মৃতদের প্রত্যেকেকেই নাসির হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
ইজরায়েলের তরফ থেকে জানানো হয়েছে তাঁরা যতটা সম্ভব সাধারণ মানুষদের লোকবসতিপূর্ণ এলাকায় হানা এড়ানোর চেষ্টা করছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, এই হানার ফলে, গাজায় এখনও পর্যন্ত মোট ৪০ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

Israel-Gaza Conflict: গাজার স্কুলে রকেট হামলা ইজরায়েলের, কমপক্ষে ৯০ জনের মৃত্যু, ‘হামাসের কম‍্যান্ড সেন্টার’ দাবি ইজরায়েলের

ফের গাজায় হামলা চালাল ইজরায়েল। ঘটনায় প্রায় ৯০ জনের মৃত্যু হয়েছে। গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, শহরের একটি স্কুলে পরপর আঘাত হানে ৩টি ইজরায়েলি রকেট। এখানে আশ্রয় নিয়েছিলেন বাস্তুচ্যুতরা। হামলায় কয়েকজনের শরীরে আগুন ধরে যায়। এই ঘটনাকে ‘ভয়াবহ গণহত্যা’ আখ্যা দিয়ে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা।

ইজরায়েলি সেনাবাহিনী একটি বিবৃতিতে শনিবার জানিয়েছে, “আল তাবাইন স্কুলে কমান্ড ও কন্ট্রোল সেন্টার চালাচ্ছিল হামাস। সেই সন্ত্রাসীদেরই খতম করা হয়েছে।’’ তবে আরও দুটি স্কুলে ইজরায়েল হামলা চালিয়েছে বলে দাবি করেছে গাজা কর্তৃপক্ষ। তাদের দাবি, আল তাবাইন স্কুলে হামলার দু’দিন পর আরও দুটি স্কুলে হামলা চালানো হয়। তাতে কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: বলুন তো কোন জিনিস বাগানে সবুজ, বাজারে কালো আর ‘বাড়িতে লাল’ হয়? রান্নাঘরেই আছে কিন্তু! ৯৯% লোকজনই ভুল উত্তর দিয়েছেন

গত ৭ অক্টোবর হামলার প্রতিশোধ হিসেবে হামাসকে নিশ্চিহ্ন করে দেওয়ার শপথ নিয়েছে ইজরায়েল। তারপর থেকেই প্যালেস্তাইন ও গাজায় একের পর এক হামলা চালাচ্ছে ইজরায়েলি সেনা। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও এর প্রভাব পড়ছে। ক্রমশ উত্তপ্ত হচ্ছে আরব। এই পরিস্থিতিতে আলোচনার ডাক দিয়েছে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা। তাদের অনুরোধে সম্মত হয়েছে ইজরায়েল।

ইরান দাবি করেছে, রাজনৈতিক লাভের উদ্দেশ্যে লড়াইকে টেনে নিয়ে যাচ্ছেন নেতানিয়াহু। ফলে মধ্যপ্রাচ্যে যুদ্ধ-পরিস্থিতি তৈরি হচ্ছে। খান ইউনিসের বাসিন্দা আহমেদ আল নাজ্জার বলছেন, “আমাদের দয়া করুন। ঈশ্বরের দোহাই। ছোট শিশু ও মহিলাদের রাস্তায় ফেলে মারছে। যথেষ্ট হয়েছে।’’ ইজরায়েলি সেনার তরফে জানানো হয়েছে, দক্ষিণ গাজার শহর খান ইউনিস থেকে সেনা প্রত্যাহারের কাজ চলছে।

ইজরায়েলি সেনা প্রত্যাহারের আদেশ জারি করার পরই রাস্তায় নেমেছে বাসিন্দারা। এএফপিটিভি-র ক্যামেরায় ধরা পড়েছে, ভগ্নস্তূপের মধ্যে দিয়ে খালি পায়ে কেউ বা মোটর সাইকেল বা গাধার পিঠে জিনিসপত্র বেঁধে শহর ছেড়ে পালাচ্ছেন।

আরও পড়ুন: ‘মাস্টারমশাইয়ের মহাপ্রয়াণ’, প্রথম মাসে বেতন ১১৩ টাকা! এই স্কুলেরই শিক্ষক ছিলেন বুদ্ধদেব, জানেন কোন বিষয় পড়াতেন তিনি?

মহম্মদ আবদিন নামের এক গাজাবাসী বলেন, “এই নিয়ে ১৫ বার বাস্তুচ্যুত হলাম।’’ জাতিসংঘের মুখপাত্র ফ্লোরেন্সিয়া সোটো নিনো বলেছেন, “গত ৭২ ঘণ্টায় অন্তত ৬২ হাজার প্যালেস্তানীয় শহর ছেড়ে পশ্চিম খান ইউনিসের দিকে চলে গিয়েছেন।’’

মার্কিন যুক্তরাষ্ট্র, কাতার এবং মিশর একটি যৌথ বিবৃতিতে যুদ্ধরত সব পক্ষকে ১৫ অগাস্ট দোহা বা কায়রোতে আলোচনায় বসার আমন্ত্রণ জানিয়েছেন। তারা বলেছে, ‘আর দেরি নয়, অবিলম্বে চুক্তি বাস্তবায়িত করা হোক।’’

Israel Iran Tension:মধ্যপ্রাচ্যে সংঘাতের আবহ, লেবানন ও ইরানের আকাশসীমা এড়ানোর পরামর্শ মিশর, ইংল্যান্ড-সহ পৃথিবীর বিভিন্ন দেশের

লেবানন: মধ্যপ্রাচ্যে যুদ্ধের অবস্থা ক্রমশ অবনতির দিকে৷ বিশেষ করে হামাস প্রধানের মৃত্যু ও ইজরায়েলি হামলায় হিজাবুল্লার কমান্ডারের নিহত হওয়ার ঘটনায় এই যুদ্ধের আবহ আরও ঘোরতর হয়ে উঠেছে৷

এরই মধ্যে ইংল্যান্ড, মিশর-সহ পৃথিবীর বেশ কিছু দেশের এয়ারলাইন্স ইজরায়েল ও লেবাননের আকাশসীমা এড়িয়ে চলছে৷ বেশ কিছু এয়ার লাইন্স তাঁদের সময়সূচীও পরিবর্তন করেছে৷

আরও পড়ুন: নতুন হামাস প্রধান সিনওয়ার, হামাসকে নিশ্চিহ্ন করে দেওয়ার সংকল্প ইজরায়েলের

হামাস প্রধানের মৃত্যু পর থেকেই মধ্যপ্রাচ্যের সংকট ক্রমশ বৃদ্ধি পেয়েছে৷ হামাসের প্রাক্তন প্রধানের মৃত্যুর পরই ইয়াহিয়া সিনওয়ারকে হামাসের সম্ভাব্য প্রধান হিসেবে বিবেচিত করা হয়েছে৷

এই ঘটনায় ইজরায়েল সিনওয়াকে খতম করার ও হামাসকে পৃথিবী থেকে সম্পূর্ণরূপে শেষ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে৷

আরও পড়ুন:ইরানের হুঁশিয়ারি, সামরিক প্রস্তুতি শুরু ইজরায়েলে, কোন দিকে মোড় দিচ্ছে মধ্য-প্রাচ্যের যুদ্ধের আবহাওয়া

সংঘাতের ক্রম বর্ধমান আবহে বৃহস্পতিবার ভোরবেলায়, মিশর তার সমস্ত এয়ারলাইন্সকে ইরানের আকাশসীমা এড়ানোর নির্দেশ দেয়৷ তার কয়েকঘণ্টার মধ্যে বিট্রেনও তার সমস্ত এয়ারলাইন্সকে লেবাননের আকাশসীমা এড়ানোর পরামর্শ দেয়৷

গত শুক্রবার থেকেই সিঙ্গাপুর এয়ারলাইন্সও ইরানের আকাশসীমায় ব্যবহার বন্ধ করে বিকল্প রাস্তা ব্যবহার করছে৷

প্রসঙ্গত মিশরের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রনালয় একটা নোটিশ জারি করেছে৷ বিবৃতিতে বলা হয়েছে, ৭ অগাস্ট তেহরানের সময় ১১:৩০ টা থেকে ১৪:৩০ অবধি এবং ৪:৩০টে থেকে ৭:৩০ অবধি ইরানের আকাশে সামরিক মহড়া চলার কথা৷ সেই জন্যই ওই সময়টাতে ইরানের আকাশপথ এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছিল৷

Israel Iran Tension: নতুন হামাস প্রধান সিনওয়ার, হামাসকে নিশ্চিহ্ন করে দেওয়ার সংকল্প ইজরায়েলের

ইজরায়েল: তেহরানে হামাস প্রধানকে হত্যার পর থেকেই যুদ্ধ পরিস্থিতি ক্রমশই অবনতির পথে৷ এই পরস্থিতিতে আক্রমণ ঠেকানোর জন্য সামরিক প্রস্তুতি নিতে শুরু করল ইজরায়েল৷

এই অবস্থায় ইরানের সম্ভাব্য আক্রমণ ঠেকানোর জন্য ইজরায়েলে সামরিক প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে৷ বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে এক বৈঠকে ইরানের সম্ভাব্য আক্রমণ ঠেকানোর জন্য ইজরায়েল সামরিক পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে৷

আরও পড়ুন: ইরানের হুঁশিয়ারি, সামরিক প্রস্তুতি শুরু ইজরায়েলে, কোন দিকে মোড় দিচ্ছে মধ্য-প্রাচ্যের যুদ্ধের আবহাওয়া

ইরানও হামাস প্রধানকে হত্যা করার পর থেকেই ইজরায়েলকে হুঁশিয়ারী দিতে কসুর করছে না৷ এই প্রক্ষাপটে হামাসের নতুন প্রধান নিযুক্ত হয়েছে ইয়াহিয়া সিনওয়ার৷ তাঁকেও সম্পূর্ণ ভাবে ‘নির্মুল’ করার প্রতিশ্রুতি দেয় ইজরায়েল৷

হামাসের প্রাক্তন প্রধানের মৃত্যুর পরই ইয়াহিয়া সিনওয়ারকে হামাসের সম্ভাব্য প্রধান হিসেবে বিবেচিত করা হয়েছিল৷ এই প্রসঙ্গে ইজরায়েল পররাষ্ট্র মন্ত্রী কাটজ মঙ্গলবার সিনওয়ারের হামাসের প্রধান হওয়াকে খুব একটা ভাল চোখে মোটেই দেখেননি৷

আরও পড়ুন: ইজরায়েলকে লক্ষ্য করে একের পর এক রকেট হামলা, ঝাঁজ বাড়াচ্ছে হিজবুল্লা, যুদ্ধ কি তবে কেবল সময়ের অপেক্ষা?

তিনি বিবৃতিতে জানিয়েছেন, ‘‘হামাসের ভিতর তাঁর এই পদন্নোতি সিনওয়াতে খতম করার আরও বড় এক কারণ৷ এই ঘৃণ্য সংগঠনকে আমরা পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিতে চাই৷’’

২০১৭ সাল থেকে সিনওয়ার গাজা ভূখণ্ডের নেতা হিসেবে বিবেচিত৷ ৭ অক্টোবর ইজরায়েলে হামলার পর থেকেই সিনওয়ারকে আর গাজা ভূখণ্ডে দেখা যায়নি৷ এই প্রসঙ্গে হিজবুল্লা সিনওয়ারকে অভিনন্দন জানিয়েছেন৷

সূত্রের খবর, এই প্রসঙ্গে ইজরায়েল তার নিজের সুরক্ষার জন্য সব রকম রক্ষণাত্মক ও আক্রমণাত্মক পদক্ষেপ গ্রহণ করবে৷ নেতানিয়াহুও তেমনই ইঙ্গিত দিয়েছে৷ নতুন হামাসের প্রধানের নাম ঘোষণা ও তাঁরই সঙ্গে ইজরায়েলের হুমকিতে পরিস্থিতি কী আরও খারাপের দিকে মোড় নেবে৷ সেটাই এখন দেখার৷

Israel Iran Tension: ইরানের হুঁশিয়ারি, সামরিক প্রস্তুতি শুরু ইজরায়েলে, কোন দিকে মোড় দিচ্ছে মধ্য-প্রাচ্যের যুদ্ধের আবহাওয়া

ইজরায়েল: তেহরানে হামাস প্রধানকে হত্যার পর থেকেই যুদ্ধ পরিস্থিতি ক্রমশই অবনতির পথে৷ এই পরস্থিতিতে আক্রমণ ঠেকানোর জন্য  সামরিক প্রস্তুতি নিতে শুরু করল ইজরায়েল৷

হামাস নেতা ইসমাইল হানিয়া ও হিজবুল্লা গোষ্ঠী ফুয়াদকে হত্যা করার পর থেকেই ইরান ইজরায়েলকে হুঁশিয়ারি দিয়েছে৷ এই ঘটনার পর ইজরায়েলে ড্রোন হামলা করেছে৷ হিজবুল্লা এই মামলার দায়ও স্বীকার করে নিয়েছে৷

এই অবস্থায় শনিবার, হিজবুল্লা গোষ্ঠীর তরফ থেকে একের পর এক রকেট ইজরায়েলের দিকে ধেয়ে আসে৷ যদিও ইজরায়েলের দাবি তাঁদের আয়রন ডোম রকেটগুলোকে আকাশেই শেষ করতে সক্ষম হয়েছে৷

আরও পড়ুন:  ইজরায়েলকে লক্ষ্য করে একের পর এক রকেট হামলা, ঝাঁজ বাড়াচ্ছে হিজবুল্লা, যুদ্ধ কি তবে কেবল সময়ের অপেক্ষা?

এই ঘটনার দায় স্বীকার করে নিয়েছে হিজবুল্লা গোষ্ঠী৷ যদিও তাঁরা হামলার কারণ হিসেবে হানিয়ার কথা উল্লেখ করেননি৷

তাঁদের তরফ থেকে জানানো হয়েছে, লেবাননের দুই গ্রামে ইজরায়েলের রকেট বর্ষণ এবং হিজ়বুল্লার সামরিক বাহিনীর সিনিয়র কমান্ডারকে হত্যার বদলা নিতে তাঁদের এই হামলা৷

আরও পড়ুন: যুদ্ধবিমান মোতায়েন আমেরিকার, ইজরায়েলে হামলা চালাবে ইরান? ভারতীয়দের জন্য জারি সতর্কবার্তা

এই অবস্থায় ইরানের সম্ভাব্য আক্রমণ ঠেকানোর জন্য ইজরায়েলে সামরিক প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে৷ বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে এক বৈঠকে ইরানের সম্ভাব্য আক্রমণ ঠেকানোর জন্য ইজরায়েল সামরিক পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে৷

যদিও ইজরায়েলের তরফ থেকে জানানো হয়েছে, যদি ইরান আক্রমণ করবে এই ধরনের তথ্য ইজরায়েলের গোয়েন্দা দফতর জানতে পারে তবেই এই সামরিক পদক্ষেপ নেওয়ার কথা ভাবা হবে৷

প্রসঙ্গত,মার্কিন যুক্তরাষ্ট্রও মধ্য প্রাচ্যে ইরানের সম্ভাব্য আক্রমণ ঠেকানোর জন্য অতিরিক্ত রণতরী ও যুদ্ধপাঠানোর সিদ্ধান্ত নিয়েছে৷ এই সময় ইজরায়েলে সামরিক প্রস্তুতি নেওয়া ঘটনায় মধ্য প্রাচ্যের যুদ্ধের পরিস্থিতি আরও সংকটজনক৷

Israel Iran Tension: ইজরায়েলকে লক্ষ্য করে একের পর এক রকেট হামলা, ঝাঁজ বাড়াচ্ছে হিজবুল্লা, যুদ্ধ কি তবে কেবল সময়ের অপেক্ষা?

ইজরায়েল: পর পর রকেট হামলা ইজরায়েলে৷ লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লা এই হামলা ঘটিয়েছে৷ হিজবুল্লাকে আগে থেকেই সমর্থন করেছেন ইরান৷ সেই নিয়ে পস্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে৷

এই অবস্থায় শনিবার, হিজবুল্লা গোষ্ঠীর তরফ থেকে একের পর এক রকেট ইজরায়েলের দিকে ধেয়ে আসে৷ যদিও ইজরায়েলের দাবি তাঁদের আয়রন ডোম রকেটগুলোকে আকাশেই শেষ করতে সক্ষম হয়েছে৷

আরও পড়ুন: যুদ্ধবিমান মোতায়েন আমেরিকার, ইজরায়েলে হামলা চালাবে ইরান? ভারতীয়দের জন্য জারি সতর্কবার্তা

ইরানে হামাসের রাজনৈতিক বিভাগের প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার পরই দুই পক্ষের মধ্যেই উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে৷ আক্রমণে ঝাঁজ বাড়িয়েছে, এই দু’পক্ষই৷

আরও পড়ুন: পশ্চিম এশিয়ায় যুদ্ধ-পরিস্থিতি, সম্ভাব্য ইরানের আক্রমণের আশঙ্কায় প্রমাদ গুনছে ইজরালে বসবাসকারী ভারতীয়রা

এই ঘটনার দায় স্বীকার করে নিয়েছে হিজবুল্লা গোষ্ঠী৷ যদিও তাঁরা হামলার কারণ হিসেবে হানিয়ার কথা উল্লেখ করেননি৷ তাঁদের তরফ থেকে জানানো হয়েছে, লেবাননের দুই গ্রামে ইজরায়েলের রকেট বর্ষণ এবং হিজ়বুল্লার সামরিক বাহিনীর সিনিয়র কমান্ডারকে হত্যার বদলা নিতে তাঁদের এই হামলা৷

ইজরায়েলের নর্দার্ন গোলান হাইটসের মজদাল শামস গ্রামে রকেট হামলা চালানোর পরই হিজবুল্লাকে চরম হুঁশিয়ারি দিয়েছিলেন নেতানিয়াহু৷ তারপরই ইজরায়েলি রকেট হামলায় মৃত্যু হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদের৷

এই ঘটনায় নেতানিয়াহু চুুপ করে যে বসবে না, তা বলাই বাহুল্য৷ ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের আক্রমণ ঠেকানোর জন্য পশ্চিম এশিয়ায় অস্ত্র মোতায়েন বৃদ্ধির কথা ঘোষণা করেছেন৷

এই পরিস্থিতিতে হিজবুল্লা গোষ্ঠীর উপর আক্রমণ হলে ইরানও চুপ করে বসে থাকবে না৷ ইরানও ইতিমধ্যে ইজরায়েলকে হুমকি দিয়েছে৷ সব মিলিয়ে মধ্য প্রাচ্যে যুদ্ধের মেঘ ক্রমশ ঘন হচ্ছে৷

Gaza Attack: ইরান ইজরায়েলে যুদ্ধ কি কেবলই সময়ের অপেক্ষা? গাজার স্কুল-প্রাঙ্গনে ইজরায়েলের হানায় উঠছে প্রশ্ন

গাজা: ইজরায়েল-ইরান সীমান্তে যুদ্ধ পরিস্থিতি আরও ঘনিয়ে আসছে৷ ইজরায়েলি হামলায় হামাসের শীর্ষ নেতার মৃত্যুর পর থেকে ইরান সরাসরি ইজরায়েলের উপর হামলার হুঁশিয়ারি দিয়েছে৷

মার্কিন যুক্তরাষ্ট্রও ইরানের সম্ভাব্য আক্রমণ প্রতিরোধ করার উদ্দেশ্যে পশ্চিম এশিয়াতে আরও বেশি অস্ত্র মজুত করছে৷ কিন্তু এমন অবস্থাতেও গাজার উপর আক্রমণ অব্যাহত রয়েছে৷

আরও পড়ুন:পশ্চিম এশিয়ায় যুদ্ধ-পরিস্থিতি, সম্ভাব্য ইরানের আক্রমণের আশঙ্কায় প্রমাদ গুনছে ইজরালে বসবাসকারী ভারতীয়রা

গাজার সিভিল ডিফেন্সের তরফ থেকে জানানো হয়েছে, স্কুল প্রাঙ্গনে ইজরায়েল নতুন করে হামলা চালিয়েছে৷ এই ঘটনায় দশজন মানুষ নিহত হয়েছেন৷ আহত বেশ কয়েকজন৷

যুদ্ধের ফলে ঘরছাড়াদের আশ্রয় শিবির হিসেবে এই স্কুলটি ব্যবহার করা হত৷ সংস্থার মুখপাত্র মাহমুদ বাসলাল জানিয়েছেন, স্কুলে হামলার ফলে যুদ্ধের কারণে আশ্রয় নেওয়া নিরীহ মানুষের প্রাণ হানি হয়েছে৷

আরও পড়ুন:লেবাননকে চরম হুঁশিয়ারী নেতানিয়াহুর, ভারতীয় দূতাবাস থেকে জারি হল নির্দেশিকা

যদিও ইজরায়েলের তরফ থেকে জানানো হয়েছে, এই প্রাঙ্গনটিকে হামাসেরা তাঁদের নিয়ন্ত্রণ কক্ষ হিসেবে ব্যবহার করেছে৷ সেখানে হামাসের অনেকেই লুকিয়ে ছিল৷ তাই এই হামলা বলে অভিমত ইজরায়েলি সেনার৷

এমনিতেই গাজার উপর ইজরায়েলি আগ্রাসনকে অনেকেই ভাল চোখে দেখছেন না৷ কয়েকদিন আগে কমলা হ্যারিসও গাজায় শিশু মৃত্যুকে হৃদয়বিদারক বলেছেন৷ ইরান-ইজরায়েলের সমস্যার মধ্যেই ইজরায়েলের গাজার উপর আবার এই আঘাতের ফলে সমস্যা বাড়ল বই কমল না৷

Israel Iran Tension: পশ্চিম এশিয়ায় যুদ্ধ-পরিস্থিতি, সম্ভাব্য ইরানের আক্রমণের আশঙ্কায় প্রমাদ গুনছে ইজরালে বসবাসকারী ভারতীয়রা

ইজরায়েল: পশ্চিম এশিয়ায় ক্রমশ খারাপ হচ্ছে যুদ্ধের আবহ৷ ইজরায়েলের ভারতের দূতাবাস ইজরায়েলে বসবাসকারী ভারতীয় বশোদ্ভূতদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়ানোর আদেশ দিয়েছে৷

এর মধ্যেই যুদ্ধের আতঙ্ক দেখা দিয়েছে, সেখানকার বসবাসকারী ও কর্মসূত্রে যাওয়া ভারতীয়দের মধ্যে। তাঁরা ইতিমধ্যেই আগামী দিনের জন্য খাদ্য় ও জল জমা করতে শুরু করেছেন৷

সেখানকার বসবাসকারী এক প্রবাসী ভারতীয় ‘সিএনএন নিউজ ১৮’কে জানিয়েছেন, ‘‘ইজরায়েলের এখন খুবই খারাপ অবস্থা৷ যে কোনও মুহূর্তে যুদ্ধ বেঁধে যেতে পারে৷ যে কোনও জায়গায়, যে কোনও অংশে আক্রমণ হতে পারে৷ আমরা তাই আগামী কঠিন দিনগুলোর জন্য এখন থেকেই প্রস্তুত হচ্ছি৷ খাদ্য, জল ও প্রয়োজনীয় সামগ্রী কিছু মজুত করে রাখছি৷’’

তিনি আরও বলেন, ‘‘বিদ্যালয়গুলিতে গ্রীষ্মকালীন ছুটি চলছে৷ কিন্তু কলেজ বা অফিস খোলা আছে৷ আমাদের বলা হয়েছে. ,সাইরেনের আওয়াজ শুনলেও বাঙ্কার বা নিকটবর্তী কোনও নিরাপদ জায়গায় আশ্রয় নিতে৷ আশা করি এবার ইজরায়েলের আয়রন ডোম কাজ করবে৷ আমরা সুরক্ষিত থাকব৷’’

ইজরায়েলে কর্মরত ভারতীয়দের মধ্যে অনেকেই ভাল করে ইংরাজী বুঝতে পারে না৷ ইজরায়েল প্রশাসনের পক্ষ থেকে তাঁদের স্থানীয় ভাষায় নির্দেশিকা জারি করা হয়েছে৷

তাঁদের মধ্যে যাঁরা ইজরায়েলের দক্ষিণ সীমান্তে ছিলেন তাঁদেরকে মধ্য ইজরায়েলের দিকে নিয়ে আসা হয়েছে৷ তাঁরা বর্তমানে হোটেলে বসবাস করছে৷

প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যের অবস্থা ক্রমশ খারাপের দিকে যাচ্ছে৷ ইজরায়েল গাজা আক্রমণের পর থেকেই সেখানকার সমস্যা বৃদ্ধি পাচ্ছে৷ গত ১৩ জুলাই দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় ইজরায়েলী বিমানহানায় মৃত্যু হয়েছে ইজরায়েল হামলার মূলচক্রী হামাস নেতা মহম্মদ ডেইফ৷

ইজরায়েলের গোলান হাইটসে হামলার পর দক্ষিণ বেইরুটে হিজবুল্লাহর ঘাঁটিতে রকেট হামলা চালায় ইজরায়েলি সেনা। সেই হামলাতে হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ নিহত হয়েছেন বলে দাবি করেছে ইজরায়েল।

এই ঘটনার ফলশ্রুতিতে ইরান প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পর থেকেই পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে৷ তারই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিম এশিয়াতে আরও বেশি যুদ্ধজাহাজ ও ফাইটার জেট পাঠানোর ঘোষণায় প্রমাদ গুনছেন ইজরায়েলে বসবাসকারী ভারতীয়৷

Israel Rocket Attack: লেবাননকে চরম হুঁশিয়ারী নেতানিয়াহুর, ভারতীয় দূতাবাস থেকে জারি হল নির্দেশিকা

লেবানন: ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে লেবাননের সমস্ত ভারতীয় নাগরিকদের সতর্কতা অবলম্বন করার কথা বলা হয়েছে৷ যাঁরা লেবাননে ভ্রমণ করার কথা ভাবছেন তাঁদেরকেও সতর্ক থাকার জন্য নির্দেশিকা জারি করা হয়েছে৷

গত শনিবার, ইজরায়েলের নর্দার্ন গোলান হাইটসের মজদাল শামস গ্রামে রকেট হামলা চালানো হয়৷ ইজরায়েলের পক্ষ থেকে এই হামলার জন্য হিজবোল্লা গোষ্ঠীকে দায়ী করে৷ এই ঘটনায় ১২ জন নিহত হয়েছেন৷

আরও পড়ুন: হিজবোল্লাকে ভারী মূল্য চোকাতে হবে, ইজরায়েলের উপর হামলার পরই চরম হুঁশিয়ারী নেতানিয়াহুর

ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি জানিয়েছেন, ‘‘ওরা সমস্ত সীমা অতিক্রম করে গিয়েছে৷ আমরা এই ভয়াবহ হামলার উত্তর দেব৷’’

এই ঘটনায় মার্কিন সফর কাটছাট করে দেশের উদ্দেশ্যে পারি দিয়েছেন৷ তিনি বলেন,‘‘ইজরায়েল এই হত্যাকাণ্ডের উত্তর না দিয়ে থামবে না৷ হিজবোল্লাকে এর জন্য ব্যাপক মূল্য চোকাতে হবে, যা ওরা আগে কখনও ভাবেনি৷’’

আরও পড়ুন: ‘সেফ জোন’ খান ইউনিসেও ইজরায়েলের হামলা, গাজায় ফের আশ্রয়চ্যুত ১ লক্ষ ৮০ হাজার জন

ইজরায়েলে হামলার পর থেকেই লেবানন আর ইজরায়েলের সীমান্তে উত্তেজনা বাড়ছে৷ এই অবস্থায় বৈরুতে অবস্থিত ভারতীয় দূতাবাস লেবাননের সমস্ত ভারতীয় জনগণকে সতর্ক থাকতে বলা হয়েছে৷

তাঁদের ইমেল মারফত ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে বলেছেন৷ আপদকালীন যোগাযোগের জন্য দূতাবাস থেকে cons.beirut@mea.gov.in এই ইমেল আই ডি ও ৯৬১৭৮৬০১২৮ ফোন নম্বর দেওয়া হয়েছে৷

ইজরায়েল সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে ৭ অক্টোবরের পর এটাই ইজরায়েলের উপর সবথেকে মারাত্মক হামলা৷ এই হামলার পর থেকেই লেবানন সীমান্তে গুলির লড়াই শুরু হয়ে গিয়েছে৷

যদিও ইরান ইজরায়েলকে ইতিমধ্যেই সতর্ক করে দিয়েছে লেবাননের উপর সামরিক আঘাত করতে তার ফল খুব খারাপ হবে৷ এই পরিস্থিতে বেঞ্জামিন নেতানিয়াহুর হুঁশিয়ারি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে৷ এরফলে যুদ্ধ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে৷

East Asia Summit: যুদ্ধ নয়, কুটনীতি ও আলোচনাই একমাত্র শান্তি স্থাপন করতে পারে, গাজা ও ইউক্রেনের পরিস্থিতি নিয়ে মুখ খুললেন এস জয়শঙ্কর

লাওস: ২৭ জুলাই, ভারতের বিদেশমন্ত্রী লাওসের ভিয়েনতিয়েন ন্যাশানাল কনভেনশন সেন্টারে ৫৭ তম আসিয়ান বিদেশদের মন্ত্রীদের বৈঠকে যোগ দেন৷

বৈঠকে এস জয়শঙ্কর ১৪ তম পূর্ব এশিয়া সম্মেলনে ভারতের অবস্থান নিয়ে কথা বলার সময়, পৃথিবীর দুই প্রান্তের যুদ্ধরত দেশের বিষয় নিয়ে মুখ খোলেন৷ তিনি সেখানে কুটনীতির মাধ্যমেই সমস্যা সমাধান করা উচিত বলে মন্তব্য করেন৷

আরও পড়ুন:‘সেফ জোন’ খান ইউনিসেও ইজরায়েলের হামলা, গাজায় ফের আশ্রয়চ্যুত ১ লক্ষ ৮০ হাজার জন

গাজা ভূখণ্ডে ক্রমাগত ইজরায়েলের আগ্রাসনের সময় তিনি যুদ্ধের বদলে আলোচনা ও কুটনীতিকেই অগ্রাধিকার দিয়েছেন৷ ভারতীয় বিদেশ মন্ত্রী এই প্রসঙ্গে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের প্রসঙ্গও তুলেছেন৷

আরও পড়ুন: গাজায় শিশু মৃত্যুর ঘটনা হৃদয়বিদারক, যুদ্ধ শেষ হওয়া উচিত! নেতনিয়াহুর সঙ্গে বৈঠকের পর বললেন কমলা হ্যারিস

সোভিয়েত-রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম মোদি ইউক্রেন সফরে যাবেন৷ এই পরিস্থিতিতে জয়শঙ্কর সমস্যা মেটানোর জন্য কুটনীতিকেই প্রধান্য দিয়েছেন৷

তাঁর মতে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার জন্য সংঘর্ষের আবহে শান্তি স্থাপনের চেষ্টা করা দরকার৷ তবে তিনি ‘রেড সি’তে পণ্যবাহী জাহাজের উপর হামলার ঘটনাতে উদ্বেগ প্রকাশ করেছে৷

গাজার উদ্বাস্তুদের জন্য ১৫ জুলাই জাতিসংঘের ত্রাণ কার্যে ভারত ২.৫ মিলিয়ন অর্থ সাহায্য করেছে৷ গাজার উদ্বাস্তুদের জন্য ভারত মোট ৫ মিলিয়ন অর্থ সাহায্যের প্রতিশ্রুতি দেন৷

যদিও ২০২২ সালে ইউক্রেনের উপর রাশিয়ার আগ্রাসনের কোনও নিন্দা ভারতসরকার করেনি৷ বরং বারবার আলোচনা আর কুটনীতির মাধ্যমে সমস্যা সমাধানের কথা বলেছেন৷ মোদির ইউক্রেন সফরের প্রাককালে জয়শঙ্করের এই উক্তি ইউক্রেন কী চোখে দেখবে তাই দেখার