Jamai Sasthi Mango Price: মাথায় হাত…! রাত পোহালেই জামাইষষ্ঠী, এদিকে আমের দাম আকাশছোঁয়া… কোন আম কত দাম?

রাত পোহালে জামাইষষ্ঠী। জামাইষষ্ঠী শুধু জামাইকে বসিয়ে, আদর-যত্নে নানা পদ খাওয়ানো নয়, এর পিছনে রয়েছে অনেক নিয়মকানুন৷ বিভিন্ন আাচর পালনের মাধ্যমে হয় জামাইষষ্ঠী৷
রাত পোহালে জামাইষষ্ঠী। জামাইষষ্ঠী শুধু জামাইকে বসিয়ে, আদর-যত্নে নানা পদ খাওয়ানো নয়, এর পিছনে রয়েছে অনেক নিয়মকানুন৷ বিভিন্ন আাচর পালনের মাধ্যমে হয় জামাইষষ্ঠী৷
১২ জুন, বুধবার পড়েছে এ বছরের এবছর জামাইষষ্ঠীর সূচি৷ ১১ জুন সন্ধ্যা ৫.৫৮  মিনিট থেকে ১২ জুন রাত ৭.২৪ মিনিট পর্যন্ত থাকবে ষষ্ঠী পুজোর সময়।
১২ জুন, বুধবার পড়েছে এ বছরের এবছর জামাইষষ্ঠীর সূচি৷ ১১ জুন সন্ধ্যা ৫.৫৮  মিনিট থেকে ১২ জুন রাত ৭.২৪ মিনিট পর্যন্ত থাকবে ষষ্ঠী পুজোর সময়।
জামাইষষ্ঠীর দিন স্নান সেরে ঘটস্থাপন করেন শাশুড়িমায়েরা। ঘটে থাকে সিঁদুর লাগানো আম্রপল্লব। এই ষষ্ঠী করমচা ছাড়া অসম্পূর্ণ।
জামাইষষ্ঠীর দিন স্নান সেরে ঘটস্থাপন করেন শাশুড়িমায়েরা। ঘটে থাকে সিঁদুর লাগানো আম্রপল্লব। এই ষষ্ঠী করমচা ছাড়া অসম্পূর্ণ।
জামাইষষ্ঠীতে যে উপকরণগুলি প্রয়োজন হয় তা হল তালপাতার পাখা, দুর্বা, ধান, করম চা, ফুল, বেলপাতা, আম পল্লব, হলুদ দিয়ে রাঙানো সুতো ইত্যাদি।
জামাইষষ্ঠীতে যে উপকরণগুলি প্রয়োজন হয় তা হল তালপাতার পাখা, দুর্বা, ধান, করম চা, ফুল, বেলপাতা, আম পল্লব, হলুদ দিয়ে রাঙানো সুতো ইত্যাদি।
জামাইষষ্ঠী মানে তো আম, লিচু লাগবেই। কিন্তু সোম-মঙ্গলবারের বাজার দেখে তো রীতিমতো ভিরমি খাচ্ছেন মধ্যবিত্তরা।
জামাইষষ্ঠী মানে তো আম, লিচু লাগবেই। কিন্তু সোম-মঙ্গলবারের বাজার দেখে তো রীতিমতো ভিরমি খাচ্ছেন মধ্যবিত্তরা।
জলপাইগুড়িতে হিমসাগর আম এলেও তার চাহিদা তেমনভাবে নেই। বিক্রি হচ্ছে কেজি প্রতি ১০০ থেকে ১২০ টাকা।
জলপাইগুড়িতে হিমসাগর আম এলেও তার চাহিদা তেমনভাবে নেই। বিক্রি হচ্ছে কেজি প্রতি ১০০ থেকে ১২০ টাকা।
বিক্রেতারা বলছেন, কোনও বছর আমের জোগান বেশি থাকে, আবার কোনও বছর থাকে কম। এ বছর আমের জোগান অনেকটাই কম। কারণ আমের ফলন কম হয়েছে। তাছাড়া গরমের কারণে আমের মুকুল ঝরে গিয়েছে। যার ফলে বাংলা জুড়ে আমের ফলন কম হয়েছে। কম হয়েছে অন্যান্য রাজ্য। যে কারণে ভাটা পড়েছে।
বিক্রেতারা বলছেন, কোনও বছর আমের জোগান বেশি থাকে, আবার কোনও বছর থাকে কম। এ বছর আমের জোগান অনেকটাই কম। কারণ আমের ফলন কম হয়েছে। তাছাড়া গরমের কারণে আমের মুকুল ঝরে গিয়েছে। যার ফলে বাংলা জুড়ে আমের ফলন কম হয়েছে। কম হয়েছে অন্যান্য রাজ্য। যে কারণে ভাটা পড়েছে।
একইভাবে দাম বেশি রয়েছে লিচুরও। তাছাড়াও লিচুর জোগান সামনের সপ্তাহ থেকেই বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে তাদের মধ্যে। যে কারণে লিচুর দাম জামাইষষ্ঠীর আগে ঊর্ধ্বমুখী হয়েছে।
একইভাবে দাম বেশি রয়েছে লিচুরও। তাছাড়াও লিচুর জোগান সামনের সপ্তাহ থেকেই বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে তাদের মধ্যে। যে কারণে লিচুর দাম জামাইষষ্ঠীর আগে ঊর্ধ্বমুখী হয়েছে।
ইলিশ নিয়েও বিপদে পড়েছেন মানুষ। পঞ্জিকা মতে এবছর জামাইষষ্ঠী পড়েছে ১২ জুন। এদিকে ১৪ জুন পর্যন্ত নদী ও সমুদ্রে মাছ ধরার উপর সরকারি নিষেধাজ্ঞা জারি রয়েছে। তাই এখনও পর্যন্ত কোনও ট্রলার ইলিশের সন্ধানে গভীর সমুদ্রে পাড়ি দিতে পারেনি। সেই কারণে  এবছর জামাইষষ্ঠীতে পাওয়া যাবে না বাংলার টাটকা ইলিশ।
ইলিশ নিয়েও বিপদে পড়েছেন মানুষ। পঞ্জিকা মতে এবছর জামাইষষ্ঠী পড়েছে ১২ জুন। এদিকে ১৪ জুন পর্যন্ত নদী ও সমুদ্রে মাছ ধরার উপর সরকারি নিষেধাজ্ঞা জারি রয়েছে। তাই এখনও পর্যন্ত কোনও ট্রলার ইলিশের সন্ধানে গভীর সমুদ্রে পাড়ি দিতে পারেনি। সেই কারণে এবছর জামাইষষ্ঠীতে পাওয়া যাবে না বাংলার টাটকা ইলিশ।