তোর্ষা সেতু

Alipurduar News: গাদা গাদা টাকা খরচ করে জঙ্গল সাফারি নয়, এই সেতুতে এলেই দেখতে পাবেন বন্যপ্রাণী! ‌ভিড় জমান পর্যটকরা, যাবেন নাকি?

আলিপুরদুয়ার: মাদারিহাট ও হাসিমারার মাঝে সংযোগকারী এই সেতুটিকে সাধারণ সেতু মনে করবেন না। এই সেতুটি ধীরে ধীরে পর্যটকদের পছন্দের তালিকায় সামিল হতে শুরু করেছে। সেতুতে দাঁড়ালেই বন্যপ্রাণীর দেখা মিলবেই। এই সেতুর নাম হাসিমারা তোর্ষা সেতু।

বিকেল হলেই প্রতিনিয়ত পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের ভিড় লক্ষ্য করা যায় হাসিমারা তোর্ষা সেতুতে। কেননা প্রতিদিন বিকেল হলেই জলদাপাড়া জঙ্গল থেকে বাইসন ও হাতির দল এছাড়া কখনও কখনও গণ্ডার, হরিণ চলে আসে। এই তোর্ষা নদীর জল পান করতে তারা আসে।

আরও পড়ুন-  গরমে গোলাপ গাছ শুকিয়ে কাঠ হচ্ছে? এই ৬ জিনিস ‘ধন্বন্তরি’! গোড়ায় দিলেই থোকা থোকা ফুলে ভরবে গাছ, গ্যারান্টি!

এই বন্যজন্তু দেখতে বর্তমানে ভিড় জমাচ্ছে পর্যটক থেকে শুরু করে এলাকার বাসিন্দারা। কপাল ভাল থাকলে একটি দুটি নয় প্রচুর বাইসন ও হাতির দেখা মিলে তোর্ষা নদীর সামনে।তাই বন্যপ্রাণী দেখতে টাকা খরচ করে জঙ্গল সাফারির প্রয়োজন নেই বর্তমানে।বিনা খরচে তোর্ষা সেতুতে এলেই দেখা মিলছে প্রচুর বন্যপ্রাণীর।তোর্ষা নদীর পাশে রয়েছে জলদাপাড়া জাতীয় উদ্যানের জঙ্গল।

আরও পড়ুন-  বলুন তো, পৃথিবীর কোন দেশে Jeans পরা নিষেধ? ৯০% মানুষই জানেন না সঠিক উত্তর, নাম শুনলে চমকে যাবেন গ্যারান্টি!

পর্যটকদের মতে জঙ্গল বন্ধ থাকলেও নিরাশ হবেন না তারা।এই সেতুতে এলেই তারা দেখতে পাবেন বন্য জন্তু। ১৫ জুন থেকে বন্ধ হবে জঙ্গল। স্থানীয় বাসিন্দাদের মতে সেই সময় আরও বেশি পরিমানে বন্যপ্রাণী দেখা যাবে এই ব্রিজ থেকে।

Annanya Dey