আম

Jamai Sasthi 2024: জামাইয়ের পাতে আদৌ আম পড়বে তো? জামাইষষ্ঠীর আগে ফলের রাজার দাম কত, অবাক হবেন

মুর্শিদাবাদ: আমের জেলা হিসেবে বলা হয় মুর্শিদাবাদ এবং মালদাকে। কিন্তু মুর্শিদাবাদ জেলার বিভিন্ন আমের বাগানে আমের ফলন কম গাছে। অন্য দিকে, বর্ষার আগেই গাছ থেকে নামানো হয়েছে বিভিন্ন প্রজাতির আম। ইতি মধ্যেই যা চলে গিয়েছে কলকাতা-সহ বিভিন্ন রাজ্যে। ফলে মুর্শিদাবাদ জেলার আমের জোগান কম থাকার কারণে বহরমপুরে আমের বিক্রি নেই। ফলে আগামী দিনে ভরসা ভিন রাজ্যের আমের উপরেই।

কয়েকদিন পরেই জামাইষষ্ঠী ৷ অন্য পদের পাশাপাশি জামাইয়ের পাতে রকমারি ফলের বাহারে জায়গা করে নেয় ফলের রাজা আম ৷ তবে চলতি বছর আম কিনতে গিয়ে টান পড়তে পারে পকেটে৷ কারণ এবার আমের ফলন কম৷ তাই দামও চড়া। ফলন কম বলেই এই পরিস্থিতি বলে জানাচ্ছেন কৃষক থেকে শুরু করে ব্যবসায়ীদের অনেকেই। আবহাওয়ার খামখেয়ালি আচরণের জেরে পরস্থিতি এতটা খারাপ হয়েছে।এমনও মনে করছেন অনেকে।

আরও পড়ুন: বাজার ভরবে লোভনীয় ইলিশে! গত বছরের আকাল কাটিয়ে কি এবার ইলিশ জোয়ার? দিঘায় বড় খবর!

আরও পড়ুন: চা খেতে মাটির ভাঁড়ের চাহিদা আবার বাড়ছে, তবুও হতাশ কুমোররা

চলতি বছরে আমের ফলন কম, চাহিদা থাকলেও অন্যান্য রাজ্যে যোগান দেওয়া সম্ভব হচ্ছে না। আমের মুকুল আসার সময়ও বৃষ্টির দেখা মেলেনি। তীব্র গরমে অসময়ে ঝরে পড়েছে আমের মুকুল। তার উপর বেড়েছে ওষুধ এবং শ্রমিকের খরচ। অধিকাংশ চাষি যারা বাগান লিজ নিয়ে চাষ করেছেন। তবে লাভের মুখ দেখতে পাবে না বলেই মনে করছেন। সামনেই রয়েছে জামাইষষ্ঠী, তার আগে জামাইদের পাতে আম দিতে শাশুড়িদের বেশ খরচ করতে হবে বলেই মনে করা হচ্ছে।

কৌশিক অধিকারী