আজ, মঙ্গলবার হরিয়ানা এবং জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভোটের গণনা। দুই বিধানসভাতেই নির্বাচিত বিধায়ক সংখ্যা হবে ৯০। সংখ্যাগরিষ্ঠতার ম্যাজিক ফিগার ৪৬। তবে জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল সরকার গঠনের আগেই পাঁচ অনির্বাচিত বিধায়ককে মনোনীত করলে ওই কেন্দ্রশাসিত অঞ্চলে তা বেড়ে দাঁড়াবে ৪৯। প্রায় সব ক’টি এক্সিট পোল সমীক্ষার ইঙ্গিত, হরিয়ানায় এক দশকের বিজেপি সরকারের পতন ঘটিয়ে ক্ষমতা দখল করবে কংগ্রেস। অন্য দিকে, কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরে ত্রিশঙ্কু বিধানসভা হতে পারে। যদিও বুথ ফেরত সমীক্ষার ফলাফল সবসময় মেলে না ৷ তাই নজর রাখতেই হবে নির্বাচনের ফলাফলের দিকে ৷