কেনাকেটা থেকে জমিয়ে খাওয়াদাওয়া! ছোট্ট এই পাহাড়ি হাটে জমে ভিড়

Darjeeling news: কেনাকেটা থেকে জমিয়ে খাওয়াদাওয়া! ছোট্ট এই পাহাড়ি হাটে জমে ভিড়

দার্জিলিং: সামনেই বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। সেই অর্থে ইতিমধ্যেই সমস্ত ক্লাবগুলিতে প্রস্তুতিপর্ব তুঙ্গে। উত্তরবঙ্গ মানেই চা বাগান, পাহাড় জঙ্গল নদীর এক অপরূপ মেলবন্ধন। সেই অর্থেই পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা দুধিয়া, যেখানে চারিদিকে সবুজে ঘেরা পাহাড় এবং সেই পাহাড়ের বুক চিরে নিজের গতিতে ছুটে চলেছে পাহাড়ি খরস্রোতা বালাসন নদী।

ছুটির দিনে বা উইকেন্ডে পর্যটকদের ভিড় লক্ষ্য করা যায় পাহাড়ের কোলে বালাসন নদীর তীরে মন মুগ্ধ করা দার্জিলিং এর দুধিয়া পাহাড়ে। বর্তমানে পাহাড় নদীর পাশাপাশি জনপ্রিয় হয়ে উঠেছে পাহাড়ের কোলে দুধিয়ার এই ছোট্ট হাট।

আরও পড়ুন: ১০০ বছর পর…পুজোর সময়েই তৈরি রাজযোগ! সোনায় মুড়বে ৩ রাশির কপাল, ধন সম্পদের বন‍্যা

প্রত্যেক রবিবার পাহাড়ের কোলে এই হাট বসে। এই হাট দেখলে মনে হবে এ যেন পাহাড়ি মেলা, কীনেই এই বাজারে শাকসবজি থেকে শুরু করে জামা কাপড়-সহ নিত্যদিনের প্রয়োজনীয় জিনিস । স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পর্যটকদের ভিড়ে যেন এ বাজার এক মিলন মেলায় পরিণত হয়।

পাহাড়ের কোলে এই ছোট্ট হাট বর্তমানে সকলের মন জয় করছে। এই প্রসঙ্গে সেখানে বাজার করতে আসা কল্পনা প্রধান বলেন এই বাজারে আসলে মন আনন্দে ভরে ওঠে।

আরও পড়ুন: ঠিকরে বেরোবে মুখের গ্লো! রাতারাতি গায়েব ব্রণ, কালো দাগ, ট‍্যানিং…রান্নাঘরেই আছে রূপের ‘জাদুকাঠি’, পুজোতে হয়ে উঠুন নজরকাড়া

সকলে মিলে কেনাকাটি থেকে শুরু করে খাওয়া দাওয়া সব মিলিয়ে দারুন মজা হয়। পাহাড়ের কোলে এই ছোট্ট বাজার সকলের আনন্দের এক অন্যতম জায়গা।পাহাড়ের কোলে এই ছোট্ট বাজারে গেলেই শাকসবজি থেকে শুরু করে মিলে যাবে নিত্যদিনের প্রয়োজনীয় সমস্ত জিনিস।

সুজয় ঘোষ