সেজে উঠছে জঙ্গিপুর রোড স্টেশন 

Amrit Bharat: নয়া সাজে সাজছে জঙ্গিপুর রোড স্টেশন! থাকছে চোখ ধাঁধানো টেরাকোটার কাজ

মুর্শিদাবাদ: অমৃত ভারত প্রকল্পে সাজিয়ে তোলা হচ্ছে ভারতীয় রেলের একাধিক গুরুত্বপূর্ণ স্টেশন। রাজ্যজুড়ে একাধিক স্টেশন সংস্কারের কাজ চলছে। যার মধ্যে রয়েছে জঙ্গিপুর রোড স্টেশনটি। এই স্টেশন ভারতীয় রেলের কাছে ভীষণভাবেই গুরুত্বপূর্ণ। মালদা ডিভিশনের মধ্যে অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ এক রেল স্টেশন হল জঙ্গিপুর কোর্ট।

হেরিটেজকে সঙ্গে রেখেই প্রথম শ্রেণির এক্সিকিউটিভ লাউঞ্জ, দ্বিতীয় শ্রেণির থাকার ব্যবস্থা করা হচ্ছে। প্রথম পর্যায়ে কাজ শেষ হবে আগামী নভেম্বর মাসে। ফলে যাত্রীরা আরও সুবিধা পাবেন। পাশাপাশি, বাংলার প্রাচীন টেরাকোটার কাজ ফুটিয়ে তোলা হচ্ছে ষ্টেশন চত্বরে। রেলের আধিকারিক জানিয়েছেন,পশ্চিমবঙ্গের একাধিক রেল ষ্টেশন সেজে উঠছে অমৃত ভারত প্রকল্পের মধ্যে দিয়েই। ইতিমধ্যেই ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:রোজের পাতে ঘি খাচ্ছেন? রান্নাতেও ঘি? এতে শরীরের ক্ষতি হচ্ছে না উপকার? যা বলছেন বিশেষজ্ঞ

স্টেশনটি সাজিয়ে তোলার পাশাপাশি জোর দেওয়া হয়েছে যাত্রী স্বাচ্ছন্দ্য এবং যাত্রী সুরক্ষার দিকে। ‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পের আওতায় মুর্শিদাবাদের ধুলিয়ান গঙ্গা স্টেশনকেও সাজিয়ে তোলা হচ্ছে। যা পূর্ব রেলের মালদা ডিভিশনের অধীনে পড়ে। ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, ধুলিয়ান গঙ্গার ‘মেকওভার’-র জন্য ১২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অন্যদিকে, জঙ্গিপুর কোর্ট স্টেশনের জন্য ২২কোটি ৭৯লক্ষ টাকা খরচ করা হবে। বয়স্ক যাত্রীদের যাতে ওঠানামা করতেঅসুবিধা না হয়, তার জন্য থাকছে লিফট এর ব্যবস্থা।

কৌশিক অধিকারী