জন্মাষ্টমী উদযাপন ইসকন মন্দিরে!

Janmasthami 2024: জন্মাষ্টমী উদযাপন মায়াপুরের ইসকন মন্দিরে! দেশ-বিদেশের ভক্তদের ভিড়!

নদিয়াঃ শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে নদিয়ার মায়াপুর ইসকনে মহাসমরহে পালিত হচ্ছে জন্মাষ্টমী উৎসব। মূলত সোমবার শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করা হবে এবং মঙ্গলবার পালন করা হবে নন্দ উৎসব। এই উপলক্ষে দেশ-বিদেশের প্রায় হাজার হাজার ভক্ত বৃন্দ ইসকনের প্রধান কেন্দ্র মায়াপুরে এসে উপস্থিত হয়েছেন।

আরও পড়ুনঃ চালক ছাড়াই হঠাৎ চলতে শুরু করল বাস! পিষে দিল বাইক, স্কুটি, ‘ভুতুড়ে কাণ্ড’ ঘটল কীভাবে? জানলে চমকে যাবেন

শুধু জন্মাষ্টমী নয়, সারা বছরই বিভিন্ন তিথিতে সুসজ্জিত হয়ে ওঠে ইসকন মন্দির। সোমবার সকাল থেকেই সাজো সাজো রব মায়াপুর ইসকন মন্দির। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে এখনও পর্যন্ত বহু ভক্তবৃন্দ এসে পৌঁছেছেন। আজ, সোমবার জন্মাষ্টমী উৎসব উপলক্ষে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে ইসকন কর্তৃপক্ষ। সকাল থেকেই হরিনাম সংকীর্তন, কীর্তনের ছন্দে নাচে গানে মেতে উঠেছে দেশি-বিদেশি ভক্তরা।

দেশ-বিদেশ থেকে অসংখ্য ভক্তের আগমন ঘটেছে মায়াপুর ইসকন মন্দির প্রাঙ্গনে। ভোরবেলা থেকেই উৎসবের মেজাজে সেজে উঠেছে মন্দির নগরী মায়াপুর ইসকন। এই উৎসব চলবে সারাদিন। মহাসমারহে অসংখ্য ভক্তদের সঙ্গে নিয়ে পালন করা হচ্ছে জন্মাষ্টমী উৎসব।