Food Delivered to Space: তরুণ ধনকুবেরই ডেলিভারি বয়! এই প্রথম মহাকাশে খাবার পৌঁছে দিল ফুড ডেলিভারি অ্যাপ

নয়াদিল্লি : ফুড ডেলিভারি অ্যাপে অর্ডার করে মাঝে মাঝেই রসনাবিলাসে ডুব দেন? আপনি একা নন৷ এমনকী, মহাকাশচারীরাও ইদানীং ফুড ডেলিভারি অ্যাপে খাবার অর্ডার করছেন (Food Delivered to Space)! সংস্থাও আপ্রাণ চেষ্টা করছে তাদের সাধ্যমতো পরিষেবা দেওয়ার৷ কল্পবিজ্ঞানের এই গল্পকে সত্যি বলে প্রমাণ করেছে জাপানের ‘উবার ইটস’৷ প্রথম  বার পৃথিবী থেকে মহাকাশে খাবার পাঠিয়ে ঐতিহাসিক নজির স্থাপন করল এই সংস্থা৷ তাও আবার সাধারণ কোনও ডেলিভারিপার্সন নন৷ জাপানের তরুণ উদ্যোগপতি ধনকুবের ইউসাকু মেজাওয়া গিয়েছিলেন খাবার পৌঁছে দিতে (Japanese billionaire Yusaku Maezawa delivers food for the first time in International Space Station )৷

সংস্থার তরফে একটি ট্যুইট করা হয়েছে৷ সেখানে দেখা যাচ্ছে মেজাওয়া পৌঁছে গিয়েছেন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বা আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রে৷ তাঁর পনে সাদা টিশার্ট এবং শর্টস৷ মাথায় সাদা টুপি৷ হাতে খয়েরি প্যাকেটে খাবার৷ ভাসমান অবস্থায় তিনি পৌঁছে গেলেন খাবার নিয়ে৷ তার পর খাবারের প্যাকেটও ভাসমান অবস্থায় চলে গেল ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বা আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রের কম্যান্ডার অ্যান্টন শ্কাপ্লেরভের কাছে৷ পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, ‘‘উবার ইটস ডেলিভারি সময়ের সঙ্গে পরিবর্তন বজায় রেখেছে৷ একের পর এক জায়গা আমরা খাবার পৌঁছে দিচ্ছি৷’’ একই পোস্টে মেজাওয়াকে ধন্যবাদও জানানো হয়েছে৷ অভিনব এই ফুড ডেলিভারিতে সামাজিক মাধ্যম রোমাঞ্চিত৷ ট্যুইটারেত্তিরা একমত, এই ডেলিভারি বিস্ময়কর!

আরও পড়ুন : বরাতজোড়ে কোটিপতি! বরফের মধ্যে রত্ন ভাণ্ডার খুঁজে পেলেন পর্বতারোহী

আরও পড়ুন : তাঁর থেকে বেশি সুন্দর লাগবে দেখতে, বিয়েতে এই কারণে বান্ধবীকে আমন্ত্রণই জানালেন না পাত্রী !

প্রসঙ্গত মেজাওয়া ১২ দিনের সফরে মহাকাশে৷ ২৪৮ মাইল পাড়ি দিয়ে তিনি খাবার পৌঁছ দিলেন৷ মহাকাশসফর শুরুর ৮ ঘণ্টা ৩৪ মিনিটের মধ্যেই খাবার ডেলিভারি দিলেন৷

আরও পড়ুন : বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়ছে ওমিক্রন সংক্রমণ, আমেরিকা-ব্রিটেনে ফের রেকর্ড বৃদ্ধি

কিন্তু কী করে মহাকাশে খাবার পৌঁছে দেওয়া সম্ভব হল? জানতে কৌতূহলী অনেকেই৷ সংবাদমাধ্যমে প্রকাশ, খাবার হিসেবে পাঠানো হয়েছে মহাকাশের উপযোগী খাবার৷ যেখানে মূলত ছিল ক্যানবন্দি জাপানি খাবার৷ মহাশূন্যে পাঠানো হয় মিসোতে জারিত ম্যাকারেল মাছ, চিকেন এবং ব্যাম্বু শুটস, পর্ক-সহ নানা পদ৷ সংবাদমাধ্যমে প্রকাশ মেজওয়া বলেছেন, ‘‘আমি সবে কিছু সুস্বাদু খাবার ডেলিভারি করলাম৷ মহাকাশে প্রথম বার খাবার পৌঁছনোর সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ৷’’