জয়নগরকাণ্ডে হাইকোর্টের বড় নির্দেশ

Jaynagar Child Murder Case: জয়নগর কাণ্ডে POCSO আদালতে মামলা স্থানান্তরের নির্দেশ আদালতের

জয়নগর: জয়নগরকাণ্ডে মৃতার বাবার দুই আবেদন নিয়ে এ বার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ রাজ্য পুলিশ। রবিবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম জরুরি ভিত্তিতে মামলার শুনানির নির্দেশ দিয়েছেন। সেই মতো রবিবার দুপুর ২টোয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে ওই মামলার শুনানি হল।

কলকাতা হাইকোর্টের ৩৫ নম্বর কোর্টে শুনানি হয়। রাজ্যের আইনজীবী দেবাশিস রায়, পাবলিক প্রসিকিউটর। কেন্দ্রের আইনজীবী – ধীরাজ ত্রিবেদী ও নির্যাতিতার বাবার আইনজীবী বিল্বদল ভট্টাচার্য সওয়াল-জবাবে অংশ নেন। বিচারপতির প্রশ্ন, ‘ধর্ষণের অভিযোগ করেছে। পকসো আইনে মামলা রুজু হয়েছে। ইনকোয়েস্টে কিছু বোঝা গেছে? কখন ইনকোয়েস্ট হযেছে? এখানে পকসো নেই কেন? ১০ বছর বয়স নির্যাতিতার৷ স্বাভাবিকভাবেই পকসোতে মামলা হওযার কথা।’