গাপ্পি মাছ ছাড়া হল ঝালদায়

Purulia News : ডেঙ্গু সংক্রমণ রুখতে গাপ্পি মাছ ছাড়ল ঝালদা পৌরসভা

পুরুলিয়া : লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু সংক্রমণের সংখ্যা। ডেঙ্গুর সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ বাড়ছে স্বাস্থ্য দফতরের। ‌ ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নিয়েছে বিভিন্ন জেলার স্বাস্থ্য দফতর গুলি। ‌জেলা পুরুলিয়াতেও ডেঙ্গু সংক্রমণ রুখতে নেওয়া হয়েছে নানান পদক্ষেপ। এবার ডেঙ্গু সংক্রমণ রুখতে এগিয়ে এলঝালদা পৌরসভা। ঝালদা পৌরসভার কর্মীদের নিয়ে ঝালদার বিভিন্ন জলাশয়ে ডেঙ্গু প্রতিরোধে গাপ্পি মাছ ছাড়া হয়।

এ বিষয়ে ঝালদা পৌরসভার পৌর প্রধান সুরেশ আগারওয়াল বলেন , ডেঙ্গু প্রতিরোধে প্রস্তুত ঝালদা পৌরসভা। এলাকার বিভিন্ন জলাশয় প্রথম ধাপে ৫৬ হাজার গাপ্পি মাছ ছাড়ার সঙ্গে সঙ্গে স্বাস্থ্যকর্মীরা এলাকার বাড়িতে বাড়িতে গিয়ে সার্ভে করে ডেঙ্গু সংক্রমণ সম্পর্কে মানুষকে সচেতন করেছে। বাড়ির বিভিন্ন জায়গার জমা জল পরীক্ষা করে দেখা হচ্ছে সেখানে ডেঙ্গু সংক্রমণের সম্ভাবনা রয়েছে কিনা।

আরও পড়ুন : ৭০টি বাড়িতে ভয়ানক বিপদ! ফের মৃত্যুর ঘটনা এড়াতে পুরুলিয়ায় বিশেষ উদ্যোগ

নর্দমা ও জমা জলে মশার স্প্রে দেওয়া হচ্ছে। যদিও ঝালদা পৌরসভা এলাকায় ডেঙ্গুর প্রভাব সেভাবে বিস্তার করেনি। তবুও সচেতন থাকার জন্য স্বাস্থ্য কর্মীদের মাধ্যমে সমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধ করতে সমস্ত দিক থেকেই প্রস্তুত ঝালদা পৌরসভা।

আরও পড়ুন : প্রাণ হাতে নিয়ে চলা! এই ‘ভয়াবহ’ অঙ্গনওয়াড়ি কেন্দ্র নিয়ে ভীত অভিভাবকরা

জেলা জুড়ে থাবা বসিয়েছে ডেঙ্গু। সংক্রমণ ঢুকতে তৎপর জেলা স্বাস্থ্য দফতর। নেওয়া হচ্ছে একের পর এক পদক্ষেপ।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F 

যদিও ঝালদা পৌর এলাকায় ডেঙ্গু প্রভাব বিস্তার করতে পারেনি। তবুও সচেতন পৌরসভা সহ স্বাস্থ্য দফতর।

শর্মিষ্ঠা ব্যানার্জি