ফুলে ফেঁপে উঠছে নদীর জল

Jhargram News: ফুলে ফেঁপে উঠছে নদীর জল! জলের তলায় সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন ঝাড়গ্রাম ও বাঁকুড়ার মধ্যে

ঝাড়গ্রাম: নিম্নচাপের ফলে টানা বৃষ্টির জেরে যোগাযোগ বিচ্ছিন্ন হল ঝাড়গ্রাম ও বাঁকুড়া এই দুই জেলার মধ্যে। রাস্তার দু’পাশে সারি সারি দাঁড়িয়ে রয়েছে দূরপাল্লার বহু পণ্যবাহী লরি।

টানা বৃষ্টিতে একাধিক নদীর জল ফুলে ফেঁপে ওঠায় বেশ কয়েকটা সেতু  জলের তলায় চলে গিয়েছে৷ এর ফলে বহু এলাকার মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। যে কোনও রকমের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য প্রশাসনের পক্ষ থেকেও বিশেষ নজরদারি চালানো হচ্ছে ।

আরও পড়ুন: নিম্নচাপের জেরে জলের তলায় রাজ্যের কৃষিজমি, কপালে ভাঁজ চাষিদের, পুজোর মরসুমে সবজির দাম আকাশছোঁয়ার আশঙ্কা

তারাফেনী নদীর জল বেড়ে যাওয়ায় ঝাড়গ্রাম বাঁকুড়া ৫ নম্বর রাজ্য সড়কের উপর এটেলা এলাকায় তারাফেনী নদীর উপর থাকা কজওয়েটি জলের তলায় চলে যায়।

আরও পড়ুন: ফুলে ফেঁপে উঠছে নদীর জল! জলের তলায় সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন ঝাড়গ্রাম ও বাঁকুড়ার মধ্যে

যার ফলে রবিবার ১৫ সেপ্টেম্বর, থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলার মধ্যে। অপরদিকে, জামবনী ব্লকের সঙ্গে ঝাড়গ্রাম জেলা সদরের যোগাযোগও বিচ্ছিন্ন হয়েছে।

এই অঞ্চলের উপর দিয়ে বয়ে গিয়েছে ডুলুং নদী। এর জলস্তর বৃদ্ধি পাওয়ায় জলের তলায় চলে গেছে চিল্কিগড়ে ডুলুং নদীর উপর থাকা কজওয়েটি। ফলে মানুষজনকে চিকিৎসা পরিষেবা থেকে যে কোনও রকমের পরিষেবার পাওয়ার জন্য পড়িহাটি হয়ে ঘুর পথে আসতে হয়েছে ঝাড়গ্রাম জেলা সদরে । এছাড়াও কাঁথুয়া খালের জল বেড়ে যাওয়ায় ঝাড়গ্রাম ও গোপীবল্লভপুরের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে ।

শিলদা এলাকার স্থানীয় বাসিন্দা সোহম হালদার বলেন, “টানা নিম্নচাপের বৃষ্টির জন্য তারাফিনী নদীর জল বেড়ে যাওয়ায় এটেলায় থাকা কজওয়েটি জলের তলায় চলে গিয়েছে। যার ফলে ঝাড়গ্রাম বাঁকুড়া পাঁচ নম্বর রাজ্য সড়কের যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে”।

ঝাড়গ্রামে বেড়াতে আসা পর্যটক সুমন সেন বলেন, ‘‘প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য বেরিয়ে পড়েছি বেলপাহাড়ি হয়ে বাঁকুড়ার মুকুটমনিপুর যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু এখানে এসে দেখি কজওয়ের উপর দিয়ে জল বইছে রাস্তা বন্ধ রয়েছে। তাই এখন আর মুকুটমণিপুর যাওয়া হচ্ছে না, কেবলমাত্র বেলপাহাড়ির বিভিন্ন পর্যটকস্থানগুলি ঘুরে দেখব’’।

প্রতিবছর বর্ষার সময় ডুলুং নদীর উপর চিল্কিগড়ের কজওয়েটি জলের তলায় চলে যায়। ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় জামবনি ব্লকের সঙ্গে ঝাড়গ্রাম জেলা সদরের।

স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি চিল্কিগড়ে ডুলুং নদীর উপর স্থায়ী সেতু নির্মাণের। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, সোমবার ঝাড়গ্রাম জেলায় হলুদ সর্তকতা জারি রয়েছে। মঙ্গলবার থেকে আবহাওয়া আবার স্বাভাবিক হবে।

বুদ্ধদেব বেরা