Mukutmanipur: ভয়ঙ্কর সুন্দর দৃশ্য,জল ছাড়া হল মুকুটমণিপুরে,দেখুন ভিডিও

ভয়ঙ্কর সুন্দর এক দৃশ্য। ভয়ঙ্কর বলার একটা কারণ রয়েছে। জল ছাড়ার এই দৃশ্য যতই সুন্দর হোক না কেন, এই জল বন্যার আশঙ্কা তৈরি করেছে নিম্ন অববাহিকাতে। গত তিনদিনের টানা বৃষ্টি, সে কারণে এবার জল ছাড়ার সিদ্ধান্ত নিল বাঁকুড়ার কংসাবতীর মুকুটমণিপুর জলাধার কর্তৃপক্ষ , নিম্ন অববাহিকায় বন্যার আশঙ্কা, তবে জল ছাড়া দেখতে পেয়ে খুশি পর্যটকেরা।গত কয়েকদিনের টানা বৃষ্টির কারণে এবার জল ছাড়ার সিদ্ধান্ত নিল বাঁকুড়ার কংসাবতীর মুকুটমণিপুর জলাধার কর্তৃপক্ষ। সোমবার বেলা ১১টা নাগাদ কংসাবতী জলাধার থেকে নদী বক্ষে ১০০০০ কিউসেক জল ছাড়া হয়। বৃষ্টির পরিমান দেখে দফায় দফায় জল ছাড়ার পরিমাণ বাড়ানো হবে, এমনটাই দাবি কংসাবতী কর্তৃপক্ষের।