গ্রামের বাড়ির দেওয়াল 

Weekend Trip: ছবির চেয়েও সুন্দর সাজানো এই গ্রাম, সত্যজিৎ রায়-প্রাকৃতি মিলিমিশে একাকার, ঘুরে দেখুন সপ্তাহান্তে

*ধীরে ধীরে উন্নতি করছে জঙ্গলমহল ঝাড়গ্রাম। শহর থেকে অদূরেই রয়েছে এমন সুন্দর একটি দৃষ্টিনন্দন গ্রাম, যা আপনাকে মোহিত করবে।
*ধীরে ধীরে উন্নতি করছে জঙ্গলমহল ঝাড়গ্রাম। শহর থেকে অদূরেই রয়েছে এমন সুন্দর একটি দৃষ্টিনন্দন গ্রাম, যা আপনাকে মোহিত করবে।
*জঙ্গলমহল ঝাড়গ্রামের অন্যতম নান্দনিক গ্রাম খোয়াবগাঁ। এই গ্রামে বেশ কয়েকটি মাটির বাড়ির দেওয়াল সাজিয়ে তোলা হয়েছে নানান ছবিতে।
*জঙ্গলমহল ঝাড়গ্রামের অন্যতম নান্দনিক গ্রাম খোয়াবগাঁ। এই গ্রামে বেশ কয়েকটি মাটির বাড়ির দেওয়াল সাজিয়ে তোলা হয়েছে নানান ছবিতে।
*কোথাও রয়েছে সত্যজিৎ রায়, কোথাও রাধা-কৃষ্ণের ছবি আবার কোথাও গ্রামীন পরিস্থিতির ছবিও। মূলত গ্রামের লোধা সম্প্রদায়ের মানুষজন সাজিয়ে তুলেছে দেওয়াল।
*কোথাও রয়েছে সত্যজিৎ রায়, কোথাও রাধা-কৃষ্ণের ছবি আবার কোথাও গ্রামীন পরিস্থিতির ছবিও। মূলত গ্রামের লোধা সম্প্রদায়ের মানুষজন সাজিয়ে তুলেছে দেওয়াল।
*এখানে এলে দেখতে পাবেন ফলের বীজ, কাঠ দিয়ে তাঁরা তৈরি করছেন নানা ঘর সাজানোর জিনিস, যাকে বলা হয় কাটুমকুটুম।
*এখানে এলে দেখতে পাবেন ফলের বীজ, কাঠ দিয়ে তাঁরা তৈরি করছেন নানা ঘর সাজানোর জিনিস, যাকে বলা হয় কাটুমকুটুম।
*ঝাড়গ্রামের খোয়াবগাঁ এলাকার লোধা মানুষজন বিভিন্ন কাজের পাশাপাশি স্বনির্ভরতার লক্ষে নিজের হাতে বানাচ্ছেন কাটুমকুটুম। ফেলে দেওয়া নানা জিনিস, ফলের বীজ, গাছের মূল ছাল দিয়ে তৈরি করছেন ঘর সাজানোর নানা উপকরণ।
*ঝাড়গ্রামের খোয়াবগাঁ এলাকার লোধা মানুষজন বিভিন্ন কাজের পাশাপাশি স্বনির্ভরতার লক্ষে নিজের হাতে বানাচ্ছেন কাটুমকুটুম। ফেলে দেওয়া নানা জিনিস, ফলের বীজ, গাছের মূল ছাল দিয়ে তৈরি করছেন ঘর সাজানোর নানা উপকরণ।
*ঘুরতে আসা পর্যটকরা কিনছেন এই জিনিস। নিজেদের পূর্বপুরুষদের পেশা বদলে স্বনির্ভর হচ্ছেন এই গ্রামের লোধা সম্প্রদায়ের মানুষ।
*ঘুরতে আসা পর্যটকরা কিনছেন এই জিনিস। নিজেদের পূর্বপুরুষদের পেশা বদলে স্বনির্ভর হচ্ছেন এই গ্রামের লোধা সম্প্রদায়ের মানুষ।