বাংলাদেশের সংসদ সদস্য আনওয়ারুল আজিম

Bangladesh MP Death Update: নিউ মার্কেট থেকে ২২০০ টাকায় কেনা কিমা করার মেশিনেই টুকরো বাংলাদেশের সাংসদের দেহ, বিস্ফোরক স্বীকারোক্তি

উত্তর ২৪ পরগনা: অনলাইনে দেখে পছন্দ করা মাংসের কিমা করার মেশিন নিউ মার্কেটের দোকান থেকে কিনে, তাতেই ছোট ছোট টুকরো করা হয়েছিল বাংলাদেশের সাংসদের দেহ। এমনই বিস্ফোরক স্বীকারোক্তি অভিযুক্ত সিয়ামের বলে সিআইডি সূত্রে দাবি।

নিউটাউনের বহুতল আবাসনে বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিমকে খুন করার পর প্রথম অবস্থাতে তার দেহ টুকরো করার সময় বেশ কিছুটা দেহাংশ বড় আকারের হয়ে গিয়েছিল। ফলে পুলিশের হাত থেকে বাঁচার জন্য সেই বড় টুকরোগুলোকেই নিউটাউনের ওই ফ্ল্যাটের সেপটিক ট্যাংকে ফেলে ফ্ল্যাশ করে দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: ‘বিশ্বের সেরা স্কুলের পুরস্কার’-এ সেরা ১০-এ জায়গা পেল ভারতের এই ৫ স্কুল, তালিকায় কোন কোন স্কুল জানেন?

অবশিষ্ট দেহের বাকি খণ্ডগুলি তাই একেবারে ছোট ছোট করে কাটতেই ব্যবহার করা হয় মাংসের কিমা করা মেশিনের বলেই জেরাই জানিয়েছে অভিযুক্ত সিয়াম। যদিও কিমা করার সেই মেশিন এখনও উদ্ধার হয়েছে কিনা এ বিষয়ে প্রকাশে কোনও রকম মন্তব্য করতে চাননি সিআইডির তদন্তকারীরা। তবে অনলাইনে কোন প্ল্যাটফর্ম থেকে এমন যন্ত্রের খোঁজ পেল অভিযুক্ত সে বিষয়টি খতিয়ে দেখছে তদন্তকারীরা। পাশাপাশি কোন দোকান থেকে এই মেশিন কেনা হয়েছিল সেই দোকানটিকেও চিহ্নিত করা হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: CAT ছাড়াই MBA! রইল ১৫ পরীক্ষার নাম-পরীক্ষার সময়-কোর্স-কলেজের খোঁজ, জানুন

সিআইডি সূত্রে জানা যায়, জেরায় সিয়াম দাবি করে টম্যাটো ও মাংস কিমা করার মেশিন সে অনলাইনে দেখে পছন্দ করে৷ এরপর সেই মেশিন নিউ মার্কেটের একটি দোকান থেকে ২২০০ টাকায় কেনে। সিয়ামের এই স্বীকারোক্তির পরই কতটা ঠান্ডা মাথায় খুন করে দেহ লেপাট করা হয়েছিল বাংলাদেশী সাংসদের তা একপ্রকার পরিষ্কার হয় তদন্তকারী গোয়েন্দাদের কাছে। অভিযুক্ত সিয়াম আরও জানায়, খুন করার পর দেহ মেঝেতে রেখে ওই মাংসের কিমা করার মেশিন দিয়ে কাটা হয়েছিল।

এরপর একপ্রকার পেস্ট হয়ে যাওয়া দেহাংশ ভাঙরের খালে ফেলা হয়। যদিও সেপটিক ট্যাংক থেকে দেহাংশ উদ্ধার হলেও বারংবার তল্লাশি চালিয়েও ভাঙরের চিহ্নিত করা জলাশয় থেকে এখনও উদ্ধার করা যায়নি কোন দেহাংশ বলেই জানা গিয়েছে। সিয়ামের দেওয়া এই বিস্ফোরক তথ্যের সত্যতাই এখন যাচাই করছেন গোয়েন্দারা। প্রয়োজনে কথা বলা হবে অন্যান্য অভিযুক্তদের সঙ্গে বলেও জানা গিয়েছে সিআইডি সূত্রে।

Rudra Narayan Roy