দক্ষিণবঙ্গ, লাইফস্টাইল Jhargram Tourism News: স্বপ্নের গ্রাম, একবার ঢুঁ না মারলে বড় মিস, ঝাড়গ্রাম বেড়াতে গেলে যাবেন নিশ্চিয়ই Gallery October 9, 2024 Bangla Digital Desk লোধা শবর অধ্যুষিত গ্রাম এখন পর্যটকের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। গ্রাম জুড়ে ছোট্ট ছোট্ট মাটির বাড়ির দেওয়াল জুড়ে আঁকা রয়েছে নানা চিত্র,যা এই গ্রামে পর্যটকদের আকর্ষণ করছে। ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের রাধানগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লোধা শবর অধ্যুষিত লালাবাজার গ্রাম। যা বর্তমানে পর্যটকদের কাছে ” খোয়াব গাঁ” নামে পরিচিত। ২০১৮ সালে লালাবাজার গ্রামে চালচিত্র এক্যাডেমির পক্ষ থেকে লোধা শবর সম্প্রদায়ের মানুষদের নিয়ে গ্রাম জুড়ে দেওয়ালে রং করে গ্রাম কে পর্যটক কেন্দ্র হিসেবে গড়ে তোলার কাজ শুরু করে। বর্তমানে গ্রামের লোধা শবর সম্প্রদায়ের মানুষরাই গ্রাম জুড়ে বিভিন্ন চিত্র ফুটিয়ে তুলেছেন। ঝাড়গ্রাম শহর থেকে কদমকানন রেলগেট পেরিয়ে শিশির চক হয়ে বিধানচন্দ্র কৃষি বিশ্বিদ্যালয়ের ভেতরের মোরাম রাস্তা ধরে পর্যটকরা পৌঁছে যেতে পারবে খোয়াব গাঁ। খোয়াব গাঁ তে গ্রাম জুড়ে আঁকা রয়েছে জঙ্গলমহলের মানুষের জীবন যাত্রায় বিভিন্ন চিত্র। এছাড়াও কার্টুন , পশুপাখি , বিভিন্ন সিনেমার চিত্র ফুটিয়ে তোলা হয়েছে দেওয়াল জুড়ে। খোয়াব গাঁ এর মধ্যেই শৈল্পিক নামের কারুকার্যের স্টল। যেখানে ওখানকার শিল্পীদের নিজের হাতের তৈরি কাঠ, গাছের শিকড়, বাঁশ , বাঁশের গড়া, শুকনো ডাব, নারকেল এবং ফেলে দেওয়া বিভিন্ন জিনিসপত্র দিয়ে ঘর সাজানোর নানা সামগ্রিক রয়েছে। বেড়াতে আসা পর্যটকরা স্মৃতি হিসেবে ক্রয় করে নিয়ে যেতে পারেন বাড়ি।