Technology News: মাত্র ৫ টাকারও কম দামে মিলছে ১ জিবি ইন্টারনেট ডেটা? আদৌ কি সত্যি? জানুন বিশদে

আজকালকার এই ডিজিটাল যুগে স্মার্টফোন যেন জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে। এটা এখন বিলাসিতার সামগ্রী নয়, বরং প্রয়োজনীয় জিনিস হয়ে উঠেছে। তবে ইন্টারনেট ছাড়া স্মার্টফোন আবার কোনও কাজেই আসে না। এমন পরিস্থিতিতে মোবাইলের ইন্টারনেট ডেটা ফুরিয়ে গেলে ব্যবহারকারীদের জন্য তা বড় সমস্যা তৈরি করে। ফলে ব্যবহারকারীরা ইন্টারনেট টপ-আপ প্ল্যান খুঁজতে শুরু করেন। এমতাবস্থায় আমরা Jio-র একটি বিশেষ প্ল্যানের বিষয়ে আলোচনা করতে চলেছি।

৫ টাকারও কম দামে প্ল্যান:

যাঁরা Jio সিম ব্যবহার করেন, তাঁরা ৫ টাকারও কম দামে ১ জিবি ডেটা পেতে পারেন। একেবারেই ঠিক শুনছেন। আসলে ৫ টাকারও কম মূল্যে ১ জিবি ডেটার সুবিধা পাওয়া যাবে। আজ আলোচনা করে নেওয়া যাক Jio-র ২২২ টাকার ডেটা বুস্টার প্ল্যানের বিষয়ে। এই প্ল্যানে প্রিপেড ব্যবহারকারীরা ৫০ জিবি ডেটা পেয়ে থাকেন। এর অর্থ হল, এই প্ল্যানের মাধ্যমে ব্যবহারকারীরা মাত্র ৫ টাকারও কম দামে ১ জিবি ডেটা পাচ্ছেন।
আজ এই ডেটা বুস্টার প্ল্যানের বিষয়ে আলোচনা করে নেওয়া যাক। এই প্ল্যানের ক্ষেত্রে ব্যবহারকারীরা কলিং এবং এসএমএস-এর সুবিধা পাবেন না। বরং শুধুই ডেটার সুবিধা পাবেন।

আরও পড়ুন: WhatsApp-এ এআই-চালিত ছবি তৈরি করা আরও সহজ! শুধু জেনে নিন কী করতে হবে

আরও পড়ুন: WhatsApp-এ চালু হল স্ক্রিন শেয়ারিং ফিচার! কীভাবে ব্যবহার করবেন দেখে নিন ধাপে ধাপে

ব্যবহারকারীদের অতিরিক্ত ডেটার প্রয়োজন হলে এই প্ল্যানটি কিনতে পারেন। এই ডেটা প্ল্যানটি নিজস্ব বৈধতার সঙ্গে আসে না। এই প্ল্যানের বৈধতা শুধুমাত্র ব্যবহাকারীর অ্যাক্টিভ রিচার্জ প্ল্যানের উপর নির্ভর করে। ব্যবহারকারীরা যদি ২৮ দিনের বৈধতা বা ৫৬ দিনের বৈধতা-সহ রিচার্জ করেন, তাহলে এই ডেটা বুস্টার প্ল্যানটি ব্যবহারকারীর অ্যাক্টিভ রিচার্জের ভ্যালিডিটির সঙ্গে শেষ হয়ে যাবে।

কোন অ্যাক্টিভ প্ল্যানের সঙ্গে ডেটা বুস্টারটি সেরা হবে?

ব্যবহারকারীরা যদি কমপক্ষে ৮৪ বা ৯০ দিনের বৈধতার রিচার্জ প্ল্যানের সঙ্গে Jio-র এই ডেটা বুস্টার প্ল্যানটি কিনে থাকেন, তাহলে তাঁরা এটি সম্পূর্ণ ভাবে ব্যবহার করতে সক্ষম হবেন। সামগ্রিকভাবে দুই বা তিন মাসের বৈধতা-সহ এই প্ল্যানটি খুবই কার্যকর বলে প্রমাণিত হতে পারে। কারণ দৈনিক সীমা শেষ হয়ে যাওয়ার পরে ব্যবহারকারী এই প্ল্যানের সঙ্গে প্রদত্ত ডেটা ব্যবহার করতে সক্ষম হবেন।