Junior Doctors’ Email: মানা হচ্ছে না প্রতিশ্রুতি, সাত দফা দাবি জানিয়ে মুখ্যসচিবকে ইমেল জুনিয়র ডাক্তারদের

কলকাতা: ফের অসন্তোষ। আরজি করের ঘটনা ঘিরে মুখ্যসচিবের সঙ্গে জুনিয়র ডাক্তাকদের বৈঠকে যে প্রতিশ্রুতিগুলি দেওয়া হয়েছিল, সেগুলি পালন না হওয়ার অভিযোগ জানিয়েই মনোজ পন্থকে মেল করলেন আন্দোলনরত ডাক্তারেরা।

১. সরকারি হাসপাতালে ‘থ্রেট কালচার’-এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের জন্য কেন্দ্রীয় স্তরে অনুসন্ধান কমিটি গঠন করতে হবে।

২. প্রতিটি মেডিক্যাল কলেজে ডাক্তারির স্নাতক পড়ুয়া এবং আবাসিক ডাক্তারদের নিয়ে অভ্যন্তরীন অনুসন্ধান কমিটি গঠন।

৩. ছাত্র প্রতিনিধি বেছে নেওয়ার জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের আয়োজন করা। 

৪.  যে সকল সদস্যের বিরুদ্ধে থ্রেট কালচারকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে, তাঁদের বিরুদ্ধে রাজ্যের অনুসন্ধান কমিটি গঠন। 

৫. জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, নার্সিং এবং অন্য স্বাস্থ্যকর্মীদের প্রতিনিধিদের নিয়ে টাস্ক ফোর্স গঠন।

৬.  রোগী কল্যাণ সমিতি, র‌্যাগিং প্রতিরোধ কমিটিকে সক্রিয় করে তোলা।

৭. ‘ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুল’ অনুযায়ী চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের জন্য স্বচ্ছ এবং যথাযথ বদলি নীতি কার্যকর করা।

আরও পড়ুন:    আবার কী ঘটল আরজি করে! ফের জুনিয়র ডাক্তারদের অবস্থান-স্লোগান! নিশানায় ‘সেই’ ১২ জন

৪২ দিনের অবস্থানের পর গত শনিবার থেকে জরুরি পরিষেবা দেওয়া চালু করেছেন তাঁরা। এদিকে দলীয় বিধায়কের ‘বেফাঁস’ মন্তব্যে রীতিমতো অস্বস্তিতে বঙ্গ পদ্ম শিবির।‌ আরজি কর ইস্যুতে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি শেষ হওয়ার পরেই তাঁদের আন্দোলনকে তোপ দাগলেন ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা। সংবাদমাধ্যমকে দিন্দা বলেন, ‘‘ডাক্তাররা তো আন্দোলন শুরু করেছিলেন নিজেদের স্বার্থসিদ্ধির জন্য। এক কথায় সেলফিশ মুভমেন্ট ছিল। চিকিৎসক তরুণীর খুন ধর্ষণের বিচার চেয়ে তো তাঁরা পথে নামেননি। যে সব দাবি নিয়ে ডাক্তাররা আন্দোলন শুরু করেন সেগুলো তো নিজে থেকেই হয়ে যেত। বিনীত গোয়েলও সরে যেতেন। তার জন্য এভাবে আন্দোলন করা অর্থহীন।’’