আমরণ অনশনে ফের অসুস্থ ১ চিকিত্‍সক! ICU-তে ভর্তি উত্তরবঙ্গ মেডিক‍্যাল কলেজের চিকিত্‍সক

Junior Doctor’s Hunger Strike: ‘আমরণ অনশনে’ ফের অসুস্থ ১ চিকিত্‍সক! ICU-তে ভর্তি উত্তরবঙ্গ মেডিক‍্যাল কলেজের ডাক্তার

আরজি করে চিকিত্‍সক তরুণীকে ধর্ষণ এবং খুনের প্রতিবাদে বিচার চেয়ে জুনিয়র ডাক্তারদের আন্দোলন চলছে। ১০ দফা দাবিতে গত ৫ অক্টোবর থেকে অনশনরত একাধিক চিকিত্‍সক। কলকাতার পাশাপাশি উত্তরবঙ্গ মেডিকেলের জুনিয়র ডাক্তাররাও অনশন করছেন।

এবার উত্তরবঙ্গ মেডিকেলে অনির্দিষ্টকালের জন্যে অনশনে বসে অসুস্থ হয়ে পড়লেন জুনিয়র চিকিৎসক সৌভিক বন্দ্যোপাধ্যায়। এর আগেও অসুস্থ হয়ে পড়েছিলেন এক চিকিত্‍সক। প্রথমে অসুস্থ হন অলোক কুমার ভার্মা।

আরও পড়ুন: ডিপ ফ্রিজে জমে বরফের পাহাড়! বারবার কেন হয় এই সমস‍্যা? ৫ মিনিটে গলবে কীভাবে? জেনে নিন সহজ টোটকা

মেডিকেলেরই হাইব্রিড সিসিইউতে ভর্তি করা হয় অলোককে। আজ, মঙ্গলবার অসুস্থ হয়ে পড়েন সৌভিক বন্দ্যোপাধ্যায়। সৌভিককে আইসিইউতে ভর্তি করা হয়েছে। গত ৭ অক্টোবর থেকে এই অমরণ অনশনে বসেন জুনিয়র চিকিৎসকরা।

আরও পড়ুন: দাম এত কম! একেবারে ‘জলের দরে’ পাওয়া যাবে সোনা? এই ৫ দেশে ঘুরতে গেলেই কিনে নিন সস্তায় সোনা, বিরাট লাভ

প্রসঙ্গত, মঙ্গলবার কলকাতায় একদিকে চলছে পুজো কার্নিভাল। আবার অন‍্যদিকে চলছে আন্দোলনকারী চিকিত্‍সকদের ‘দ্রোহ কার্নিভাল’। কলকাতাতেও একাধিক আন্দোলনকারী চিকিত্‍সক অসুস্থ হয়ে পড়েন আমরণ অনশনে।